শ্রীরাম লাগু
শ্রীরাম লাগু | |
---|---|
জন্ম | (১৯২৭-১১-১৬)১৬ নভেম্বর ১৯২৭ |
মৃত্যু | ১৭ ডিসেম্বর ২০১৯(2019-12-17) (বয়স ৯২) পুনে, মহারাষ্ট্র, ভারত |
শিক্ষা | এম. বি. বি. এস. |
মাতৃশিক্ষায়তন | বি. জে. মেডিক্যাল কলেজ, পুনে |
পেশা |
|
দাম্পত্য সঙ্গী | দীপা লাগু |
সম্মাননা | • পদ্মশ্রী (১৯৭৪) • কালিদাস সম্মান (১৯৯৭) • পূণ্যভূষণ (২০০৭) • সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ (২০১০) |
ডাক্তার শ্রীরাম লাগু (১৬ নভেম্বর ১৯২৭ - ১৭ ডিসেম্বর ২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করতেন, পাশাপাশি তিনি একজন ইএনটি শল্যচিকিৎসক। দীর্ঘ কর্মজীবনে তিনি ২৫০ এর অধিক হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে এবং হিন্দি, মারাঠি ও গুজরাতি মঞ্চনাটকে অভিনয় করেছেন, এবং ২০টির অধিক মারাঠি মঞ্চনাটক পরিচালনা করেছেন। তিনি ঘরৌন্দা (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি কিনারা (১৯৭৭) ও ইনসাফ কি তরাজু (১৯৮০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে আরও দুটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার আত্মজীবনী লমাণ, যার অর্থ হন "পণ্য বহনকারী"।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শ্রীরাম লাগু ১৯২৭ সালের ১৬ই নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির (বর্তমান মহারাষ্ট্র, ভারত) সতারা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা বালকৃষ্ণ চিন্তামণ লাগু ও মাতা সত্যভম লাগু। তিনি তাদের চার সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। লাগু ভাবে হাই স্কুল ও ফার্গুসন কলেজে (পুনে বিশ্ববিদ্যালয়) পড়াশুনা করেন। এরপর তিনি বি. জে. মেডিক্যাল কলেজ থেকে এম. বি. বি. এস. ও এম. এস. ডিগ্রি অর্জন করেন।[২]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৭৮ | ২৫তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ঘরৌন্দা | বিজয়ী | [৩] |
কিনারা | মনোনীত | [৪] | |||
১৯৮১ | ২৮তম ফিল্মফেয়ার পুরস্কার | ইনসাফ কি তরাজু | মনোনীত | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ নিকলবাইন, স্কট (১৬ নভেম্বর ১৯৮০)। "Shriram Lagoo"। ফ্রিডম ফ্রম রিলিজিওন ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ ধারওয়াডকার, অপর্ণা (২০০৭)। "Lagoo, Shreeram"। লেইটার, স্যামুয়েল এল.। Encyclopedia of Asian Theatre: O-Z। I। গ্রিনউড প্রেস। পৃষ্ঠা ৩৬৪। আইএসবিএন 978-0-313-33531-0। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
- ↑ "The Filmfare Awards Winners – 1977"। দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
- ↑ "The Filmfare Awards Nominations – 1977"। দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
- ↑ "The Filmfare Awards Nominations – 1980"। দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রীরাম লাগু (ইংরেজি)
সাধারণ | |
---|---|
জাতীয় গ্রন্থাগার | |
অন্যান্য |
- ১৯২৭-এ জন্ম
- ২০১৯-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় নাস্তিক
- ভারতীয় মঞ্চ অভিনেতা
- ভারতীয় মঞ্চ পরিচালক
- মারাঠি চলচ্চিত্র অভিনেতা
- মারাঠি মঞ্চ অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- শিল্পকলায় পদ্মশ্রী প্রাপক
- সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ প্রাপক
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী