বিষয়বস্তুতে চলুন

শ্রীরাম লাগু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীরাম লাগু
২০১০ সালে লাগু
জন্ম(১৯২৭-১১-১৬)১৬ নভেম্বর ১৯২৭
মৃত্যু১৭ ডিসেম্বর ২০১৯(2019-12-17) (বয়স ৯২)
পুনে, মহারাষ্ট্র, ভারত
শিক্ষাএম. বি. বি. এস.
মাতৃশিক্ষায়তনবি. জে. মেডিক্যাল কলেজ, পুনে
পেশা
দাম্পত্য সঙ্গীদীপা লাগু
সম্মাননাপদ্মশ্রী (১৯৭৪)
কালিদাস সম্মান (১৯৯৭)
পূণ্যভূষণ (২০০৭)
সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ (২০১০)

ডাক্তার শ্রীরাম লাগু (১৬ নভেম্বর ১৯২৭ - ১৭ ডিসেম্বর ২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। তিনি হিন্দিমারাঠি চলচ্চিত্রে অভিনয় করতেন, পাশাপাশি তিনি একজন ইএনটি শল্যচিকিৎসক। দীর্ঘ কর্মজীবনে তিনি ২৫০ এর অধিক হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে এবং হিন্দি, মারাঠি ও গুজরাতি মঞ্চনাটকে অভিনয় করেছেন, এবং ২০টির অধিক মারাঠি মঞ্চনাটক পরিচালনা করেছেন। তিনি ঘরৌন্দা (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি কিনারা (১৯৭৭) ও ইনসাফ কি তরাজু (১৯৮০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে আরও দুটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার আত্মজীবনী লমাণ, যার অর্থ হন "পণ্য বহনকারী"।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শ্রীরাম লাগু ১৯২৭ সালের ১৬ই নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির (বর্তমান মহারাষ্ট্র, ভারত) সতারা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা বালকৃষ্ণ চিন্তামণ লাগু ও মাতা সত্যভম লাগু। তিনি তাদের চার সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। লাগু ভাবে হাই স্কুল ও ফার্গুসন কলেজে (পুনে বিশ্ববিদ্যালয়) পড়াশুনা করেন। এরপর তিনি বি. জে. মেডিক্যাল কলেজ থেকে এম. বি. বি. এস. ও এম. এস. ডিগ্রি অর্জন করেন।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৭৮ ২৫তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ঘরৌন্দা বিজয়ী []
কিনারা মনোনীত []
১৯৮১ ২৮তম ফিল্মফেয়ার পুরস্কার ইনসাফ কি তরাজু মনোনীত []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. নিকলবাইন, স্কট (১৬ নভেম্বর ১৯৮০)। "Shriram Lagoo"ফ্রিডম ফ্রম রিলিজিওন ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  2. ধারওয়াডকার, অপর্ণা (২০০৭)। "Lagoo, Shreeram"। লেইটার, স্যামুয়েল এল.। Encyclopedia of Asian Theatre: O-ZI। গ্রিনউড প্রেস। পৃষ্ঠা ৩৬৪। আইএসবিএন 978-0-313-33531-0 
  3. "The Filmfare Awards Winners – 1977"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  4. "The Filmfare Awards Nominations – 1977"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  5. "The Filmfare Awards Nominations – 1980"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]