বিষয়বস্তুতে চলুন

বিবেক (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিবেক
জন্ম
বিবেকানন্দন[]

(১৯৬১-১১-১৯)১৯ নভেম্বর ১৯৬১
মৃত্যু১৭ এপ্রিল ২০২১(2021-04-17) (বয়স ৫৯)
চেন্নাই, তামিলনাড়ু, ভারত
পেশাচলচ্চিত্র অভিনেতা
কর্মজীবন১৯৮৭ - ২০২১
দাম্পত্য সঙ্গীআরুসেলভি
সন্তান
পুরস্কারপদ্মশ্রী (২০০৯)

অনারারী ডক্টরেট (২০১৫)

ফিল্মফেয়ার বেস্ট কমেডিয়ান এ্যাওয়ার্ড

বিবেক (তামিল: விவேக்; ১৯ নভেম্বর ১৯৬১ - ১৭ এপ্রিল ২০২১) ছিলেন একজন ভারতীয় তামিল চলচ্চিত্র অভিনেতা, যিনি মূলত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন। তাকে তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতনামা পরিচালক কে বলচন্দ মানাদিল উরুদি ভেন্ডুম (১৯৮৭) এর মাধ্যমে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন।[] তামিলনাড়ুর সত্যবামা বিশ্ববিদ্যালয় বিবেককে অনারারী ডক্টরেট সম্মানে ভূষিত করেছেন তার চলচ্চিত্রে অভিনয়ের জন্য। বিবেক টেলিভিশনে অনেক খ্যাতিমান ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন যেমনঃ এ পি জে আব্দুল কালাম, রজনীকান্ত এবং এ আর রহমান

বিবেক সেরা কমেডিয়ান বিষয়শ্রেণীতে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জিতেছেন মোট তিনবার এবং তামিলনাড়ু রাজ্য পুরস্কার পেয়েছেন পাঁচবার। তার অভিনীত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো ছিলোঃ রান (২০০২), স্যামি (২০০৩), পেরাড়াগান (২০০৪), উন্নারুগে নান ইরুনদাল (১৯৯৯), পারতিবান কানাভু (২০০৩), আন্নিয়ান (২০০৫) এবং শিবাজী (২০০৭)। ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিবেক।[]

২০০৯ সালে বিবেক ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হন, তাকে ভারতে সরকার তার চলচ্চিত্রে অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chennaimath.Org: Category - Sri Ramakrishna Vijayam"। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬ 
  2. A crown on my head: Vivek – Tamil Movie News ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জানুয়ারি ২০০৯ তারিখে. IndiaGlitz. Retrieved on 26 May 2011.
  3. "Vivek – Tamil Cinema Actor Interview – Vivek | Vadivelu | Ajith | Mankatha | Vishal | Kamal"। Behindwoods.com। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]