বম্বে জয়শ্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বম্বে জয়শ্রী
জন্ম
জয়শ্রী

পেশা
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্রকণ্ঠ, বীণা
ওয়েবসাইটbombayjayashri.com

বম্বে জয়শ্রী রামনাথ (তামিল: பாம்பே ஜெயஸ்ரீ) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। সঙ্গীত পরিবারে জন্মগ্রহণকারী জয়শ্রী তার পরিবারের চতুর্থ প্রজন্মের সঙ্গীতজ্ঞ। তিনি লালগুড়ি জয়রামন ও টি আর বালমণির নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেছেন এবং তিনি বর্তমান সময়ের অন্যতম কর্ণাটকীয় সঙ্গীতজ্ঞ।[১] তিনি একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং লাইফ অব পাই চলচ্চিত্রের "পাইয়ের ঘুমপাড়ানি" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জয়শ্রী কলকাতায় এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী এন. এন. সুব্রহ্মণ্যম ও মাতা সীতালক্ষ্মী সুব্রহ্মণ্যম। জয়শ্রী তার পিতামাতার নিকট কর্ণাটকীয় সঙ্গীতের প্রাথমিক তালিম নেন। পরে তিনি লালগুড়ি জয়রামন ও টি আর বালমণির নিকট প্রশিক্ষণ গ্রহণ করেন।[৩] তিনি জি. এন. দণ্ডপাণি আইয়ারের নিকট বীণা বাজানো শিখেন। জয়শ্রী কে মহাবীর জয়পুরওয়ালে ও অজয় পোহঙ্করের নিকট থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নেন।[৪] এছাড়া তিনি দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে ভারতীয় সঙ্গীতে ডিপ্লোমা করেন।

জয়শ্রী মুম্বইয়ের শ্রী রাজারাজেশ্বরী ভারতনাট্য কালামন্দিরের গুরু কে কল্যাণসুন্দরমের নিকট ভরতনাট্যম শিখেন। তিনি মুম্বইয়ের অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মঞ্চদলের সাথে সম্পৃক্ত ছিলেন।

জয়শ্রী চেম্বুরের সেন্ট অ্যান্টনিস হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে মুম্বইয়ের আর. এ. পোডার কলেজ থেকে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

জয়শ্রী হরিষ জয়রাজের সুরে তামিল চলচ্চিত্র মিন্নালে (২০০১)-এর "বাসিগারা" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ তামিল নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। তিনি র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁ চলচ্চিত্রে মিন্নালের 'বাসিগারা' গানের হিন্দি সংস্করণ "জারা জারা" গানেও জয়রাজের সুরে কণ্ঠ দেন (র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁ মিন্নালে চলচ্চিত্রের পুনঃনির্মাণ ছিলো)। ২০০৫ সালে তিনি গজনী চলচ্চিত্রের "সুট্টুম বিজি" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৫] ২০০৯ সালে তিনি কেরল ক্যাফে অমনিবাস চলচ্চিত্রে রেবতী পরিচালিত ভেরুক্কু নিরমগল খণ্ডের সুরায়োজন করেন।[৬]

২০১২ সালে তিনি ইয়ান মার্টেলের লাইফ অব পাই উপন্যাস অবলম্বনে নির্মিত লাইফ অব পাই চলচ্চিত্রের "পাইয়ের ঘুমপাড়ানি" গানের গীত লিখেন এবং মাইকেল ড্যানার সুরে এই গানে কণ্ঠ দেন। এই গানটির জন্য তিনি ৮৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে মনোনয়ন লাভ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pi's lullaby gives Bombay Jayashri Oscar nomination"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  2. "Bombay Jayashri bags Oscar nomination"হিন্দুস্তান টাইমস। ১০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  3. "Music Academy's award winners"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  4. "Vocal Artists Profiles - Bombay Jayashri Ramnath"সিমালা (ইংরেজি ভাষায়)। সাউথ ইন্ডিয়ান মিউজিক অকাদেমি। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  5. "Tamilnadu govt awards Rajini and Kamal"। সিনে সাউথ। ২০০৭-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০ 
  6. "Tamil short story-based teleserials planned"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০ 
  7. "Oscar cheer for India: Bombay Jayashri bags nomination"ডেকান ক্রনিকল। ১১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]