সিতারা দেবী
![]() | এই নিবন্ধটি উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া ২০২০ উপলক্ষে তৈরি করা হচ্ছে। নিবন্ধটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধকার অনুবাদ করে এর মানোন্নয়ন ও সম্প্রসারণ সাধন করবেন; আপনার যেকোনও প্রয়োজনে এই নিবন্ধের আলাপ পাতাটি ব্যবহার করুন। আপনার আগ্রহের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। |
সিতারা দেবী | |
---|---|
![]() ২০০৯ সালে সিতারা | |
জন্ম | ধনলক্ষ্মী ৮ নভেম্বর ১৯২০ কলকাতা, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২৫ নভেম্বর ২০১৪ মুম্বাই, ভারত | (বয়স ৯৪)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | কত্থক নৃত্যশিল্পী |
দাম্পত্য সঙ্গী | নজির আহমেদ খান (১ম), কে. আসিফ (২য়), প্রতাপ ভারত (৩য়) |
সন্তান | রঞ্জিত ভারত, জয়ন্তি মালা |
সিতারা দেবী (৮ নভেম্বর ১৯২০ – ২৫ নভেম্বর ২০১৪) ছিলেন কত্থক ধারার একজন বিশিষ্ট ভারতীয় নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। তিনি অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এবং ভারত ও ভারতের বাইরে, লন্ডনের রয়াল আলবার্ট হলে (১৯৬৭) ও নিউইয়র্কের কার্নেগি হলের (১৯৭৬) মতো বিখ্যাত মঞ্চে নৃত্য পরিবেশনা করেছেন। [১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
সিতারা দেবী ১৯২০ সালের ৮ নভেম্বর কলকাতায় (তদানিন্তন ক্যালকাটা) জন্মগ্রহণ করেন। সে বছর ঐদিনই ভারতীয় উৎসব দীপাবলির প্রাক্কালে "ধনতেরা" অনুষ্ঠিত হয়েছিল।[২] তাই সৌভাগ্যের প্রতীক হিন্দু দেবীর নামানুসারে তার নাম রাখা হয় "ধনলক্ষ্মী"।[৩][৪]
ধনলক্ষ্মীর পিতার পরিবার ছিলেন ব্রাহ্মণ, তাদের আদি নিবাস ছিল বারানসিতে, তবে অনেক বছর আগেই তারা কলকাতাতে স্থায়ী হন। তার বাবা সুখদেব মহারাজ একজন বৈষ্ণবী ব্রাহ্মণ ও সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন, তবে কত্থক নাচ শিখিয়ে ও পরিবেশন করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। তার মা মৎস্যকুমারীর পরিবারও স্থানীয় শিল্পগোষ্ঠীর সদস্য ছিলেন, যারা নেপালের রাজপরিবারের তাদের যোগসূত্র আছে বলে দাবি করতেন। সুখরাজ মহারাজ নেপালের রাজসভায় চাকরি করাবস্থায় ক্লাসিক্যাল ড্যান্সের প্রতি আগ্রহী হন, এবং পরবর্তীতে ভরতনাট্যম ও নাট্যশাস্ত্র নিয়ে নিবিড় অধ্যয়ন সম্পন্ন করেন। কত্থক নাচ অনুশীলন করে তিনি নাচ পরিবেশনাতেও অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। পরবর্তীতে কত্থক নাচ পরিবেশনই তার নেশা ও পেশাতে পরিণত হয় এবং সেই ধারাবাহিকতায় শিল্পী পরিবার থেকে উঠে আসা এক নারীর সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। নাচের প্রতি তার এই তীব্র আবেগ তিনি তার তিন কন্যা- অলকানন্দ, তারা, ধন্য ও দুই পুত্র- চাউবি ও পাণ্ডের মাঝে ছড়িয়ে দেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Sitara Devi – The Kathak Legend"। India Travel Times। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১২।
- ↑ "Dhanteras on 8th November 1920"।
- ↑ {{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম = Kathak queen Sitara Devi still youthful at 91| প্রকাশক = Hindustan Times|fore named Dhanalakshmi, in honour of the [[Hindu goddess|god url = http://www.hindustantimes.com/lifestyle/art/kathak-queen-sitara-devi-still-youthful-at-91/article1-740764.aspx%7C তারিখ = 2 September 2011| সংগ্রহের-তারিখ = 4 April 2014| ইউআরএল-অবস্থা = dead| আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20140407100628/http://www.hindustantimes.com/lifestyle/art/kathak-queen-sitara-devi-still-youthful-at-91/article1-740764.aspx%7C আর্কাইভের-তারিখ = 7 April 2014| df = dmy-all}}
- ↑ "Interview : State of the art"। The Hindu। ৩১ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।