পঙ্কজ উদাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পঙ্কজ উদাস
Pankaj Udhas still4.jpg
ওয়েস্টিন হোটেলে নববর্ষ ব্যাশ এ পঙ্কজ
প্রাথমিক তথ্য
জন্ম (1951-05-17) ১৭ মে ১৯৫১ (বয়স ৭১)
জেতপুর, গুজরাত, ভারত
পেশাগজল গায়ক
ওয়েবসাইটwww.pankajudhas.com

পঙ্কজ উদাস একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত গজল এর জন্য বিখ্যাত।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

পঙ্কজ উদাস একজন গজল গায়ক, তিনি ভারতের গুজরাতের বাসিন্দা। ১৯৮০ সালে আহত শিরোনামের একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে ১৯৮১ সালে মুকারার, ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল, ১৯৮৪ সালে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উধাস লাইভ, ১৯৮৫ সালে নয়াব এবং ১৯৮৬ সালে আফরিনের মতো অনেকগুলি হিট রেকর্ড করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]