সিদ্ধান্ত চতুর্বেদী
সিদ্ধান্ত চতুর্বেদী | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | মিঠিবাই কলেজ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৬-বর্তমান |
পুরস্কার | পূর্ণ তালিকা |
সিদ্ধান্ত চতুর্বেদী (জন্ম: ২৯ এপ্রিল ১৯৯৩) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি অ্যামাজন প্রাইম ভিডিওর ইনসাইড এজ ধারাবাহিকে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত কিশোর ক্রিকেটার চরিত্রে অভিনয় করেন। তিনি সঙ্গীত-নাট্যধর্মী গল্লি বয় (২০১৯)-এ র্যাপার এমসি শের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার ও জি সিনে পুরস্কার অর্জন করেন। তিনি এরপর প্রণয়মূলক নাট্যধর্মী ঘেহরাইয়াঁ (২০২২) ও নাট্যধর্মী খো গয়ে হাম কাহাঁ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]চতুর্বেদী ১৯৯৩ সালের ২৯শে এপ্রিল উত্তরপ্রদেশের বলিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং পাঁচ বছর বয়স থেকে মুম্বইয়ে বেড়ে ওঠেন।[১][২][৩][৪] তার পিতা একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং মাতা একজন গৃহিণী।[৪] তিনি মুম্বইয়ের মিঠিবাই কলেজে পড়াশোনা করেন এবং একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হতে চেয়েছিলেন, পাশাপাশি মঞ্চেও অভিনয় করতেন। সিএ আর্টিকেলশিপ করার সময় তিনি মোহমুক্ত হন এবং কিছু সময়ের জন্য বিরতি নেন এবং এই সময়ে তিনি ২০১৩ সালের দ্য টাইমস অব ইন্ডিয়ার নতুন মুখ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন।[৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৬ সালের চতুর্বেদী চারজন রুমমেটের গল্প নিয়ে আবর্তিত ওয়েব টেলিভিশনের সিটকম লাইফ সাহি হ্যায়-এ অভিনয় করেন।[৬] পরের বছর তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অনুপ্রাণিত অ্যামাজন প্রাইম ভিডিওর ইনসাইড এজ ধারাবাহিকে প্রশান্ত কানাউজিয়া নামে একজন কিশোর ক্রিকেটার চরিত্রে অভিনয় করেন।[৭] প্রথম মৌসুমের পর্যালোচনায় স্ক্রল.ইন-এর দেবশ্রী ঘোষ চতুর্বেদী ও তার সহ-তারকা তনুজ বীরওয়ানিকে এই ধারাবাহিকের "দুই বড় আবিষ্কার" বলে অভিহিত করেন।[৮] এরপর তিনি ২০১৯ সালে এর দ্বিতীয় মৌসুমেও একই চরিত্রে অভিনয় করেন।[৯]
ইনসাইড এজ ধারাবাহিকের সাফল্যের পার্টিতে চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার, যার ভাই ফারহান আখতার এই ধারবাহিকের প্রযোজক, তাকে তার পরবর্তী চলচ্চিত্র গল্লি বয় (২০১৯)-এর জন্য অডিশন দিতে বলেন। গল্লি বয় তার অভিনীত প্রথম চলচ্চিত্র এবং তার কর্মজীবনের প্রথম আলোচিত সাফল্য।[১০] শ্রেষ্ঠাংশে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই চলচ্চিত্রে র্যাপার এমসি শের নামক পার্শ্ব চরিত্রটি রণবীর সিংয়ের নাম ভূমিকার চরিত্রটির উচ্চাকাঙ্ক্ষাকে জাগ্রত করে। ভ্যারাইটির জে ওয়েসবার্গ চতুর্বেদীর চরিত্রটিকে "মনোমুগ্ধকর" বলে উল্লেখ করেন এবং রাজীব মসান্দ তার উপস্থিতিকে "মনোহর" বলে মন্তব্য করেন।[১১][১২] এই কাজের জন্য তিনি ৬৫তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৩][১৪] এছাড়া তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার ও জি সিনে পুরস্কার অর্জন করেন।
তিনি শকুন বত্রার প্রণয়মূলক নাট্যধর্মী ঘেহরাইয়াঁ (২০২২) চলচ্চিত্রে দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডের সাথে অভিনয় করেন। চলচ্চিত্রটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।[১৫] তিনি এরপর অনন্যা পাণ্ডে ও আদর্শ গৌরবের সাথে নাট্যধর্মী খো গয়ে হাম কাহাঁ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।[১৬]
গণমাধ্যমে
[সম্পাদনা]চতুর্বেদী দ্য টাইমস অব ইন্ডিয়ার সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ তালিকায় ২০১৯ সালে ১৯তম এবং ২০২০ সালে ১৫তম স্থান অধিকার করেন।[১৭][১৮] তিনি ২০২২ সালে জিকিউ ইন্ডিয়া'র "৩০ সবচেয়ে প্রভাবশালী তরুণ ভারতীয়" তালিকায় ২৪তম স্থান লাভ করেন।[১৯] ২০২৩ সালে ফোর্বস এশিয়া তাকে "ফোর্বস ৩০ আন্ডার ৩০" তালিকায় স্থান দেয়।[২০]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১৯ | স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত অভিনেতা | গল্লি বয় | বিজয়ী | [২১] |
২০২০ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত অভিনেতা | মনোনীত | [২২] | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | বিজয়ী | [২৩] | |||
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত অভিনেতা | বিজয়ী | [২৪] | ||
২০২৩ | বলিউড হাঙ্গামা স্টাইল আইকনস | সবচেয়ে স্টাইলিশ ট্রেইলব্লেজার | — | মনোনীত | [২৫] |
সবচেয়ে স্টাইলিশ ইমার্জিং আইকন | — | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Siddhant Chaturvedi's birthday wishes pour in from all sides on the actor's special day"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৯ এপ্রিল ২০১৯। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Who Plays Ranveer Singh's Mentor MC Sher In 'Gully Boy'?"। দ্য কুইন্ট। ১৪ ফেব্রুয়ারি ২০১৯। ৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "New Kid On The Block: Siddhant Chaturvedi"। গ্রেজিয়া। ১ জুলাই ২০১৯। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ ক খ গ "Introducing Siddhant Chaturvedi—Gully Boy's MC Sher"। এল। ১৫ ফেব্রুয়ারি ২০১৯। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Mumbai's duo are India's fresh faces"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৮ জুন ২০১৩। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Pyaar Ka Punchnama 2 boys introduce Life Sahi Hai cast"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৮ মে ২০১৬। ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Games people play"। দ্য টেলিগ্রাফ। ৮ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Amazon web series 'Inside Edge' turns the murky side of Indian cricket inside out"। স্ক্রল.ইন। ১০ জুলাই ২০১৭। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Inside Edge season 2 review: Amazon original is like a thrilling game of IPL"। হিন্দুস্তান টাইমস। ৭ ডিসেম্বর ২০১৯। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Gully Boy breakout Siddhant Chaturvedi reveals how Zoya Akhtar discovered him"। হিন্দুস্তান টাইমস। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Berlin Film Review: 'Gully Boy'"। ভ্যারাইটি। ১০ ফেব্রুয়ারি ২০১৯। ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Gully Boy Movie Review: An Extraordinary Performance from Ranveer Singh"। নিউজএইটিন। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Filmfare Awards 2020: Full list of winners"। ইন্ডিয়া টুডে। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Nominations for Filmfare Awards 2020"। ফিল্মফেয়ার। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Shakun Batra's Gehraiyaan starring Deepika Padukone, Siddhant Chaturvedi and Ananya Panday to release on Amazon Prime Video on January 25, 2022"। বলিউড হাঙ্গামা। ২০ ডিসেম্বর ২০২১। ২০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Kho Gaye Hum Kahan review: A relatable, relevant tale that exposes the perils of the virtual world"। হিন্দুস্তান টাইমস। ২৬ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Times 50 Most Desirable Men: Here are the stars who bagged the place in the coveted list"। টাইমস নাউ নিউজ (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "The Times Most Desirable Man of 2020: Sushant Singh Rajput - Philosopher, dreamer, charmer"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Meet GQ's 30 Most Influential Young Indians of 2022"। জিকিউ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০২২। ২৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "30 Under 30 Asia 2023: Entertainment & Sports"। ফোর্বস এশিয়া। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Winners of Star Screen Awards 2019"। বলিউড হাঙ্গামা। ৯ ডিসেম্বর ২০১৯। ২০ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "NOMINATIONS FOR 65TH AMAZON FILMFARE AWARDS 2020 - BEST DEBUT MALE"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "BEST ACTOR IN SUPPORTING ROLE (MALE)"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2020: Kartik, Ayushmann, Taapsee and Ranveer Singh win big"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২০। ৩০ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "Check out the complete list of winners of the Bollywood Hungama Style Icon Awards"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।