জেরিফা ওয়াহিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেরিফা ওয়াহিদ
জাহ্নু বরুয়ার দ্বারা পরিচালিত "বান্ধোন-এর মূহুর্তের এক দৃশ্য
জন্ম১৯৭৯
জাতীয়তাভারতভারতীয়
পেশাঅভিনয়
প্রতিষ্ঠানঅসমীয়া বোলছবি জগত

জেরিফা ওয়াহিদ (ইংরেজি: Zerifa Wahid; অসমীয়া: জেরিফা ৱাহিদ) অসমের একজন প্রসিদ্ধ অভিনেত্রী।[১]

শিক্ষা[সম্পাদনা]

জেরিফা ওয়াহিদ গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে শীর্ষস্থানে স্নাতক ডিগ্রী লাভ করেন। একই বিষয়ে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রীধারী।

অভিনয় জীবন[সম্পাদনা]

১৯৮৯ সনে অভিমান চলচ্চিত্রে একটি শিশুর অভিনয় করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

চলচ্চিত্রের নাম[সম্পাদনা]

  • অভিমান
  • অতিক্রম
  • হেড মাষ্টর
  • ধোঁয়া
  • অগ্নিগড়
  • তুমি মোর মাথো মোর
  • সেউজী রণী ধুনীয়া
  • অন্য এক যাত্রা
  • নায়ক
  • গুণ গুণ গানে গানে
  • প্রেম গীত
  • অগ্নিসাক্ষী
  • কাদম্বরী
  • অন্তহীন যাত্রা
  • দেউতা দিয়া বিদায়
  • আমি অসমীয়া
  • অহির ভৈরব
  • বান্ধোন
  • দুয়ার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zerifa moves to theatre - Backstage girl"The Telegraph। ১৩ সেপ্টেম্বর ২০০৭। ২৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১০