জেরিফা ওয়াহিদ
![]() | এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (আগস্ট ২০১৬) (উৎস খুঁজুন: জেরিফা ওয়াহিদ – সংবাদ, বই, গবেষণাপত্র) |
জেরিফা ওয়াহিদ | |
---|---|
জাহ্নু বরুয়ার দ্বারা পরিচালিত "বান্ধোন-এর মূহুর্তের এক দৃশ্য | |
জন্ম | ১৯৭৯ |
জাতীয়তা | ![]() |
পেশা | অভিনয় |
প্রতিষ্ঠান | অসমীয়া বোলছবি জগত |
জেরিফা ওয়াহিদ (ইংরেজি: Zerifa Wahid; অসমীয়া: জেরিফা ৱাহিদ) অসমের একজন প্রসিদ্ধ অভিনেত্রী।[১]
শিক্ষা[সম্পাদনা]
জেরিফা ওয়াহিদ গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে শীর্ষস্থানে স্নাতক ডিগ্রী লাভ করেন। একই বিষয়ে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রীধারী।
অভিনয় জীবন[সম্পাদনা]
১৯৮৯ সনে অভিমান চলচ্চিত্রে একটি শিশুর অভিনয় করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
চলচ্চিত্রের নাম[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Zerifa moves to theatre - Backstage girl"। The Telegraph। ১৩ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১২ মে ২০১০।