পূরবী বরমুদৈ
পূরবী বরমুদৈ | |
---|---|
চিত্র:পূৰবী বৰমুদৈ.jpg | |
জন্ম | ৮ মে', ১৯৫০ সন |
মৃত্যু | ১৫ জুলাই, ২০১৯ সন গুয়াহাটি |
পিতা-মাতা | চন্দ্রনাথ তামূলী (পিতৃ) পদ্মা তামূলী (মাতৃ) |
পূরবী বরমুদৈ (অসমীয়া: পূরবী বরমুদৈ) অসমের একজন সাহিত্যিক। তিনি প্রধানত ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা। তিনি অসম উপত্যকা সাহিত্য পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার[১] লাভ করেছেন।
শিক্ষা[সম্পাদনা]
১৯৫০ সনের ৮মে তারিখে[২] অসমের তেজপুরের দেউরিগাঁও[৩]।। তার পিতার নাম প্রয়াত চন্দ্রনাথ তামুলি ও মাতার নাম পদ্মা তামুলি। তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন সুঅনুবাদক হিসেবে বিখ্যাত ছিলেন। [৩] ১৯৬৭ সনে তিনি তেজপুর উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয় থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭০ সনে তেজপুরের দরং মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।[৪] ১৯৭৩ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। [৩]
কর্মজীবন[সম্পাদনা]
পূরবী বরমুদৈ কবিতা রচনা করে প্রথম সাহিত্য জগতে প্রবেশ করেন। ১৯৬৭সনে দৈনিক অসম দ্বারা অনুষ্ঠিত সদৌ অসম ভিত্তিক চুটিগল্প প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান লাভ করে।[৩]
১৯৯৯ সনে পূরবী বরমুদৈ-এর প্রথম উপন্যাস গজরাজ প্রেম আরু বন্দীত্ব প্রকাশিত হয়। ক্রমান্বয়ে তার বহুসংখ্যক উপন্যাস প্রকাশিত হয় । এরমধ্যে রুপোয়ালী নৈ সোনোয়ালী ঘাট উল্লেখযোগ্য।[৩] ২০০৫ সনে তার উপন্যাস শান্তনুকুলনন্দন প্রকাশিত হয়। এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। [৫]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
১৯৭৬ সনে অসমের বিশিষ্ট শিক্ষাবিদ, সমালোচক আনন্দ বরমুদৈয়ের সহিত তার বিবাহ হয়।[৩] আনন্দ বরমুদৈ বর্তমান ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। [৬]
প্রকাশিত সাহিত্য[সম্পাদনা]
পুরস্কার[সম্পাদনা]
- অসম সাহিত্য সভার বাসন্তী বরদলৈ পুরস্কার
- ছগনলাল জৈন পুরস্কার
- অসম লেখিকা সমারোহ সমিতির লেখিকা পুরস্কার
- প্রবীণা শইকীয়া পুরস্কার
- সাহিত্য অকাদেমি পুরস্কার
- অসম উপত্যকা সাহিত্য পুরস্কার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নৱেম্বর ১৬, ২০১২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ Ripunjoy Das, Stilwell facts, served with a dash of fiction - Sahitya Akademi Award winner Purobi Bormudoi to write her next novel on the historic road, The Telegraph, 29-12-2007, আহরণ করা তারিখ ০১-০১-২০১২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ রবীন ভূঞা, পূরৱী বরমুদৈলৈ অসম উপত্যকা বঁটা, আমার অসম, ০১-০১-২০১২
- ↑ "দরং কলেজর ৱেবছাইট"। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "সাহিত্য একাডেমী বঁটা প্রাপকর তালিকা"। ২৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ মোর বাবে এয়া রাইজর আশীর্বাদঃ পূরৱী বরমুদৈ, আমার অসম, ০১-০১-২০১২