নীলমণি ফুকন (জ্যেষ্ঠ)
অবয়ব
নীলমণি ফুকন (জ্যেষ্ঠ) | |
---|---|
![]() | |
জন্ম | ২২জুন ১৮৮০ |
মৃত্যু | ১৯৭৮ |
পেশা | সাহিত্যিক, রাজনীতিবিদ, সুবক্তা, কবি, কথা-সাহিত্যক, সম্পাদক ও ব্যবসায়ী |
নীলমণি ফুকন (ইংরেজি: Nilmoni Phukan) অসমের একজন বিখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ, সুবক্তা, কবি, কথা সাহিত্যিক, সম্পাদক ও ব্যবসায়িক। তার রচিত কবিতাসমূহে রহস্য সন্ধানী ভাবের পরিচয় ঘটার সাথে মানব প্রেম ও সৌন্দর্য অনুভূতির প্রকাশ দেখা যায়। তার প্রায় ভাগ কবিতাই ছিল সনেট ।
জন্ম
[সম্পাদনা]১৮৮০ সনের ২২জুন অসমের ডিব্রুগড় জেলায় নীলমণি ফুকনের জন্ম হয়।[১] তার পিতার নাম লম্বোদর ফুকন ও মাতার নাম চন্দ্রাবলী।
শিক্ষা
[সম্পাদনা]নীলমণি ফুকন গুয়াহাটির কটন কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন। ১৯০৭ সনে কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে বি.এ ডিগ্রী লাভ করেন। তিনি আইনের অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও অসমাপ্ত অবস্থায় ছেড়ে দেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]১৯১১-২৫ সন পর্যন্ত ডিব্রুগড়ের জর্জ ইন্সটিটিউড এর প্রধান শিক্ষক রুপে কার্যনির্বাহ করেন।
সম্মান
[সম্পাদনা]- অসম সাহিত্য সভার শিবসাগর ও ডিব্রুগড় অধিবেশনে সভাপতিত্ব করেন[৩]৷
- গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি
- নলবাড়ী সঞ্জীবনী সভার থেকে সাহিত্য রত্ন পুরস্কার লাভ
মৃত্যু
[সম্পাদনা]১৯৭৮ সনে নীলমণি ফুকনের মৃত্যু হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mohan B. Daryanani (১৯৯৯)। Who's who on Indian stamps। Mohan B. Daryanani। আইএসবিএন 978-84-931101-0-9। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
- ↑ Himmat – Volume 16 – Page 73। ১৯৮০। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
- ↑ ১৯১৭ চনর পরা অসম সাহিত্য সভার সভাপতিসকলর তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ৱেবছাইট, আহরণ: ১৮ নৱেম্বর, ২০১২।