বিষয়বস্তুতে চলুন

গায়ত্রী মহন্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গায়ত্রী মহন্ত
জন্ম১৪ ফেব্রুয়ারি ১৯৮২
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী
উচ্চতা৫.৪
দাম্পত্য সঙ্গীপবিত্র মার্ঘেরিটা

গায়ত্রী মহন্ত (অসমীয়া: গায়ত্রী মহন্ত; জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৯৮২) ভারতের অসম রাজ্যের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮২ সনের ১৮ ফেব্রুয়ারি মাসে শোণিতপুর জেলার বিশ্বনাথ চারিআলি নামক স্থানে গায়ত্রী মহন্তের জন্ম হয়েছিল। তিনি ১৯৯৫ সনে অনুষ্ঠিত নর্থ-ইষ্ট মেগা ফ্যাশনে অংশগ্রহণ করে প্রথমবার চলচ্চিত্রের জগতে প্রবেশ করেছিলেন। গায়ত্রী মহন্তের ছবি অসমের বিভিন্ন পত্রিকা ও আন্তরাষ্ট্রীয় পত্রিকায় শীর্ষক স্থান প্রাপ্ত করেছে।

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
বর্ষ চলচ্চিত্র পরিচালক টোকা
২০০৪ দীনবন্ধু (২০০৪ চলচ্চিত্র) মুনিন বরুয়া
২০১২ জোনবাই
২০০৬ দেউতা দিয়া বিদায়
২০১১ পলে পলে উরে মন তিমথী দাস হাঞ্চে