ভবেন বরুয়া
ভবেন বরুয়া | |
---|---|
জন্ম | ১৯৪১ |
পেশা | কবি, প্রবন্ধকার, সমালোচক |
ভাষা | অসমীয়া |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
উল্লেখযোগ্য রচনাবলি | সোণালী জাহাজ |
উল্লেখযোগ্য পুরস্কার | প্রকাশন পরিষদ পুরস্কার (১৯৭৮) সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৯)[১] |
ভবেন বরুয়া (ইংরেজি: Bhaben Baruah; অসমীয়া: ভবেন বরুৱা) অসমের একজন কবি, প্রবন্ধকার ও সমালোচক।[২] সোণালী জাহাজ তার শ্রেষ্ঠ কাব্য-কৃতি হিসেবে গণ্য করা হয়।[৩] এই গ্রন্থের জন্য তিনি ১৯৭৮ সনে প্রকাশন পরিষদ পুরস্কার ও ১৯৭৯ সনে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৪]
জন্ম
[সম্পাদনা]১৯৪১ সনে অসমের শিবসাগর জেলার জাঁজী নামক স্থানে ভবেন বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম দেবেন্দ্র নাথ বরুয়া ও মাতার নাম কাঞ্চান বালা বরুয়া।
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]১৯৫৬ সনে কটন কলেজিয়েট হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সনে জগন্নাথ বরুয়া মহাবিদ্যালয় থেকে আই.এ ডিগ্রী লাভ করেন। ১৯৬০ সনে তিনি স্কটিশ চার্ছ কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। তারপর তিনি এক বৎসরের জন্য যোরহাট বিদ্যালয়ে শিক্ষকতা করেন ও দের বৎসরের জন্য আকাশবানী দিল্লী বিভাগে যোগদান করেন। ১৯৬৩ সনে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। শিক্ষা সমাপ্ত করে তিনি কিছুদিন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বক্তা রুপে যোগদান করে ও পরে ১৯৬৮ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে যোগদান করেন।[৫]।
সাহিত্যিক জীবন
[সম্পাদনা]বিদ্যালয়ে অধ্যয়ন করার সময় থেকে ভবেন বরুয়া সাহিত্যিক জীবনে প্রবেশ করেন ও ১৯৫৩ সনে নতুন পৃথিবী নামক একটি কাব্য সংকলন প্রকাশ করেন। ১৯৭৭ সনে প্রকাশ পাওয়া সোনালী জাহাজ গ্রন্থ তাকে অসমীয়া আষা|অসমীয়া]] কবির প্রথম শারীতে উপনীত করে।[৩] এই গ্রন্থটি ১০০টি স্বরচিত ও ১৫টি অনুবাদিত কবিতার সংকলন। এই গ্রন্থের জন্য তিনি ১৯৭৮ সনে অসম উপত্যকা সাহিত্য ও ১৯৭৯ সনে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। মানব জীবন, প্রকৃতি, ব্রহ্মাণ্ড ও কলা ইত্যাদির বিচিত্রতা এই পুস্তকে অঙ্কিত হয়েছে । সামাজিক সচেতনা প্রকাশ করা ছাড়াও কবিতার ভাষা ও গঠন ইত্যাদি দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার অন্যান্য গ্রন্থ হচ্ছে পন্ধেরটা কবিতা, প্রসংগ: বাণীকান্ত, প্রসংগ: কবিতা, ভবেন বরুয়ার কবিতার আবৃত্তি ইত্যাদি। ১৯৯০ সনে সাহিত্য অকাদেমির প্রতিনিধি রুপে ইউরোপে অনুষ্ঠিত হওয়া সাহিত্য সন্মিলনে অংশগ্রহণ করেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের অধ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
- ↑ [১] Modern Indian literature,an anthology,Volume 3, By K. M. George, Sāhitya Akādemī, আহরণ ২১.০৯.২০১১
- ↑ ক খ [২] The Encyclopaedia Of Indian Literature,Volume 1,By Amaresh Datta, আহরণ ২১.০৯.২০১১
- ↑ "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের অধ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
- ↑ http://www.gauhati.ac.in/english/about/history.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে, আহরণ ২১.০৯.২০১১