মহেশ্বর নেওগ
অবয়ব
মহেশ্বr নেওগ | |
---|---|
জন্ম | ৭ সেপ্টেম্বর ১৯১৫ |
মৃত্যু | ১৯৯৫ |
পেশা | সাহিত্যিক, কবি ও শিক্ষক |
মহেশ্বর নেওগ (অসমীয়া: মহেশ্বর নেওগ) অসমের একজন ইতিহাসবিদ, লোক-সংস্কৃতির গবেষক ও কবি। তার রচনা গ্রন্থসমূহ অসমীয়া সাহিত্যে এক মহান অবদান।
জন্ম
[সম্পাদনা]১৯১৫ সনের ৭ সেপ্টেম্বর তারিখে শিবসাগর জেলার কমারফদীয়া নামক স্থানে মহেশ্বর নেওগ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাণিক চন্দ্র নেওগ ও মাতার নাম চন্দ্রপ্রভা নেওগ।
শিক্ষা
[সম্পাদনা]১৯৩৬ সনে কটন কলেজ থেকে আই.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৪৭ সনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ভারতীয় ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]মহেশ্বর নেওগ যোরহাট মিশন হাইস্কুল, শিবসাগর ফুলেশ্বরী হাইস্কুল ও যোরহাট হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৪৫ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্ট বোর্ডে ক্রমে কার্য্যালয় সচিব ও কার্যাধ্যক্ষ রুপে কার্যনির্বাহ করেন। ১৯৪৮ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগে অধ্যাপক রুপে কার্যনির্বাহ করেন।
সাহিত্য রচনা
[সম্পাদনা]- শ্রীশ্রী শংকরদেব(১৯৫১),
- ডায়রর সিপারে ধুনীয়া দেশ(১৯৪৮),
- পুরণি অসমীয়া সমাজ আরু সংস্কৃতি(১৯৫৭),
- অসমীয়া গীতি সাহিত্য(১৯৫৮),
- অসমীয়া প্রেমগাথাঁ(১৯৫৮),
- অসমীয়া সাহিত্যর রূপরেখা (১৯৬২-৬৩),
- আধুনিক অসমীয়া সাহিত্য(১৯৬৫),
- ভক্তি-প্রদীপ(১৯৪৫),
- বংশীগোপালদেবর চরিত্র(১৯৫০),
- উষা পরিণয়(১৯৫১),
- আচার্য সংহতি(১৯৬৩),
- লব-কুশর যুদ্ধ(১৯৫৪),
- গীতি-রামায়ণ(১৯৫৪),
- কীর্তন-ঘোষা, নামঘোষা(১৯৫৫),
- রামানন্দ দ্বিজর গুরুচরিত(১৯৫৬),
- চাহাপরি উপাখ্যান(১৯৫৮),
- সংস্কৃত হস্তমুক্তাবলী(১৯৫৯),
- সঞ্চয়ন(১৯৭১),
- চতাই পরবত আরু চিরি লুইত(১৯৫৯),
- স্বররেখাত বরগীত(১৯৫৮),
- শ্রীভাগবত কথা(১৯৫৯),
- সানুবাদ হস্তমুক্তাবলী(১৯৬৩),
- প্রাচ্য শাসনাবলী, সত্রীয়া নৃত্য আরু সত্রীয়া নৃত্যর তাল(১৯৭৪),
- বিশ্ববিদ্যালয়র, ভাষা, ভাষণ আরু ভ্রমণ(১৯৭৪),
- মুছাফিরখানা(১৯৭৪), পর্ব সমীক্ষা(১৯৮৮),
- অরুণোদয়(সম্পাদনা)(১৯৮৪),
- বেজবরুয়া পত্রলেখা(১৯৬৮),
- ভক্তিগীতপদ সংকলন(১৯৮৮),
- চন্দ্রকান্ত অভিধান সংশোধন(১৯৫৪, ৫৭, ৬৮)
সম্মান ও পুরস্কার
[সম্পাদনা]- পদ্মশ্রী (১৯৭২ সন)
- অসম সাহিত্য সভার সভাপতি
- শংকরদেব পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]