মহেশ্বর নেওগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহেশ্বr নেওগ
জন্ম৭ সেপ্টেম্বর ১৯১৫
মৃত্যু১৯৯৫
পেশাসাহিত্যিক, কবি ও শিক্ষক

মহেশ্বর নেওগ (অসমীয়া: মহেশ্বর নেওগ) অসমের একজন ইতিহাসবিদ, লোক-সংস্কৃতির গবেষক ও কবি। তার রচনা গ্রন্থসমূহ অসমীয়া সাহিত্যে এক মহান অবদান।

জন্ম[সম্পাদনা]

১৯১৫ সনের ৭ সেপ্টেম্বর তারিখে শিবসাগর জেলার কমারফদীয়া নামক স্থানে মহেশ্বর নেওগ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাণিক চন্দ্র নেওগ ও মাতার নাম চন্দ্রপ্রভা নেওগ।

শিক্ষা[সম্পাদনা]

১৯৩৬ সনে কটন কলেজ থেকে আই.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৪৭ সনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ভারতীয় ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

মহেশ্বর নেওগ যোরহাট মিশন হাইস্কুল, শিবসাগর ফুলেশ্বরী হাইস্কুল ও যোরহাট হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৪৫ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্ট বোর্ডে ক্রমে কার্য্যালয় সচিব ও কার্যাধ্যক্ষ রুপে কার্যনির্বাহ করেন। ১৯৪৮ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগে অধ্যাপক রুপে কার্যনির্বাহ করেন।

সাহিত্য রচনা[সম্পাদনা]

  1. শ্রীশ্রী শংকরদেব(১৯৫১),
  2. ডায়রর সিপারে ধুনীয়া দেশ(১৯৪৮),
  3. পুরণি অসমীয়া সমাজ আরু সংস্কৃতি(১৯৫৭),
  4. অসমীয়া গীতি সাহিত্য(১৯৫৮),
  5. অসমীয়া প্রেমগাথাঁ(১৯৫৮),
  6. অসমীয়া সাহিত্যর রূপরেখা (১৯৬২-৬৩),
  7. আধুনিক অসমীয়া সাহিত্য(১৯৬৫),
  8. ভক্তি-প্রদীপ(১৯৪৫),
  9. বংশীগোপালদেবর চরিত্র(১৯৫০),
  10. উষা পরিণয়(১৯৫১),
  11. আচার্য সংহতি(১৯৬৩),
  12. লব-কুশর যুদ্ধ(১৯৫৪),
  13. গীতি-রামায়ণ(১৯৫৪),
  14. কীর্তন-ঘোষা, নামঘোষা(১৯৫৫),
  15. রামানন্দ দ্বিজর গুরুচরিত(১৯৫৬),
  16. চাহাপরি উপাখ্যান(১৯৫৮),
  17. সংস্কৃত হস্তমুক্তাবলী(১৯৫৯),
  18. সঞ্চয়ন(১৯৭১),
  19. চতাই পরবত আরু চিরি লুইত(১৯৫৯),
  20. স্বররেখাত বরগীত(১৯৫৮),
  21. শ্রীভাগবত কথা(১৯৫৯),
  22. সানুবাদ হস্তমুক্তাবলী(১৯৬৩),
  23. প্রাচ্য শাসনাবলী, সত্রীয়া নৃত্য আরু সত্রীয়া নৃত্যর তাল(১৯৭৪),
  24. বিশ্ববিদ্যালয়র, ভাষা, ভাষণ আরু ভ্রমণ(১৯৭৪),
  25. মুছাফিরখানা(১৯৭৪), পর্ব সমীক্ষা(১৯৮৮),
  26. অরুণোদয়(সম্পাদনা)(১৯৮৪),
  27. বেজবরুয়া পত্রলেখা(১৯৬৮),
  28. ভক্তিগীতপদ সংকলন(১৯৮৮),
  29. চন্দ্রকান্ত অভিধান সংশোধন(১৯৫৪, ৫৭, ৬৮)

সম্মান ও পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]