বীরেন্দ্রনাথ দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বীরেন্দ্রনাথ দত্ত
দত্ত ও তার স্ত্রী ইভা বড়ুয়া
জন্ম(১৯৩৫-০৩-০১)১ মার্চ ১৯৩৫
মৃত্যু২৩ অক্টোবর ২০২৩(2023-10-23) (বয়স ৮৮)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
প্রধান আগ্রহলোককাহিনী

বীরেন্দ্রনাথ দত্ত (১ মার্চ ১৯৩৫ - ২৩ অক্টোবর ২০২৩) ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, লোকসাহিত্যের গবেষক, গায়ক এবং গীতিকার। তার কর্মজীবনে, তিনি মূলত আসামের বিভিন্ন কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেন।[১] [২] ২০০৯ সালে, তিনি সাহিত্য ও শিক্ষার জন্য চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন, [৩] এবং ২০১০ সালে তিনি জগদ্ধাত্রী-হরমোহন দাস সাহিত্য পুরস্কার পান। দত্ত ২০০৩ সালের উত্তর লখিমপুর অধিবেশন এবং ২০০৪ হোজাই অধিবেশনের জন্য অসম সাহিত্য সভার সভাপতি নির্বাচিত হন।[৪]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

বীরেন্দ্র নাথ দত্ত ১৯৩৫ সালের ১ মার্চ আসামের নগাঁও শহরে কল্পনানাথ দত্ত, একজন স্কুল শিক্ষক এবং মন্দাকিনী দত্তের কাছে জন্মগ্রহণ করেন। তাদের আদি বাড়ি বাইহাটা চারিয়ালীর কাছে পানের গ্রামে।

দত্ত গুয়াহাটির চেনিকুঠি এলপি স্কুলে শিক্ষা শুরু করেন এবং তারপর গোয়ালপাড়ায় পড়াশোনা করেন। ১৯৩৩ সালে, দত্ত ম্যাট্রিকুলেশন এবং আইএসসি উভয় ক্ষেত্রেই শীর্ষ ১০ জনের মধ্যে স্থান অর্জন করেন। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৯৫৭ সালে বি. বোরোহ কলেজে প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে তিনি নিম্ন আসামের গৌরীপুরের প্রমথেশ বড়ুয়া কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি গোয়ালপাড়া কলেজ এবং পান্ডু কলেজের পাশাপাশি আরও দুটি কলেজে অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন।[১]

১৯৭৪ সালে তিনি প্রফুল্ল দত্ত গোস্বামীর তত্ত্বাবধানে ফোকলোরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]

১৯৭৯ সালে তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পাঠক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ফোকলোর রিসার্চ বিভাগের প্রধান হন। ১৯৯৫ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার পর তিনি তেজপুর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যগত সংস্কৃতি ও শিল্পকলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন।[১]

সাহিত্যিক পেশা[সম্পাদনা]

দত্ত বেশ কিছু পণ্ডিত গ্রন্থও লিখেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয় তার একটি বই, উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক রূপ[২] তাঁর শঙ্কর মাধবর মনীষা অরু অসমর সংস্কৃত উত্তরাধিকার গ্রন্থের জন্য, তিনি ১২ তম জগদ্ধাত্রী-হরমোহন দাস সাহিত্য পুরস্কার জিতেছেন।[৫]

সঙ্গীত পেশা[সম্পাদনা]

দত্ত একজন গায়ক ও গীতিকারও ছিলেন।[৬] তার লেখা গানগুলোর মধ্যে রয়েছে ‘মনের খবর’, ‘বহুদিন বকুলোর গন্ধ পোয়া নাই’, ‘মেলি দিল মন’, ‘রোহিমালা উড়োনীর মাজেরে’, ‘সৈ সিরিশ দালাত’, ‘তোমার কারানে জাউ’, ‘অহিনক কোন আনানে’, ‘মৌসুম’। দাপোনার, "সীতা বনবাশ", "বগলি বগা ফোট দি জা", "জিলির মাতে", "ও গান চিরিকা", "বড়শা তোমার", "আকাশে বোতাহে", এবং "আকাশ আমাক আকাশি আকাশ দিয়া" গানও গেয়েছেন তিনি। একটি অসমীয়া ভাষার চলচ্চিত্র, স্মৃতি পরশ, যেটি পরিচালনা করেছিলেন ব্রজেন বড়ুয়া।[৬]

মৃত্যু[সম্পাদনা]

বীরেন্দ্র নাথ দত্ত ২৩ অক্টোবর ২০২৩ সালে গুয়াহাটিতে ৮৮ বছর বয়সে মারা যান।[৭]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Music Not Solely For Entertainment"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৩ 
  2. "Cultural Contours of North-East India"। Oxford University Press। ১২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৩ 
  3. "Padma awards 2009"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩ 
  4. "List of Asam Sahitya Sabha presidents"। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১২ 
  5. "Dr Birendra Nath Datta conferred literary award"Assam Tribune। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৩ 
  6. "Birendranath Datta"। srimanta.net। ২৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৩ 
  7. Assam: Eminent academician, singer and lyricist Birendra Nath Datta passes away at 88
  8. "Padma Awards Directory (1954–2009)" (পিডিএফ)Ministry of Home Affairs। ১০ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।