নিপ বরুয়া
নিপ বরুয়া | |
---|---|
জন্ম | ১৯২৫[১] |
মৃত্যু | ১৯৯২[১] |
জাতীয়তা | ![]() |
পেশা | চলচ্চিত্র প্রযোজক, পরিচালক |
নিপ বরুয়া (অসমীয়া: নিপ বরূৱা) অসমীয়া চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি। অসমীয়া চলচ্চিত্র বাণিজ্যিক উন্নতি তার সময় থেকে হওয়া বলে জানা যায়। তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রয়োজক। সর্বমোট ১৫টি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র ছাড়াও তার আগ্রহ ছিল অভিনয়, সংগীত ও ফুটবল খেলায়। কার্টুনিষ্ট হিসেবে তিনি অসমীয়া খবরের কাগজ আসাম ট্রিবিউন-এ বহু ছবি অঙ্কন করেছেন।[২]
জন্ম ও পরিবার
[সম্পাদনা]কামরূপ জেলার বিহদিয়া গাঁও নামক স্থানে নিপ বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম চন্দ্রনাথ বরুয়া ও মাতার নাম জোনপ্রভা বরুয়া। পিতা চন্দ্রনাথ বরুয়া অসমের গড়কপ্তানী বিভাগের সাব ডিভিসনেল অফিসার ছিলেন। তার মাতা-পিতার ৯টি পুত্র ও ৪টি কন্যা সন্তান ছিল।তাদের সকল ভাই-বোনেরা কম-বেশি পরিমাণে চলচ্চিত্র জগতের সহিত জড়িত ছিলেন।[৩][৪]
পরিচালিত চলচ্চিত্র
[সম্পাদনা]নিপ বরুয়া কর্তৃক পরিচালিত ১৫টি চলচ্চিত্রের নাম[৫]
ছবির নাম[২] | বর্ষ | |
---|---|---|
স্মৃতির পরশ | ১৯৫৫ | |
মাক আরু মরম | ১৯৫৮ | |
রঙা পুলিশ | ||
ভক্ত প্রহ্লাদ | ১৯৫৯ | |
আমার ঘর | ১৯৬১ | |
নরকাসুর | ১৯৭০ | |
বরুয়ার সংসার | ১৯৭৩ | |
সোনেতরা | ১৯৭৭ | |
সোণমাই | ১৯৭৮ | |
মনিমা | ১৯৮০ | |
আজলী নবৌ | ১৯৮০ | |
ককাদেউতা নাতি আরু হাতী | ১৯৮৪ | |
শকুন্তলা আরু শংকর যোচেফ আলি | ১৯৮৫ | |
দাদু নাতি ও হাতী | ১৯৮৬ | বাংলা চলচ্চিত্র |
এন্থনী মোর নাম | ১৯৮৮ | |
আই মোর জনমে জনমে | ১৯৮০ |
অভিনয়
[সম্পাদনা]ছবির নাম | পরিচালক | বর্ষ | |
---|---|---|---|
মনিমা | নিপ বরুয়া | ১৯৮০ | [২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Nip Barua (1925–1992)"। ইণ্টারনেট মুভি ডাটাবেস। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৩।
- ↑ ক খ গ "Nip Barua – Encyclopedia of Indian Cinema"। Cinemaofindia.org। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ নিভা রাণী রায় (১৯২৭)। "ঐতিহ্যমণ্ডিত সেই ঘরখন"। অসমীয়া সা রে গা মা।
- ↑ ঈশান বরুয়া। "লতাশিলর বরুয়া পরিয়াল"। অসমীয়া সা রে গা মা। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Film Directors"। এনাজরী ডট কম। ২০১৩-০১-২২। ২০১৫-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০।