নিপ বরুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিপ বরুয়া
জন্ম১৯২৫[১]
মৃত্যু১৯৯২[১]
জাতীয়তাভারত ভারতীয়
পেশাচলচ্চিত্র প্রযোজক, পরিচালক

নিপ বরুয়া (অসমীয়া: নিপ বরূৱা) অসমীয়া চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি। অসমীয়া চলচ্চিত্র বাণিজ্যিক উন্নতি তার সময় থেকে হওয়া বলে জানা যায়। তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রয়োজক। সর্বমোট ১৫টি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র ছাড়াও তার আগ্রহ ছিল অভিনয়, সংগীত ও ফুটবল খেলায়। কার্টুনিষ্ট হিসেবে তিনি অসমীয়া খবরের কাগজ আসাম ট্রিবিউন-এ বহু ছবি অঙ্কন করেছেন।[২]

জন্ম ও পরিবার[সম্পাদনা]

কামরূপ জেলার বিহদিয়া গাঁও নামক স্থানে নিপ বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম চন্দ্রনাথ বরুয়া ও মাতার নাম জোনপ্রভা বরুয়া। পিতা চন্দ্রনাথ বরুয়া অসমের গড়কপ্তানী বিভাগের সাব ডিভিসনেল অফিসার ছিলেন। তার মাতা-পিতার ৯টি পুত্র ও ৪টি কন্যা সন্তান ছিল।তাদের সকল ভাই-বোনেরা কম-বেশি পরিমানে চলচ্চিত্র জগতের সহিত জড়িত ছিলেন।[৩][৪]

পরিচালিত চলচ্চিত্র[সম্পাদনা]

নিপ বরুয়া কর্তৃক পরিচালিত ১৫টি চলচ্চিত্রের নাম[৫]

ছবির নাম[২] বর্ষ
স্মৃতির পরশ ১৯৫৫
মাক আরু মরম ১৯৫৮
রঙা পুলিশ
ভক্ত প্রহ্লাদ ১৯৫৯
আমার ঘর ১৯৬১
নরকাসুর ১৯৭০
বরুয়ার সংসার ১৯৭৩
সোনেতরা ১৯৭৭
সোণমাই ১৯৭৮
মনিমা ১৯৮০
আজলী নবৌ ১৯৮০
ককাদেউতা নাতি আরু হাতী ১৯৮৪
শকুন্তলা আরু শংকর যোচেফ আলি ১৯৮৫
দাদু নাতি ও হাতী ১৯৮৬ বাংলা চলচ্চিত্র
এন্থনী মোর নাম ১৯৮৮
আই মোর জনমে জনমে ১৯৮০

অভিনয়[সম্পাদনা]

ছবির নাম পরিচালক বর্ষ
মনিমা নিপ বরুয়া ১৯৮০ [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nip Barua (1925–1992)"ইণ্টারনেট মুভি ডাটাবেস। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৩ 
  2. "Nip Barua – Encyclopedia of Indian Cinema"। Cinemaofindia.org। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. নিভা রাণী রায় (১৯২৭)। "ঐতিহ্যমণ্ডিত সেই ঘরখন"অসমীয়া সা রে গা মা 
  4. ঈশান বরুয়া। "লতাশিলর বরুয়া পরিয়াল"। অসমীয়া সা রে গা মা  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  5. "Film Directors"এনাজরী ডট কম। ২০১৩-০১-২২। ২০১৫-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০