দেবেন্দ্র নাথ আচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবেন্দ্র নাথ আচার্য
জন্ম৩ মার্চ, ১৯৩৭ সন
গরখীয়া দ'ল, যোরহাট, অসম
মৃত্যু২৯ সেপ্টেম্বর, ১৯৮১ সন

দেবেন্দ্র নাথ আচার্য (অসমীয়া: দেবেন্দ্র নাথ আচার্য) অসমের একজন ঔপন্যাসিক, গল্পকার, কবি ও শিশু সাহিত্যিক।[১] তিনি প্রাধানত ইতিহাসভিত্তিক উপন্যাসের রচয়িতা। তিনি জংগম নামক উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[২]

শৈশব, শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]

অসমের যোরহাটের নিকটবর্তী গরখীয়া দল নামক স্থানে দেবেন্দ্র নাথ আচার্যের জন্ম হয়। তার পিতার নাম নগেন্দ্র নাথ আচার্য ও মাতার নাম জয়ন্তীপ্রিয়া দেবী। গরখীয়া দল বালক প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম শিক্ষাজীবন আরম্ভ হয়। ১৯৫৩ সনে যোরহাট সরকারি বালক বিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করে ১৯৫৫ সনে গুয়াহাটির কটন কলেজ থেকে আই.এ.এস পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫১ সনে অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন।[২] ১৯৬৩-৬৪ সন পর্যন্ত লণ্ডনে সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার রুপে কার্যনির্বাহ করেন। ১৯৬৫ সনে যোরহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ে সহঃ অধ্যাপক হিসেবে নিযুক্ত পান। ১৯৬৮ সনে তিনি অসম কারিগরী সঞ্চালকালয়ের উপ-সঞ্চালক রুপে কার্যনির্বাহ করেন।

সাহিত্য কর্ম[সম্পাদনা]

অসমের ইতিহাসকে ভিত্তি করে তিনি বহুসংখ্যক উপন্যাস রচনা করেছিলেন। [২]

  • অন্য যুগ অন্য পুরুষ (১৯৭১)
  • কালপুরুষ (১৯৭৬)
  • জংগম (১৯৮৩)
  • রক্তরাগ ( ১৯৭২)
  • বেকার নিকেতন(১৯৭২)
  • রামধেনু কার ধেনু(১৯৭২)
  • পল্লৱী
  • কবিতা কবিতা
  • এক তারিখ (নাটক)

সম্মান[সম্পাদনা]

  • অসম প্রকাশন পরিষদ পুরস্কার (১৯৭১ সন)[২]
  • সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮১ সন)[৩]
  • অসম সাহিত্য সভার প্রেমধর দত্ত সোবরণী পুরস্কার[১]

মৃত্যু[সম্পাদনা]

১৯৮১ সনের ২৯ সেপ্টেম্বর তারিখে দেবেন্দ্র নাথ আচার্যের মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি অসম গ্যাস কম্পানীর জেনেরেল মেনেজার পদে নিযুক্ত ছিলেন।[২][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; dnanb নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. শিৱনাথ বর্মন, অসমীয়া জীৱনী অভিধান, চ'ফিয়া প্রেছ এণ্ড পাব্লিচার্ছ প্রা: লি:, ১৯৯২, পৃ: ২২৭
  3. "সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নৱেম্বর ১৬, ২০১২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)