সিরিল নরম্যান হিনশেলউড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৩১, ১৭ নভেম্বর ২০১৮ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড
জন্ম(১৮৯৭-০৬-১৯)১৯ জুন ১৮৯৭
মৃত্যু৯ অক্টোবর ১৯৬৭(1967-10-09) (বয়স ৭০)
মাতৃশিক্ষায়তনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৫৬
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভৌত রসায়ন
প্রতিষ্ঠানসমূহঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাHarold Hartley
উল্লেখযোগ্য শিক্ষার্থীKeith J. Laidler

স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড একজন ইংরেজ ভৌত রসায়নবিদ। তিনি ১৯৫৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

হিঙ্ঘলিউড ১৮৯৭ সালের ১৯ জুন লন্ডনে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি একটি বিস্ফোরক কারখানায় রসায়নবিদ হিসেবে কাজ করেন। ১৯২১ থকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি ট্রিনিটি কলেজে টিউটর ছিলেন। ১৯৩৭ সালে তিনি রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সম্মাননা

অর্ডার অব মেরিট, ১৯৬০

তথ্যসূত্র