ইউয়ান ৎসে লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৩৩, ৩০ নভেম্বর ২০১৮ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ইউয়ান ৎসে লি
চিত্র:Yuan T. Lee 1-1.jpg
Lee in lab, taken October 21, 1986
জন্ম (1936-11-19) ১৯ নভেম্বর ১৯৩৬ (বয়স ৮৭)
জাতীয়তাতাইওয়ানি
মাতৃশিক্ষায়তনন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি (বিএসসি)
National Tsing Hua University (M.S.)
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (পিএইচডি)
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৮৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
শিকাগো বিশ্ববিদ্যালয়
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি
Academia Sinica (Taiwan)
ডক্টরাল উপদেষ্টাBruce H. Mahan

ইউয়ান ৎসে লি একজন তাইওয়ানি রসায়নবিজ্ঞানী। তিনি প্রথম তাইওয়ানি নোবেল বিজয়ী। তিনি ১৯৮৬ সালে ডাডলি হের্শবাখজন চার্লস পোলানি এর সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

লি ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি থেকে ১৯৫৯ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল সিং হুয়া ইউনিভার্সিটি থেকে ১৯৬১ সালে এমএস এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৪ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে রসায়নের অধ্যাপক এবং লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে যোগদান করেন।

তথ্যসুত্র