কলকাতা বিআরটিএস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলকাতা বিআরটিএস
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়কলকাতা নগর উন্নয়ন নিগম (কেএমডিএ)
অবস্থানকলকাতা,পশ্চিমবঙ্গ
পরিবহনের ধরনদ্রুত বাস পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা
১ টি
চলাচল
চালুর তারিখ২০১৮ (অনুমান করা হচ্ছে)
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১৫.৫ কিলোমিটার (৯.৬ মাইল)

কলকাতা বিআরটিএস হল কলকাতা নগর অঞ্চলের জন্য প্রস্তাবিত একটি দ্রুত বাস পরিবহন ব্যবস্থা। উল্টডাঙ্গা থেকে ই এম বাইপাস হয়ে গড়িয়া পর্যন্ত এই ব্যবস্থা গড়া হবে।২০১৩ সালের মধ্য এই ব্যবস্থা চালু হবার কথা থাকলেও এর কাজ এখনো শুরু হয়নি ফলে ২০১৮ আগে এই ব্যবস্থা চালু করা সম্ভব হবেনা।[১]

করিডর[সম্পাদনা]

কলকাতা বিআরটিএস উল্টডাঙ্গা থেকে শুরু করে নারকেলডাঙ্গা, চিংড়িহাটা, পাটুলিহয়ে গড়িয়া যাবে।এই ব্যবস্থার দৈর্ঘ্য হবে ১৫.৫ কিলোমিটার।

তথ্যসূত্র[সম্পাদনা]