বাঁশগড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাঁশগড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত একটি প্রত্নস্থল।

মূর্তি[সম্পাদনা]

বাঁশগড়ে যে সমস্ত মূর্তি পাওয়া গেছে ও বর্তমানে দেখতে পাওয়া যায়, সেগুলির বর্ণনা নিম্নরূপ[১]:১৯৩ -

মূর্তি বৈশিষ্ট্য
আদিনাথ সাড়ে তিন ফুট দৈর্ঘ্যের পদ্মের ওপর কায়োৎসর্গ মুদ্রায় পদ্মের ওপর দন্ডায়মান মূর্তি, লাঞ্ছনচিহ্ন ষাঁড়। দুইপাশে চব্বিশ জন তীর্থঙ্করের মূর্তি। নিচে দুইজন চামরধারীর মূর্তি, দুইজন ধ্যানরতা নারীমূর্তি ও দুইটি সিংহ মূর্তি বর্তমান।
চন্দ্রপ্রভ দুই ফুট উচ্চতা মূর্তি, দুইপাশে দুইটি করে চারজন তীর্থঙ্করের মূর্তি। নিচে দুইজন চামরধারীর মূর্তি ও উপাসনারত দুই নারীমূর্তি বর্তমান।
চতুর্ভূজ মূর্তি ভগ্নমূর্তি, দুইপাশে ও ওপরে দুই জন করে চারটি রমণী মূর্তি বর্তমান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুভাষ রায়, পুরুলিয়া জেলার পুরাকীর্তি, পুরুলিয়ার কয়েকটি প্রত্নস্থল, অনৃজু প্রকাশনী, চেলিয়ামা, পুরুলিয়া, ৭২৩১৪৬, প্রথম প্রকাশ, আশ্বিন ১৪১৯