বিষয়বস্তুতে চলুন

প্রধান চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রধান চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় বিভাগে স্যাগ পুরস্কার
২০২৩-এর বিজয়ী: লিলি গ্লাডস্টোন
বিবরণপ্রধান চরিত্রে অভিনেত্রীর অসাধারণ অভিনয়
অবস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাস্যাগ-আফট্রা
প্রথম পুরস্কৃত১৯৯৫
বর্তমানে আধৃতলিলি গ্লাডস্টোন
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (২০২৩)
ওয়েবসাইটsagawards.org

প্রধান চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার হল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড প্রদত্ত চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে সেরা অভিনয় পারদর্শিতা প্রর্দশনের জন্য প্রদেয় বার্ষিক পুরস্কার। ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

জোডি ফস্টার এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি নেল (১৯৯৪) ছবিতে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন। ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, রানে জেলওয়েগারভায়োলা ডেভিস দুইবার করে এই পুরস্কার লাভ করেছেন। এই বিভাগে মেরিল স্ট্রিপ সর্বাধিক ১০টি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী লিলি গ্লাডস্টোন কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (২০২২) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

[সম্পাদনা]
জোডি ফস্টার এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি নেল (১৯৯৪)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
সুজান সার‍্যান্ডন ডেড ম্যান ওয়াকিং (১৯৯৫)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ফার্গো (১৯৯৬) ও থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭)-এ অভিনয় করে দুইবার পুরস্কৃত হন।
হেলেন হান্ট অ্যাজ গুড অ্যাজ ইট গেট্‌স (১৯৯৭)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
গ্বিনিথ পালট্রো শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
অ্যানেট বেনিং অ্যামেরিকান বিউটি (১৯৯৯)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
রানে জেলওয়েগার শিকাগো (২০০২) ও জুডি (২০১৯)-এ জুডি গারল্যান্ড চরিত্রে অভিনয় করে দুইবার পুরস্কৃত হন।
জুলি ক্রিস্টি অ্যাওয়ে ফ্রম হার (২০০৭)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
মেরিল স্ট্রিপ ডাউট (২০০৮)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
সান্ড্রা বুলক দ্য ব্লাইন্ড সাইড (২০০৯)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
ন্যাটালি পোর্টম্যান ব্ল্যাক সোয়ান (২০১০)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
ভায়োলা ডেভিস দ্য হেল্প (২০১১) ও মা রেইনি'স ব্ল্যাক বটম (২০২০)-এ অভিনয় করে দুইবার পুরস্কৃত হন।
জেনিফার লরেন্স সিলভার লাইনিংস প্লেবুক (২০১২)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
কেট ব্লানচেট ব্লু জেসমিন (২০১৩)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
জুলিঅ্যান মুর স্টিল অ্যালিস (২০১৪)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
ব্রি লারসন রুম (২০১৫)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
এমা স্টোন লা লা ল্যান্ড (২০১৬)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
গ্লেন ক্লোজ দ্য ওয়াইফ (২০১৮)-এ অভিনয় করে পুরস্কৃত হন।
মিশেল ইয়ো এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২)-এ অভিনয় করে পুরস্কৃত হন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৯০-এর দশক

[সম্পাদনা]
বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯৪

(১ম)

জোডি ফস্টার নেল কেল্টি নেল []
জেসিকা ল্যাং কার্লি মার্শাল ব্লু স্কাই
মেগ রায়ান অ্যালিন গ্রিন হোয়েন আ ম্যান লাভস আ ওম্যান
মেরিল স্ট্রিপ গেইল হার্টম্যান দ্য রিভার ওয়াইল্ড
সুজান সার‍্যান্ডন রেজিনা "রেজি" লাভ দ্য ক্লায়েন্ট
১৯৯৫

(২য়)

সুজান সার‍্যান্ডন সিস্টার হেলেন প্রেজান ডেড ম্যান ওয়াকিং []
এমা থম্পসন এলিনর ড্যাশউড সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি
এলিজাবেথ শু সেরা লিভিং লাস ভেগাস
জোন অ্যালেন প্যাট নিক্সন নিক্সন
মেরিল স্ট্রিপ ফ্রান্সেস্কা জনসন দ্য ব্রিজেস অব ম্যাডিসন কাউন্টি
১৯৯৬

(৩য়)

ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড মার্জ গুন্ডারসন ফার্গো []
ক্রিস্টিন স্কট টমাস ক্যাথরিন ক্লিফটন দি ইংলিশ পেশন্ট
জেনা রোলান্ডস মিলড্রেড হকস আনহুক দ্য স্টারস
ডায়ান কিটন বেসি ওয়েকফিল্ড মারভিন্‌স রুম
ব্রেন্ডা ব্লেদিন সিন্থিয়া রোজ পার্লি সিক্রেটস অ্যান্ড লাইজ
১৯৯৭

(৪র্থ)

হেলেন হান্ট ক্যারল কনেলি অ্যাজ গুড অ্যাজ ইট গেটস []
কেট উইন্সলেট রোজ ডিউইট বুকাটার টাইটানিক
জুডি ডেঞ্চ রানী ভিক্টোরিয়া মিসেস ব্রাউন
প্যাম গ্রিয়ার জ্যাকি ব্রাউন জ্যাকি ব্রাউন
রবিন রাইট মরিন মার্ফি কুইন শিজ সো লাভলি
হেলেনা বোনাম কার্টার কেট ক্রোয় দ্য উইংস অব দ্য ডাভ
১৯৯৮

(৫ম)

গ্বিনিথ পালট্রো ভায়োলা দে লেসেপ্‌স শেকসপিয়ার ইন লাভ []
এমিলি ওয়াটসন জ্যাকলিন দ্যু প্রে হিলারি অ্যান্ড জ্যাকি
কেট ব্লানচেট রানী প্রথম এলিজাবেথ এলিজাবেথ
জেন হরক্স লিটল ভয়েস লিটল ভয়েস
মেরিল স্ট্রিপ কেট গুলডেন ওয়ান ট্রু থিং
১৯৯৯

(৬ষ্ঠ)

অ্যানেট বেনিং ক্যারোলিন বার্নহাম অ্যামেরিকান বিউটি []
জ্যানেট ম্যাকটির মারি জো ওয়াকার টাম্বলউইডস
জুলিঅ্যান মুর সারা মাইলস দি এন্ড অব দি অ্যাফেয়ার
মেরিল স্ট্রিপ রবার্তা গুসপারি মিউজিক অব দ্য হার্ট
হিলারি সোয়াঙ্ক ব্র্যান্ডন টিনা বয়েজ ডোন্ট ক্রাই

২০০০-এর দশক

[সম্পাদনা]
বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০০০

(৭ম)

জুলিয়া রবার্টস এরিন ব্রকভিচ এরিন ব্রকভিচ []
এলেন বার্স্টিন সারা গোল্ডফার্ব রিকুয়েম ফর আ ড্রিম
জুলিয়েত বিনোশ ভিয়ান রোশার শোকোলা
জোন অ্যালেন লেইন হ্যানসন দ্য কন্টেন্ডার
লরা লিনি সামান্থা "স্যামি" প্রেসকট ইউ ক্যান কাউন্ট অন মি
২০০১

(৮ম)

হ্যালি বেরি লেটিশিয়া মাসগ্রোভ মনস্টার্স বল []
জুডি ডেঞ্চ আইরিস মার্ডক আইরিস
জেনিফার কনেলি অ্যালিশিয়া ন্যাশ আ বিউটিফুল মাইন্ড
রানে জেলওয়েগার ব্রিজেট জোন্স ব্রিজেট জোন্সেস ডায়েরি
সিসি স্পেসেক রুথ ফোলার ইন দ্য বেডরুম
২০০২

(৯ম)

রানে জেলওয়েগার রক্সি হার্ট শিকাগো []
জুলিঅ্যান মুর ক্যাথি হুইটেকার ফার ফ্রম হেভেন
ডায়ান লেন কনস্ট্যান্স "কনি" সামনার আনফেইথফুল
নিকোল কিডম্যান ভার্জিনিয়া উল্‌ফ দি আওয়ার্স
সালমা হায়েক ফ্রিদা কাহলো ফ্রিদা
২০০৩

(১০ম)

শার্লিজ থেরন এইলিন ওর্নোস মনস্টার [১০]
ইভান রেচেল উড ট্রেসি ফ্রিল্যান্ড থার্টিন
ডায়ান কিটন এরিকা জেন বেরি সামথিংস গট্টা গিভ
নেওমি ওয়াটস ক্রিস্টিনা উইলিয়ামস-পেক টুয়েন্টি ওয়ান গ্রামস
প্যাট্রিশিয়া ক্লার্কসন অলিভিয়া হ্যারিস দ্য স্টেশন এজেন্ট
২০০৪

(১১তম)

হিলারি সোয়াঙ্ক ম্যাগি ফিট্‌জেরাল্ড মিলিয়ন ডলার বেবি [১১]
অ্যানেট বেনিং জুলিয়া ল্যামবার্ট বিয়িং জুলিয়া
ইমেল্ডা স্টনটন ভেরা রোজ ড্রেক ভেরা ড্রেক
কাতালিনা সান্দিনো মোরিনো মারিয়া আলভারেস মারিয়া ফুল অব গ্রেস
কেট উইন্সলেট ক্লিমেন্টিন ক্রুজিন্‌স্কি ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
২০০৫

(১২তম)

রিজ উইদারস্পুন জুন কার্টার ক্যাশ ওয়াক দ্য লাইন [১২]
জিয়ি ঝাং সায়ুরি তাকানাসজা মেমোয়ারস অব আ গেইশা
জুডি ডেঞ্চ লরা হেন্ডারসন মিসেস হেন্ডারসন প্রেজেন্টস
ফেলিসিটি হাফম্যান সাবরিনা "ব্রি" অসবর্ন ট্রান্সআমেরিকা
শার্লিজ থেরন জোসি এইমস নর্থ কান্ট্রি
২০০৬

(১৩তম)

হেলেন মিরেন রানী দ্বিতীয় এলিজাবেথ দ্য কুইন [১৩]
কেট উইন্সলেট সারা পিয়ার্স লিটল চিলড্রেন
জুডি ডেঞ্চ বারবারা কভেট নোটস অন আ স্ক্যান্ডাল
পেনেলোপে ক্রুজ রাইমুন্দা ভলভার
মেরিল স্ট্রিপ মিরান্ডা প্রিস্টলি দ্য ডেভিল ওয়্যারস প্রাডা
২০০৭

(১৪তম)

জুলি ক্রিস্টি ফিওনা অ্যান্ডারসন অ্যাওয়ে ফ্রম হার [১৪]
অ্যাঞ্জেলিনা জোলি মারিয়ান পার্ল আ মাইটি হার্ট
এলেন পেজ জুনো ম্যাকগাফ জুনো
কেট ব্লানচেট রানী প্রথম এলিজাবেথ এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ
মারিয়োঁ কোতিয়ার এদিত পিয়াফ লা ভি অঁ রোজ
২০০৮

(১৫তম)

মেরিল স্ট্রিপ আলোইসিউস বুভিয়ে ডাউট [১৫]
অ্যান হ্যাথাওয়ে কিম বুচম্যান র‍্যাচেল গেটিং ম্যারিড
অ্যাঞ্জেলিনা জোলি ক্রিস্টিন কলিন্স চেঞ্জলিং
কেট উইন্সলেট হ্যানা স্মিৎজ রিভলূশন্যারি রোড
মেলিসা লিও রে এডি ফ্রোজেন রিভার
২০০৯

(১৬তম)

সান্ড্রা বুলক লেই অ্যান তুহি দ্য ব্লাইন্ড সাইড [১৬]
কেরি মুলিগান জেনি মেলর অ্যান এডুকেশন
গাবোরি সিডিবি ক্লেরিচ "প্রেশাস" জোন্স প্রেশাস
মেরিল স্ট্রিপ জুলিয়া চাইল্ড জুলিয়া অ্যান্ড জুলিয়া
হেলেন মিরেন সোফিয়া তলস্তায়া দ্য লাস্ট স্টেশন

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০১০

(১৭তম)

ন্যাটালি পোর্টম্যান নিনা সেয়ার্স ব্ল্যাক সোয়ান [১৭]
অ্যানেট বেনিং ডঃ নিকোল "নিক" অলগুড দ্য কিডস্‌ আর অল রাইট
জেনিফার লরেন্স রি ডলি উইন্টার্স বোন
নিকোল কিডম্যান বেকা করবেট র‍্যাবিট হোল
হিলারি সোয়াঙ্ক বেটি অ্যান ওয়াটার্স কনভিকশন
২০১১

(১৮তম)

ভায়োলা ডেভিস এইবলিন ক্লার্ক দ্য হেল্প [১৮]
গ্লেন ক্লোজ আলবার্ট নোবস আলবার্ট নোবস
টিল্ডা সুইন্টন ইভা খাতচাদোরিয়ান উই নিড টু টক অ্যাবাউট কেভিন
মিশেল উইলিয়ামস মেরিলিন মনরো মাই উয়িক উইথ মেরিলিন
মেরিল স্ট্রিপ মার্গারেট থ্যাচার দি আয়রন লেডি
২০১২

(১৯তম)

জেনিফার লরেন্স টিফানি ম্যাক্সওয়েল সিলভার লাইনিংস প্লেবুক [১৯]
জেসিকা চ্যাস্টেইন মায়া জিরো ডার্ক থার্টি
নেওমি ওয়াটস মারিয়া বেনেট দি ইম্পসিবল
মারিয়োঁ কোতিয়ার স্তেফানি দ্য রুইল এ দো
হেলেন মিরেন আলমা রেভিল হিচকক
২০১৩

(২০তম)

কেট ব্লানচেট জ্যানেট "জেসমিন" ফ্রান্সিস ব্লু জেসমিন [২০]
এমা টমসন পি. এল. ট্র্যাভার্স সেভিং মিস্টার ব্যাঙ্কস
জুডি ডেঞ্চ ফিলোমেনা লি ফিলোমেনা
মেরিল স্ট্রিপ ভায়োলেট ওয়েস্টন অগাস্ট ওসেজ কাউন্টি
সান্ড্রা বুলক ডক্টর রায়ান স্টোন গ্র্যাভিটি
২০১৪

(২১তম)

জুলিঅ্যান মুর ডঃ অ্যালিস হাউল্যান্ড স্টিল অ্যালিস [২১]
জেনিফার অ্যানিস্টন ক্লেয়ার বেনেট কেক
ফেলিসিটি জোন্স জেন ওয়াইল্ড হকিং দ্য থিওরি অব এভরিথিং
রিজ উইদারস্পুন শেরিল স্ট্রেইড ওয়াইল্ড
রোজামন্ড পাইক অ্যামি এলিয়ট-ডুন গন গার্ল
২০১৫

(২২তম)

ব্রি লারসন জে "মা" নিউসাম রুম [২২]
কেট ব্লানচেট ক্যারল এয়ার্ড ক্যারল
সার্শা রোনান এলিস লেসি ব্রুকলিন
সারা সিলভারম্যান এলাইন "লেনি" ব্রুক্স আই স্মাইল ব্যাক
হেলেন মিরেন মারিয়া অল্টমান ওম্যান ইন গোল্ড
২০১৬

(২৩তম)

এমা স্টোন মিয়া ডোলান লা লা ল্যান্ড [২৩]
অ্যামি অ্যাডামস ডক্টর লুইস ব্যাঙ্কস অ্যারাইভাল
এমিলি ব্লান্ট রেচেল ওয়াটসন দ্য গার্ল অন দ্য ট্রেন
ন্যাটালি পোর্টম্যান জ্যাকি কেনেডি জ্যাকি
মেরিল স্ট্রিপ ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স
২০১৭

(২৪তম)

ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড মিলড্রেড হেইস থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি [২৪]
জুডি ডেঞ্চ রানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল
মারগো রবি টনিয়া হার্ডিং আই, টনিয়া
স্যালি হকিন্স এলাইজা এস্পোসিতো দ্য শেপ অব ওয়াটার
সার্শা রোনান ক্রিস্টিন "লেডি বার্ড" ম্যাকফার্সন লেডি বার্ড
২০১৮

(২৫তম)

গ্লেন ক্লোজ জোন ক্যাসলম্যান দ্য ওয়াইফ [২৫]
অলিভিয়া কলম্যান রানী অ্যান দ্য ফেভারিট
এমিলি ব্লান্ট ম্যারি পপিন্স ম্যারি পপিন্স রিটার্নস
মেলিসা ম্যাকার্থি লি ইসরায়েল ক্যান ইউ এভার ফরগিভ মি?
লেডি গাগা অ্যালি মেইন আ স্টার ইজ বর্ন
২০১৯
(২৬তম)
রানে জেলওয়েগার জুডি গারল্যান্ড জুডি [২৬]
লুপিটা ইয়ংও অ্যাডেলেইড উইলসন / রেড আস
শার্লিজ থেরন মেগিন কেলি বোম্বশেল
সিনথিয়া আরিভো হ্যারিয়েট টাবম্যান হ্যারিয়েট
স্কার্লেট জোহ্যানসন নিকোল বারবার ম্যারিজ স্টোরি

২০২০-এর দশক

[সম্পাদনা]
বছর মনোনীত চলচ্চিত্র ভূমিকা সূত্র
২০২০

(২৭তম)

ভায়োলা ডেভিস মা রেইনি'স ব্ল্যাক বটম মা রেইনি
অ্যামি অ্যাডামস হিলবিলি এলিজি বেভারলি "বেভ" ভ্যান্স
কেরি মুলিগান প্রমিজিং ইয়াং ওম্যান ক্যাসান্ড্রা "ক্যাসি" টমাস
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড নোম্যাডল্যান্ড
ভানেসা কার্বি পিসেস অব আ ওম্যান মার্থা ওয়েস
২০২১

(২৮তম)

জেসিকা চ্যাস্টেইন দি আইজ অব ট্যামি ফে ট্যামি ফে বেকার
অলিভিয়া কলম্যান দ্য লস্ট ডটার লেডা কারুসো
জেনিফার হাডসন রেসপেক্ট আরিথা ফ্র্যাঙ্কলিন
নিকোল কিডম্যান বিয়িং দ্য রিকার্ডোস লুসিল বল
লেডি গাগা হাউজ অব গুচি পাত্রিৎসিয়া রেজ্জানি
২০২২

(২৯তম)

মিশেল ইয়ো এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স ইভলিন কোয়ান ওয়াং
আনা দে আর্মাস ব্লন্ড নর্মা জিন মর্টেনসন / মেরিলিন মনরো
কেট ব্লানচেট টার লিডিয়া টার
ড্যানিয়েল ডেডওয়াইলার টিল মামি টিল
ভায়োলা ডেভিস দ্য ওম্যান কিং জেনারেল নানিস্কা
২০২৩

(৩০তম)

লিলি গ্লাডস্টোন কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন মলি বার্কহার্ট
অ্যানেট বেনিং নাইঅ্যাড ডায়ানা নাইঅ্যাড
এমা স্টোন পুওর থিংস বেলা ব্যাক্সটার
কেরি মুলিগান মায়েস্ত্রো ফেলিশিয়া মন্টিলেগ্রে
মার্গো রবি বার্বি বার্বি

একাধিকবার বিজয়ী ও মনোনীত

[সম্পাদনা]

একাধিকবার বিজয়ী

[সম্পাদনা]
২ বার

একাধিকবার মনোনীত

[সম্পাদনা]

দুয়ের অধিকবার মনোনীত অভিনেত্রীরা হলেন:

১০ বার
৬ বার
৫ বার
৪ বার
৩ বার

বয়স পরিসংখ্যান

[সম্পাদনা]
বিভাগ অভিনেত্রী চলচ্চিত্র বয়স (বছর)
বয়োজ্যেষ্ঠ বিজয়ী গ্লেন ক্লোজ দ্য ওয়াইফ ৭১ (২০১৯)
বয়োজ্যেষ্ঠ মনোনীত জুডি ডেঞ্চ ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল ৮৩ (২০১৮)
বয়োকনিষ্ঠ বিজয়ী জেনিফার লরেন্স সিলভার লাইনিংস প্লেবুক ২২ (২০১৩)
বয়োকনিষ্ঠ মনোনীত ইভান রেচেল উড থার্টিন ১৬ (২০০৪)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Inaugural Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  2. "The 2nd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  3. "The 3rd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  4. "The 4th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  5. "The 5th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  6. "The 6th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  7. "The 7th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  8. "The 8th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  9. "The 9th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  10. "The 10th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  11. "The 11th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  12. "The 12th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  13. "The 13th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  14. "The 14th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  15. "The 15th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  16. "The 16th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  17. "The 17th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  18. "The 18th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  19. "The 19th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  20. "The 20th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  21. "The 21st Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  22. "The 22nd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  23. "The 23rd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  24. "The 24th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  25. "The 25th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  26. "The 26th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]