ম্যারি পপিন্স (চরিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যারি পপিন্স
ম্যারি পপিন্স চরিত্র
১৯৬৪ সালের চলচ্চিত্রে ম্যারি পপিন্স চরিত্রে জুলি অ্যান্ড্রুজ
প্রথম উপস্থিতিম্যারি পপিন্স অ্যান্ড দ্য ম্যাচ ম্যান (১৯২৬)
স্রষ্টাপি. এল. ট্র্যাভার্স
চরিত্রায়ণ
কণ্ঠ প্রদান
পেশাআয়া
পরিবার
  • মিস্টার টুইগলি (চাচা)
  • আলবার্ট (চাচা)
  • টপসি (চাচাতো বোন)
জাতীয়তাইংরেজ

ম্যারি পপিন্স একটি কাল্পনিক চরিত্র এবং পি. এল. ট্র্যাভার্স রচিত একই নামের বই ও তা থেকে উপযোগকৃত সকল সৃষ্টিকর্মের মুখ্য চরিত্র। পপিন্স একজন ঐন্দ্রজালিক ক্ষমতাসম্পন্ন ইংরেজ আয়া, যিনি লন্ডনে নাম্বার ১৭ চেরি ট্রি লেনের ব্যাঙ্কস পরিবারের বাচ্চাদের লালনপালনের দায়িত্ব নেন এবং জাদুর ছোঁয়া দিয়ে তাদের মূল্যবান শিক্ষা প্রদান করেন। ট্র্যাভার্স পপিন্স চরিত্রটির মধ্যে একজন সত্যিকারের লন্ডনের আয়ার উচ্চারণ ও শব্দভান্ডারের সাথে পরিচয় করিয়ে দেন।[১]

জুলি অ্যান্ড্রুজ ১৯৬৪ সালের চলচ্চিত্ররূপে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। ব্রিটিশ চলচ্চিত্র পত্রিকা এম্পায়ার পপিন্স চরিত্রটিকে (অ্যান্ডুজ অভিনীত) তাদের ২০১১ সালের ১০০ সেরা চলচ্চিত্রের চরিত্র তালিকায় অন্তর্ভুক্ত করে।[২] এমিলি ব্লান্ট ২০১৮ সালের অনুবর্তী পর্ব ম্যারি পপিন্স রিটার্নস-এ পপিন্স চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩] লরা মিশেল কেলি ২০০৪ সালে ওয়েস্ট এন্ডের সঙ্গীতনাট্যে পপিন্স চরিত্রে অভিনয় করে সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অলিভিয়ে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

উল্লেখযোগ্য চিত্রায়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হিউজ, ক্যাথরিন (৭ ডিসেম্বর ২০১৩)। "What Saving Mr Banks tells us about the original Mary Poppins"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 
  2. "The 100 Greatest Movie Characters"। এম্পায়ার। ২ অক্টোবর ২০১৫। ২০১১-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 
  3. "Golden Globe Nominations: Complete List"ভ্যারাইটি। ৪ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]