বিষয়বস্তুতে চলুন

প্রিস্টন মমসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিস্টন মমসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
প্রিস্টন লুক মমসেন
জন্ম (1987-10-14) ১৪ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৭)
ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামদ্য হিট
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪২)
১৫ জুন ২০১০ বনাম নেদারল্যান্ডস
শেষ ওডিআই২৩ ফেব্রুয়ারি ২০১৫ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ২৩)
১৩ মার্চ ২০১২ বনাম কেনিয়া
শেষ টি২০আই৫ জুলাই ২০১৩ বনাম কেনিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-বর্তমানস্কটল্যান্ড (জার্সি নং ১)
২০১২লিচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩২ ১০ ৮১
রানের সংখ্যা ৭৫৮ ১১৮ ২৯৫ ২,১৬৮
ব্যাটিং গড় ২৮.০৭ ১৯.৬৬ ১৬.৩৮ ৩৫.৫৪
১০০/৫০ ১/৪ ০/০ ১/০ ২/১০
সর্বোচ্চ রান ১৩৯* ২৬ ১০২ ১৩৯*
বল করেছে ১৩২ ১৩৮ ২৫২ ৬৩২
উইকেট ১৯
বোলিং গড় ২১.৬৬ ৪১.০০ ৪২.৫০ ৩৩.৪৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৩/২৬ ১/২৩ ৩/৬৭ ৩/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১৬/– ৬/– ১৮/– ৪৩/–
উৎস: espncricinfo, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

প্রিস্টন লুক মমসেন (জন্ম: ১৪ অক্টোবর, ১৯৮৭) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত স্কটল্যান্ডীয় ক্রিকেটার। স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তিনি। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিং করে থাকেন তিনি। `দ্য হিট' ডাকনামে পরিচিত প্রিস্টন মমসেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ার ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কোয়াজুলু-নাটালে অবস্থিত হিল্টন কলেজে অধ্যয়ন করেন। কলেজে অবস্থানকালে প্রথম একাদশের সদস্যসহ রাগবি দলেও প্রতিনিধিত্ব করেন তিনি। ২০০৬ সালের গ্রীষ্ম ও শীতকালীন মৌসুমে প্রশিক্ষণের উদ্দেশ্যে ক্রিকেট ও রাগবি বিষয়ে বৃত্তি নয়ে স্কটল্যান্ডের মোরে এলাকায় অবস্থিত গর্ডন্সটোন স্কুলে চলে যান। এ সময়েই তিনি স্কুলের প্রথম ছাত্র হিসেবে হাজার রান সংগ্রহ করেন।[] ফলশ্রুতিতে কেন্টের দ্বিতীয় একাদশে খেলার সুযোগ পান মমসেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১০ জুন, ২০১০ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বপ্রথম প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন।[]

২০১১ মৌসুমের পুরোটা সময় প্রথমবারের মতো স্কটল্যান্ড দলের পক্ষে খেলেন তিনি। স্কটল্যান্ডের সিবি৪০ দলে মনোনীত হন ও প্রথম সাত খেলায় দুইটি অর্ধ-শতকসহ ৬২.২০ গড়ে রান সংগ্রহ করেন।[] ঐ প্রতিযোগিতায় ৫৮.২৮ গড়ে ৪০৮ রান করেছিলেন তিনি। এরফলে স্কটল্যান্ড কর্তৃপক্ষ কর্তৃক তাকে পরের বছর খেলার জন্য পূর্ণকালীন চুক্তিতে আবদ্ধ করা হয়। কেন্ট ও নর্দাম্পটনশায়ার দল তাকে চুক্তিবদ্ধ করার ব্যাপারে উৎসাহিত হয়ে উঠে।[]

পূর্ণকালীন চুক্তিতে স্বাক্ষর করে ২০১২ সালের বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতিপর্বের অংশ হিসেবে মমসেন শীতকালীন সফরে দলের সাথে নামিবিয়া ও ভারত সফর করেন। তন্মধ্যে উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে ১৯২ বলে ১০২ রানের প্রথম আন্তর্জাতিক শতক লাভ করেন।

ক্রিকেট বিশ্বকাপ

[সম্পাদনা]

৯ জানুয়ারি, ২০১৫ তারিখে ক্রিকেট স্কটল্যান্ড কর্তৃপক্ষ মমসেনকে অধিনায়কত্বের দায়িত্ব প্রদান করে তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[] ২৩ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় ইংল্যান্ডের বিপক্ষে কাইল কোয়েতজারের সাথে ৪র্থ উইকেটে স্কটল্যান্ড দল ৬০ রান করেন যা বিশ্বকাপে দলের সর্বোচ্চ জুটি। খেলায় তিনি দায়িত্বশীল ২৬ রান করেন। এছাড়াও স্কটল্যান্ডের বিশ্বকাপের ইতিহাসে যে-কোন জুটিতে এ সংগ্রহটি চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।[] ঐ খেলায় তার দল ১১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Preston Scores 1000 runs[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. crick info
  3. Preston Mommsen's all-round talent attracting the English Counties
  4. "SCOTLAND NAME FINAL 15 MAN SQUAD FOR THE ICC CRICKET WORLD CUP 2015"। ৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  5. Jeswant, Bishen (২৩ ফেব্রুয়ারি ২০১৫)। "Scotland still on 0 World Cup wins"। espncricinfo। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৫