সেলেস্ট হোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলেস্ট হোম
Celeste Holm
১৯৫৫ সালে হোম
জন্ম(১৯১৭-০৪-২৯)২৯ এপ্রিল ১৯১৭
মৃত্যু১৫ জুলাই ২০১২(2012-07-15) (বয়স ৯৫)
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৩৭-২০১২
দাম্পত্য সঙ্গী
  • রাফ নেলসন
    (বি. ১৯৩৬; বিচ্ছেদ. ১৯৩৯)
  • ফ্রান্সিস ডেভিস
    (বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৪৫)
  • এ. শুইলার ডানিং
    (বি. ১৯৪৬; বিচ্ছেদ. ১৯৫৩)
  • ওয়েসলি অ্যাডি
    (বি. ১৯৬১; মৃ. ১৯৯৬)
  • ফ্রাঙ্ক বেসিল
    (বি. ২০০৪; মৃ. ২০১২)
সন্তান
পিতা-মাতাথিওডোর হোম (পিতা)
জঁ পার্ক (মাতা)
ওয়েবসাইটcelesteholm.com

সেলেস্ট হোম (ইংরেজি: Celeste Holm; ২৯শে এপ্রিল ১৯১৭ - ১৫ই জুলাই ২০১২)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি আমেরিকান থিয়েটার হল অব ফেমে ভূষিত হয়েছেন।

১৯৩৭ সালে হ্যামলেট মঞ্চনাটক দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র থ্রি লিটল গার্লস ইন ব্লু (১৯৪৬)। পরের বছর জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে তিনি কাম টু দ্য স্টেবল (১৯৪৯) ও অল অ্যাবাউট ইভ (১৯৫০) চলচ্চিত্রের অভিনয়ের জন্য আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। টেলিভিশনে তিনি ব্যাকস্টেয়ার্স অ্যাট দ্য হোয়াইট হাউজ নাটকে অভিনয়ের জন্য সীমিত ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সেলেস্ট হোম ১৯১৭ সালের ২৯শে এপ্রিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। সেলেস্ট তার পিতামাতার একমাত্র সন্তান ছিলেন। তার মাতা জিন পার্ক একজন মার্কিন পোট্রেট শিল্পী ও লেখক। তার পিতা থিওডর হোম একজন নরওয়েজীয় ব্যবসায়ী ছিলেন, যার কোম্পানি লন্ডনের লয়েডসকে নৌ সামগ্রী সরবরাহ করতেন।[১] তার পিতামাতার পেশার কারণে তিনি কৈশোরে প্রায়ই বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন এবং নেদারল্যান্ডস, ফ্রান্সমার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি শিকাগোর ইউনিভার্সিটি স্কুল ফর গার্লসে তার মাধ্যমিক শিক্ষা শুরু করেন এবং পরে ফ্রান্সিস ডাব্লিউ. পার্কার স্কুলে স্থানান্তরিত হন। পার্কার স্কুলে তিনি অসংখ্য বিদ্যালয়ের মঞ্চনাটকে অভিনয় করেন এবং ১৯৩৫ সালে সেখান থেকে পাস করেন। তিনি এরপর শিকাগো বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় ভর্তি হন এবং ১৯৩০-এর দশকের শেষভাগে মঞ্চ অভিনেত্রী হিসেবে পরিণত হন।[১]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

বছর সংস্থা বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৪৭ নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতি শ্রেষ্ঠ অভিনেত্রী জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট মনোনীত
১৯৪৭ গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী [২]
১৯৪৭ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী [৩]
১৯৪৯ কাম টু দ্য স্টেবল মনোনীত [৪]
১৯৫০ অল অ্যাবাউট ইভ মনোনীত [৫]
১৯৬৭ প্রাইমটাইম এমি পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনয় - একক ইনসাইট মনোনীত
১৯৭৮ সেরা পার্শ্ব অভিনেত্রী - সীমিত ধারাবাহিক ব্যাকস্টেয়ার্স অ্যাট দ্য হোয়াইট হাউজ মনোনীত [৬]
১৯৮৭ ডেটাইম এমি পুরস্কার নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী লাভিং মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Celeste Holm, Witty Character Actress, Is Dead at 95"নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮ 
  2. "Winners & Nominees 1948"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  3. "The 20th Academy Awards (1948) Nominees and Winners"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  4. "The 22nd Academy Awards (1950) Nominees and Winners"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  5. "The 23nd Academy Awards (1951) Nominees and Winners"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  6. "31st Primetime Emmys Nominees and Winners – Outstanding Supporting Actress in a Limited Series or a Special"এমিস (ইংরেজি ভাষায়)। একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]