মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুর
মিরপুর | |
---|---|
ইউনিয়ন | |
৩নং মিরপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৭′২৪.০০০″ উত্তর ৯১°৩৮′৩৯.৯৯৮″ পূর্ব / ২৪.৭৯০০০০০০° উত্তর ৯১.৬৪৪৪৪৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
উপজেলা | জগন্নাথপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ মাহবুবুল হক শেরীন |
আয়তন | |
• মোট | ২৮ বর্গকিমি (১১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৩৬৪ |
• জনঘনত্ব | ৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৫৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৪৭ ৪৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মিরপুর ইউনিয়ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এর আয়তন ২৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২১,৩৬৪।[১]
ইতিহাস
[সম্পাদনা]মিরপুর ইউনিয়ন ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ৮টি ইউনিয়নের মধ্যে ৩নং মিরপুর ইউনিয়ন উপজেলার উত্তর-পূর্ব অংশে অবস্থিত। জন্মলগ্ন থেকে মিরপুর ইউনিয়ন মিরপুর গ্রামের নামে প্রতিষ্ঠালাভ করে। জামাইকাটা হাওরের ধান ও মাছ উৎপাদনে মিরপুর ইউনিয়নের ভূমিকা অপরিসীম। উল্লেখ্য যে, এ ইউনিয়নটি প্রবাসী অধ্যূষিত। অধিকাংশ লোকই প্রবাসে অবস্থান করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র বিশিষ্ট রাজনীতিবিদ সাদমান খান এর পৈত্রিক নিবাস মিরপুর । মিরপুর ইউনিয়ন অবস্থান ও জনপদ জনিত বিষয়ে, শিক্ষা এবং নগরায়নের ফলে পৌরসভার মত এলাকা । ভবিষ্যৎ পরিবর্তী পরিকল্পনায় সরকার চাইলে রাষ্ট্রীয় ঘোষণায় মিরপুর পৌরসভায় রূপান্তর হওয়ার মত যোগ্যতা রয়েছে মিরপুর ইউনিয়নের ।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]জগন্নাথপুর উপজেলার উত্তর-পূর্বে মিরপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এই ইউনিয়নের পূর্বে সিলেটের বিশ্বনাথ উপজেলা, পশ্চিমে পাটলী ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভা, উত্তরে ছাতক উপজেলা এবং দক্ষিণে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]- ৯টি ওয়ার্ড
- ২৮টি গ্রাম
- ২০টি মৌজা
ভাষা ও সংস্কৃতি
[সম্পাদনা]অত্র ইউনিয়নের লোকজন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। মিরপুর সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি অঞ্চল।
দর্শনীয় স্থানসমূহ
[সম্পাদনা]- মিরপুর ইউনিয়নের বাজারগুলো হল মিরপুর বাজার, শ্রীরামসী বাজার, কেউনবাড়ি বাজার ও লামাটুকের বাজার।
- আটঘর গ্রামের প্রবেশ পথে হযরত শাহ্ সামসুদ্দিন বিহারী (র.) মাজার গেইট এবং ভিতরে মাজার ও শাহ্ সামসুদ্দিন বিহারী (র.) এর পুত্র শাহ্ জিয়া উদ্দিন (র.) এর খননকৃত দিঘী ।
- ৮ জন তালুকদারের সংখ্যায় নামকরণকৃত গ্রাম আটঘর । তালুকদারগণ যথাক্রমে : চান্দ খাঁ, মাহতাব খাঁন মাতাব্দী, বাজিত খাঁ, মহব্বত খাঁ, শরীফ খাঁ, শেখ ক্বিয়াম, শেখ হবিব, পিয়ার সাধক ।
- শ্রীরামসী গ্রামে ৭১ গণহত্যার স্মৃতিস্থান
- জামাইকাটা হাওর
- অন্যান্য
নদ-নদী ও হাওর
[সম্পাদনা]মিরপুর ইউনিয়নে রয়েছে আটঘর গ্রামের ঐতিহ্যঘেষা সুবিশাল জামাইকাটা হাওর। আটঘর গ্রামের উত্তরে এবং গড়গড়িয়া গ্রামের দক্ষিণ দিকে দুই গ্রামের পাশ দিয়ে আশা নদীর অবস্থান । আটঘর গ্রামের মাঠের পূর্ব সাইডে রত্না খাল অবস্থিত । এছাড়া অন্যান্য এলাকায় রয়েছে যোগনী খাল, মেঘাখালী খাল ও বিন্নাটেকির খাল ।
মাজার দরগাহ
[সম্পাদনা]হযরত শাহ্ জালাল (র.) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম একজন -
- হযরত শাহ্ সামসুদ্দিন বিহারী (র.) এর মাজার, মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামে অবস্থিত ।
- হযরত সুফি ততবীর শাহ (রহ:) এর মাজার শরীফ.
মিরপুর ইউনিয়নের গড়গড়ী মৌজার গৌয়ারপাড় গ্রামে অবস্থিত ...
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ
- মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
- লামাটুকের বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমরাতৈল নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গড়গড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রতিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মশাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁদবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসা
- শ্রীরামসী হাফিজিয়া মাদ্রাসা
- শ্রীরামসী মহিলা মাদ্রাসা
- নাছিরপুর কওমী মাদ্রাসা
- বড় কাপন ইমদাদুল উলুম মাদ্রাসা
- লহরী মাদ্রাসা
- অন্যান্য
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মীরপুর ইউনিয়ন"। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।