বিষয়বস্তুতে চলুন

মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুর

স্থানাঙ্ক: ২৪°৪৭′২৪.০০০″ উত্তর ৯১°৩৮′৩৯.৯৯৮″ পূর্ব / ২৪.৭৯০০০০০০° উত্তর ৯১.৬৪৪৪৪৩৮৯° পূর্ব / 24.79000000; 91.64444389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিরপুর
ইউনিয়ন
৩নং মিরপুর ইউনিয়ন পরিষদ
মিরপুর সিলেট বিভাগ-এ অবস্থিত
মিরপুর
মিরপুর
মিরপুর বাংলাদেশ-এ অবস্থিত
মিরপুর
মিরপুর
বাংলাদেশে মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৭′২৪.০০০″ উত্তর ৯১°৩৮′৩৯.৯৯৮″ পূর্ব / ২৪.৭৯০০০০০০° উত্তর ৯১.৬৪৪৪৪৩৮৯° পূর্ব / 24.79000000; 91.64444389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
উপজেলাজগন্নাথপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ মাহবুবুল হক শেরীন
আয়তন
 • মোট২৮ বর্গকিমি (১১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২১,৩৬৪
 • জনঘনত্ব৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.৫৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯০ ৪৭ ৪৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মিরপুর ইউনিয়ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এর আয়তন ২৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২১,৩৬৪।[]

ইতিহাস

[সম্পাদনা]

মিরপুর ইউনিয়ন ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ৮টি ইউনিয়নের মধ্যে ৩নং মিরপুর ইউনিয়ন উপজেলার উত্তর-পূর্ব অংশে অবস্থিত। জন্মলগ্ন থেকে মিরপুর ইউনিয়ন মিরপুর গ্রামের নামে প্রতিষ্ঠালাভ করে। জামাইকাটা হাওরের ধান ও মাছ উৎপাদনে মিরপুর ইউনিয়নের ভূমিকা অপরিসীম। উল্লেখ্য যে, এ ইউনিয়নটি প্রবাসী অধ্যূষিত। অধিকাংশ লোকই প্রবাসে অবস্থান করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র বিশিষ্ট রাজনীতিবিদ সাদমান খান এর পৈত্রিক নিবাস মিরপুর । মিরপুর ইউনিয়ন অবস্থান ও জনপদ জনিত বিষয়ে, শিক্ষা এবং নগরায়নের ফলে পৌরসভার মত এলাকা । ভবিষ্যৎ পরিবর্তী পরিকল্পনায় সরকার চাইলে রাষ্ট্রীয় ঘোষণায় মিরপুর পৌরসভায় রূপান্তর হওয়ার মত যোগ্যতা রয়েছে মিরপুর ইউনিয়নের ।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

জগন্নাথপুর উপজেলার উত্তর-পূর্বে মিরপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এই ইউনিয়নের পূর্বে সিলেটের বিশ্বনাথ উপজেলা, পশ্চিমে পাটলী ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভা, উত্তরে ছাতক উপজেলা এবং দক্ষিণে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]
  • ৯টি ওয়ার্ড
  • ২৮টি গ্রাম
  • ২০টি মৌজা

ভাষা ও সংস্কৃতি

[সম্পাদনা]

অত্র ইউনিয়নের লোকজন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। মিরপুর সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি অঞ্চল।

দর্শনীয় স্থানসমূহ

[সম্পাদনা]
  • মিরপুর ইউনিয়নের বাজারগুলো হল মিরপুর বাজার, শ্রীরামসী বাজার, কেউনবাড়ি বাজার ও লামাটুকের বাজার।
  • আটঘর গ্রামের প্রবেশ পথে হযরত শাহ্ সামসুদ্দিন বিহারী (র.) মাজার গেইট এবং ভিতরে মাজার ও শাহ্ সামসুদ্দিন বিহারী (র.) এর পুত্র শাহ্ জিয়া উদ্দিন (র.) এর খননকৃত দিঘী ।
  • ৮ জন তালুকদারের সংখ্যায় নামকরণকৃত গ্রাম আটঘর । তালুকদারগণ যথাক্রমে : চান্দ খাঁ, মাহতাব খাঁন মাতাব্দী, বাজিত খাঁ, মহব্বত খাঁ, শরীফ খাঁ, শেখ ক্বিয়াম, শেখ হবিব, পিয়ার সাধক ।
  • শ্রীরামসী গ্রামে ৭১ গণহত্যার স্মৃতিস্থান
  • জামাইকাটা হাওর
  • অন্যান্য

নদ-নদী ও হাওর

[সম্পাদনা]

মিরপুর ইউনিয়নে রয়েছে আটঘর গ্রামের ঐতিহ্যঘেষা সুবিশাল জামাইকাটা হাওর। আটঘর গ্রামের উত্তরে এবং গড়গড়িয়া গ্রামের দক্ষিণ দিকে দুই গ্রামের পাশ দিয়ে আশা নদীর অবস্থান । আটঘর গ্রামের মাঠের পূর্ব সাইডে রত্না খাল অবস্থিত । এছাড়া অন্যান্য এলাকায় রয়েছে যোগনী খাল, মেঘাখালী খাল ও বিন্নাটেকির খাল ।

মাজার দরগাহ

[সম্পাদনা]

হযরত শাহ্ জালাল (র.) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম একজন -

  • হযরত শাহ্ সামসুদ্দিন বিহারী (র.) এর মাজার, মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামে অবস্থিত ।


  • হযরত সুফি ততবীর শাহ (রহ:) এর মাজার শরীফ.

মিরপুর ইউনিয়নের গড়গড়ী মৌজার গৌয়ারপাড় গ্রামে অবস্থিত ...

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  • শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ
  • মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
  • লামাটুকের বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমরাতৈল নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গড়গড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রতিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মশাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁদবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসা
  • শ্রীরামসী হাফিজিয়া মাদ্রাসা
  • শ্রীরামসী মহিলা মাদ্রাসা
  • নাছিরপুর কওমী মাদ্রাসা
  • বড় কাপন ইমদাদুল উলুম মাদ্রাসা
  • লহরী মাদ্রাসা
  • অন্যান্য

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মীরপুর ইউনিয়ন"। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮