চিলাউড়া হলদিপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪৪′৪৬.০০০″ উত্তর ৯১°২৯′৮.০০২″ পূর্ব / ২৪.৭৪৬১১১১১° উত্তর ৯১.৪৮৫৫৫৬১১° পূর্ব / 24.74611111; 91.48555611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিলাউড়া হলদিপুর
ইউনিয়ন
৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ
বাংলাদেশে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অবস্থান
বাংলাদেশে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অবস্থান
চিলাউড়া হলদিপুর সিলেট বিভাগ-এ অবস্থিত
চিলাউড়া হলদিপুর
চিলাউড়া হলদিপুর
চিলাউড়া হলদিপুর বাংলাদেশ-এ অবস্থিত
চিলাউড়া হলদিপুর
চিলাউড়া হলদিপুর
বাংলাদেশে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৪৬.০০০″ উত্তর ৯১°২৯′৮.০০২″ পূর্ব / ২৪.৭৪৬১১১১১° উত্তর ৯১.৪৮৫৫৫৬১১° পূর্ব / 24.74611111; 91.48555611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
উপজেলাজগন্নাথপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ আরশ মিয়া
আয়তন
 • মোট১৫,১৬৮ বর্গকিমি (৫,৮৫৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৪,৫০৮
 • জনঘনত্ব২.৩/বর্গকিমি (৫.৯/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.৬৮
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড[১]
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯০ ৪৭ ১৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বাংলাদেশ রাষ্ট্রের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর উপজেলার একটি প্রশাসনিক ইউনিট।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের পূর্ব ও দক্ষিণে রানীগঞ্জ ইউনিয়ন পূর্বে জগন্নাথপুর পৌরসভা, পশ্চিমে দিরাই উপজেলা, রানীগঞ্জ ইউনিয়ন উত্তরে কলকলিয়া ইউনিয়ন[২]

ইতিহাস[সম্পাদনা]

জগন্নাথপুর উপজেলার পশ্চিম অংশে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথপুর উপজেলার সাবেক ০৯ টি বর্তমান ০৮ টি ইউনিয়নের মধ্যে ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ। চিলাউড়া গ্রামে প্রাচিন কালে লোকবসতি গড়ে উঠেছিল জগন্নাথপুরের বর্তমান চিলাউড়া নামকরণটি আনুমানিক দ্বাদশ শতাব্দীতে হয়েছিল প্রাচীন কিছু নথিপত্র থেকে জানা যায় কিছু তাবলীগ জামাতের লোক ইসলামের দাওয়াত দিতে গিয়ে এই গ্রামে এসেছিলো এবং তাদের ৪০ দিনের একটি চিল্লা ছিল সেই চিল্লা থেকেই চিলাউড়া গ্রাম নামকরণকরা হয়েছিল। সেই সময় জগন্নাথপুর সংলগ্ন পেরুয়া রাজা পান্ডুয়া রাজ্য অবস্থিত ছিল । বঙ্গের সে সময়কার রাজা বল্লাল সেন কর্তৃক বঙ্গ থেকে বিতাড়িত ব্রাহ্মণদেরকে রাজা বিজয় মাণিক্য লাউড় রাজ্য সহ জগন্নাথপুরে পান্ডুয়া রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় সাতশত বাহ্মণ পরিবারকে আশ্রয় প্রদান করেন । সে সময় চিলাউড়ায় আট পরিবার বাহ্মণ আশ্রিত হন । চিলাউড়া গ্রামের যে স্থানে আট পরিবার বাহ্মণ বাস করতেন সে স্থান আট ঘর নামে পরিচিত হয়।[৩] যাহা এখন আটঘর পাড়া নামে অবহিত হচ্ছে । এ ইউনিয়নটি হলদিপুর ইউনিয়ন হিসাবে জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তী কালে চিলাউড়া গ্রামের মো: আব্দুল গফুর সাথে আরও দুজন হারুনুর রশিদ, মাওলানা মনোয়ার আলম বাংলাদেশ হাইকোর্টে রীট পিটিশন করলে, মহামন্য হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ইউনিয়নটি হলদিপুরের সাথে চিলাউড়া নাম যুক্তে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ নাম ধারণ করে। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নলুয়া ও মইয়ার হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যদিয়ে অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। [২][৩]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ
ক্রমিক নং নাম পদবী
মোহাম্মদ আরশ মিয়া চেয়ারম্যান
ওয়ার্ড মোঃ সুজাত মিয়া সদস্য
ওয়ার্ড রনধীর কান্তি দাস সদস্য
ওয়ার্ড মোঃ হিরা মিয়া সদস্য
ওয়ার্ড মো: বাবুল মাহমুদ সদস্য
ওয়ার্ড মোঃ রুবেল মিয়া সদস্য
ওয়ার্ড মোঃ সুলতান আহমদ সদস্য
ওয়ার্ড মোঃ টাকন মিয়া সদস্য
ওয়ার্ড মোঃ ইকবাল হোসেন সদস্য
ওয়ার্ড মোঃ জুয়েল মিয়া সদস্য
মহিলা সদস্য
ওয়ার্ড রাফিয়া বেগম সদস্য
ওয়ার্ড অজ্ঞাত সদস্য
ওয়ার্ড অজ্ঞাত সদস্য

[২]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাপিডিয়া
  2. http://chilauraholdipurup.sunamganj.gov.bd/
  3. সিলেট বিভাগের ইতিবৃত্ত: প্রাচীন ইতিহাসে সিলেট বিভাগ নিবন্ধ, মোহাম্মদ মুমিনুল হক, গ্রন্থ প্রকাশকাল: সেপ্টেম্বর ২০০১; পৃষ্ঠা ৩৩।