জাউয়া বাজার ইউনিয়ন
জাউয়া বাজার | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে জাউয়া বাজার ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৬′২.০০০″ উত্তর ৯১°৩১′৫৫.৯৯৯″ পূর্ব / ২৪.৯৩৩৮৮৮৮৯° উত্তর ৯১.৫৩২২২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
উপজেলা | ছাতক উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল হক |
আয়তন | |
• মোট | ৩৭.৭০ বর্গকিমি (১৪.৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৪৯,৬৬১ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ২৩ ৫২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
জাউয়া বাজার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
এ ইউনিয়নের পূর্বে দক্ষিণ খুরমা ইউনিয়ন, পশ্চিমে পূর্ব পাগলা ইউনিয়ন, উত্তরে চরমহল্লা ইউনিয়ন ও পান্ডারগাঁও ইউনিয়ন, দক্ষিণে সিংচাপইর ইউনিয়ন ও ভাতগাঁও ইউনিয়ন।
ইতিহাস[সম্পাদনা]
জাউয়া বাজার
ওয়ার্ড/গ্রাম সমূহ[সম্পাদনা]
- সুড়িগাও
- কপলা
- মোগলগাও
- সুরুজপুর
- তারাপুর
- বাদেশ্বরী
- বানায়ত
- উত্তর বড়কাপন
- দক্ষিণ বড়কাপন
- টুকেরগাও
- বাগারাই
- খারাই
- পাটলী
- ছিফতনগর
- দেওকাপন
- কাইতকোনা
- সাদারাই
- গনিপুর
- রহিমপুর
- হরিপুর
- দেবেরগাও
- ঠারচৌকা
- মুলতানপুর
- শাসন
- পাইগাঁও
- ঝামক
- লক্ষমসোম
- জাউয়া
- খিদ্রাকাপন
- হাবিদপুর
- বিনন্দপুর
- কৈতক
- দৌলতপুর
- রাউলী
- আগিজাল
- সাউদেরগাঁও
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
এ ইউনিয়েনের আয়তন প্রায় ৩৭.৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৯,৬৬১ জন (পুরুষ: ২৪,৮৩১ জন ও নারী: ২৪,৮৩০ জন)
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার ৪০% (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
- জাউয়া বাজার ডিগ্রি কলেজ
- পাইগাও দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়
- বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা-ই তানজিমুস সুন্নাহ বাদেশ্বড়ী তারাপুর
- বড়কাপন ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা
- জাউয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসা
- হোয়াইট বার্ড একাডেমি, বড়কাপন বাজার
- বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিদ্রাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]
জেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো। সিলেট, সুনামগঞ্জ ও ছাতকের মাঝামাঝি অবস্থান করায় আঞ্চলিক মহাসড়ক ইউনিয়নের মধ্য দিয়েই অতিক্রম করেছে। শুষ্ক মৌসুমে সিএনজি চালিত অটো, ব্যাটারী চালিত অটোরিক্সাসহ সবধরনের যানবাহনের সুবিধা রয়েছে। বর্ষায় অন্যসব যানবাহনের পাশাপাশি নৌকা রয়েছে।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- আব্দুল হক
চেয়ারম্যানগণের তালিকা
খাল ও নদী[সম্পাদনা]
বোকা নদী, কুড়িবিল, দেখার হাওর।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- কুড়ি বিল
নৌ ও সড়ক পথে যাওয়া যায়
- দেখার হাওর, বড়কাপন
বড়কাপন গ্রাম থেকে নৌকা দিয়ে দেখার হাওরে যাতায়াত করা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "জাউয়া বাজার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ছাতক উপজেলা"। বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |