বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (২০১০-১৯)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৬০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৩ |
ওয়েবসাইট | banglaacademy |
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।[১] ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত এই পুরস্কার প্রাপ্তরা হলেন:
২০১০ সাল[সম্পাদনা]
২০১০ সালে ৬ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পেয়েছেন-
- রুবি রহমান (কবিতা)
- নাসির আহমেদ (কবিতা)
- বুলবুল চৌধুরী (কথাসাহিত্য)
- ড. অজয় রায় (বিজ্ঞান ও প্রযুক্তি)
- অধ্যাপক খান সারওয়ার মুরশিদ (প্রবন্ধ ও গবেষণা)
- শাহজাহান কিবরিয়া (শিশুসাহিত্য)
২০১১ সাল[সম্পাদনা]
২০১১ সালে ৯টি বিভাগে এই পুরস্কার দেয়া হয় এবং উপযুক্ত নাট্যকার কাউকে পাওয়া না যাওয়ায় এই বিভাগে পুরস্কার দেয়া হয়নি।[২]
- কামাল চৌধুরী (কবিতা)
- অসীম সাহা (কবিতা)
- আবদুল্লাহ আবু সায়ীদ (প্রবন্ধ)
- অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ (গবেষণা)
- খলিকুজ্জামান ইলিয়াস (অনুবাদ)
- বেলাল মোহাম্মদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- আনিসুল হক (কথাসাহিত্য)
- বরেণ চক্রবর্তী (ভ্রমণ সাহিত্য)
- আখতার হুসেন (শিশুসাহিত্য)
- আলী আজগর (বিজ্ঞান ও প্রযুক্তি)
২০১২ সাল[সম্পাদনা]
- আবিদ আনোয়ার (কবিতা)
- সানাউল হক খান (কবিতা)
- হরিশংকর জলদাস (কথাসাহিত্য)
- সনৎকুমার সাহা (প্রবন্ধ)
- খোন্দকার সিরাজুল হক (গবেষণা)
- ফকরুল আলম (অনুবাদ)
- মাহবুব আলম (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- তপন চক্রবর্তী (বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ)
- মাহবুব তালুকদার (শিশুসাহিত্য)[৩]
২০১৩ সাল[সম্পাদনা]
- হেলাল হাফিজ (কবিতা),
- পূরবী বসু (কথাসাহিত্য),
- মফিদুল হক (প্রবন্ধ),
- জামিল চৌধুরী (গবেষণা),
- প্রভাংশু ত্রিপুরা (গবেষণা),
- কায়সার হামিদুল হক (অনুবাদ),
- হারুন হাবীব (মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য),
- মাহফুজুর রহমান (আত্মজীবনী),
- শহীদুল হক (বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ),
- কাইজার চৌধুরী (শিশু সাহিত্য ও ছড়া),
- আসলাম সানী (শিশু সাহিত্য ও ছড়া)।[৪]
২০১৪ সাল[সম্পাদনা]
- শিহাব সরকার (কবিতা)
- জাকির তালুকদার (কথাসাহিত্য)
- শান্তনু কায়সার (প্রবন্ধ)
- ভূঁইয়া ইকবাল (গবেষণা)
- আবু মো. দেলোয়ার হোসেন (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- মঈনুস সুলতান (ভ্রমণকাহিনী)
- খালেক বিন জয়েন উদ্দীন (শিশুসাহিত্য)[৫]
২০১৫ সাল[সম্পাদনা]
২০১৬ সালের ২৮ জানুয়ারি তারিখে ২০১৫ সালের জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়, যা নিম্নোক্ত ১১ জন সাহিত্যিককে প্রদান করা হয়েছেঃ[৬]
- আলতাফ হোসেন (কবিতা);
- শাহীন আখতার (কথাসাহিত্য);
- আবুল মোমেন (প্রবন্ধ);
- ড. আতিউর রহমান (প্রবন্ধ)
- মনিরুজ্জামান (গবেষণা);
- আব্দুস সেলিম (অনুবাদ);
- তাজুল মোহম্মদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)[৭]
- ফারুক চৌধুরী (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী);
- মাসুম রেজা (নাটক);
- শরীফ খান (বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ) এবং
- সুজন বড়ুয়া (শিশুসাহিত্য)।
২০১৬ সাল[সম্পাদনা]
২৩ জানুয়ারি ২০১৭ বাংলা একাডেমি পুরস্কার-২০১৬ ঘোষণা করা হয়।[৮]
- কবি আবু হাসান শাহরিয়ার (কবিতা)
- শাহাদুজ্জামান (কথাসাহিত্য)
- মোরশেদ শফিউল হাসান (প্রবন্ধ ও গবেষণা)
- অধ্যাপক নিয়াজ জামান (অনুবাদে)
- এম এ হাসান (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- নূরজাহান বোস (আত্মজীবনী/স্মৃতিকথা/ ভ্রমণ)
- রাশেদ রউফ (শিশুসাহিত্য)
২০১৭ সাল[সম্পাদনা]
২০১৮ সালের ২৭ জানুয়ারি তারিখে ২০১৭ সালের জন্য বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়[৯][১০], যা নিম্নোক্ত ১২ জন লেখককে প্রদান করা হয়েছেঃ
- মোহাম্মদ সাদিক (কবিতা)
- মারুফুল ইসলাম (কবিতা)
- মামুন হুসাইন (কথাসাহিত্য)
- অধ্যাপক মাহবুবুল হক (প্রবন্ধ)
- অধ্যাপক রফিকউল্লাহ্ খান (গবেষণা)
- আমিনুল ইসলাম ভুঁইয়া (অনুবাদ)
- মেজর কামরুল হাসান ভূঁইয়া (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- শাকুর মজিদ (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ)
- মলয় ভৌমিক (নাটক)
- মোশতাক আহমেদ ( বৈজ্ঞানিক কল্পকাহিনী)
- ঝর্ণা দাশ পুরকায়স্থ (শিশুসাহিত্য)
২০১৮[সম্পাদনা]
২০১৯ সালের ২৮ জানুয়ারি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়। প্রতি বছর বাংলা সাহিত্যের ১০টি শাখায় অবদানের জন্য পুরস্কার দেওয়া হলেও এ বছর ৪ জনকে পুরস্কার প্রদান করা হয়।[১১][১২][১৩] ৪ জন লেখক হলেন:
- মোহিত কামাল (কথাসাহিত্য)
- আফসান চৌধুরী (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- কাজী রোজী (কবিতা)
- সৈয়দ মোহাম্মদ শাহেদ (প্রবন্ধ ও গবেষণা)
২০১৯[সম্পাদনা]
২০২০ সালের ২৩ জানুয়ারি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়। প্রতি বছর বাংলা সাহিত্যের ১০টি শাখায় অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। এ বছর ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।[১৪][১৫] ১০ জন লেখক হলেন:
- মাকিদ হায়দার (কবিতা)
- ওয়াসি আহমেদ (কথাসাহিত্য)
- স্বরোচিষ সরকার (প্রবন্ধ)
- খায়রুল আলম সবুজ (অনুবাদ)
- রফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)
- ফারুক মঈনউদ্দীন (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনি)
- রতন সিদ্দিকী (নাটক)
- নাদিরা মজুমদার (বিজ্ঞান/কল্পবিজ্ঞান)
- রহীম শাহ (শিশুসাহিত্য)
- সাইমন জাকারিয়া (ফোকলোর)।
আরও দেখুন[সম্পাদনা]
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০-৬৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০-৭৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০-৮৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯০-৯৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০০-০৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০-১৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২০-২৯)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১৮ ফেব্রুয়ারি ২০১২। ২০১৭-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৬।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি ২০১৩। ২০১৩-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৬।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ১৯ জানুয়ারি ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। দৈনিক সমকাল। ৩০ জানুয়ারি ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৬।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১১ জন"। দৈনিক প্রথম আলো। ২৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৬।
- ↑ "বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় তাজুলকে সংবর্ধনা"। দৈনিক ভোরের কাগজ। ২১ মার্চ ২০১৬। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৬।
- ↑ "বাংলা একাডেমি পুরস্কার পেলেন ৭ জন"। দৈনিক প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
- ↑ "মোহাম্মদ সাদিকসহ ১২ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ জানুয়ারি ২০১৮। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "এবার যারা পেলেন বাংলা একাডেমি পুরস্কার"। কালের কণ্ঠ। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন চারজন"। ইত্তেফাক। ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮' ঘোষণা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ ডটকম, নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন আফসান চৌধুরীসহ ৪ জন"। বিডিনিউজ২৪.কম। ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলা-একাডেমি-সাহিত্য-পুরস্কার-২০১৯-ঘোষণা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"। banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।