সনৎ কুমার সাহা
সনৎ কুমার সাহা | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ ![]() |
পেশা | লেখক, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | বাংলা একাডেমী পুরস্কার (২০১২), একুশে পদক ২০১৫ |
সনৎ কুমার সাহা (জন্ম: ১৯৪১) আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।
জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]
জন্ম ১৯৪১ সাল। তিনি চিরকুমার ।
শিক্ষা জীবন[সম্পাদনা]
সনৎ কুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লন্ডনের স্কুল ও অব ইকোনমিক্স-এ পড়ালেখা করেছেন ।
কর্মজীবন[সম্পাদনা]
সনৎকুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট রবীন্দ্র গবেষক।[১] ২০০৬ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন । ২০১০ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য । তিনি ১১ই ডিসেম্বর ২০২১ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে অধিষ্ঠিত আছেন।
প্রকাশিত গ্রন্থসমূহ[সম্পাদনা]
- সমাজ সংসার কলরব,
- কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ
- পুরানো জানিয়া
- রবীন্দ্রনাথ ঃ তাঁর আলোয় তাঁর ছায়ায়
- সম্পদে-সংকটে অর্থনীতির ইতিহাস,চর্চা ও
প্রয়োগ
পুরস্কার[সম্পাদনা]
প্রবন্ধ রচনায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার[২] এবং ২০১৫ সালে একুশে পদক[৩] লাভ করেন। অধ্যপক সনৎ কুমার সাহা কে ২০১৫ সালে বাংলাদেশ সরকার একুশে পদকে ভুষিত করেন। প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৭ । এছাড়া বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি বিভিন্ন সময় ।
তথ্যসূত্র[সম্পাদনা]

- ↑ অনুপ সাদি সম্পাদিত, বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ, কথাপ্রকাশ ঢাকা, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-২৩৫।
- ↑ BanglaNews24.com। "bangla news and entertainment 24x7 - banglanews24.com"। ২৪ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "একুশে পদক পাচ্ছেন ১৫ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ০৮, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)