আফসান চৌধুরী
আফসান চৌধুরী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পরিচিতির কারণ | গবেষক, কলাম লেখক |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮) |
আফসান চৌধুরী (জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯৫২) একজন বাংলাদেশি সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক।[১] বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[২]
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
আফসান চৌধুরী ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।[১] শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর তিনি সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশের ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ার, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেন।[১] পরবর্তীতে তিনি শিক্ষকতায় পেশায় যোগ দেন এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষকতা করছেন।[৩]
সাহিত্য[সম্পাদনা]
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রামাণিক গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র প্রণয়নের সময় তিনি এই প্রকল্পে কাজ করেন।[১] এছাড়াও স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘তাহাদের কথা’ নামে একটি ভিডিও প্রামাণ্যচিত্র তৈরি করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- বাংলাদেশ ১৯৭১ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা)
- বিশ্বাসঘাতকগণ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা উপন্যাস)
- আফসান চৌধুরীর গল্প
- কনভার্সেশন উইথ সোলেমান (কবিতা - ইংরেজিতে প্রকাশিত)
মামলা[সম্পাদনা]
২০১৭ সালে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী তথ্যপ্রযুক্তি আইনে আফসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।[৪] পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এছাড়াও একই বছর, ফেসবুকে করা তাঁর আরও একটি মন্তব্যের জন্য তাঁকে উকিল নোটিশ পাঠানো হয়।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "আফসান চৌধুরী"। এনটিভি। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "কাজী রোজীসহ বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৪ জন"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "'Gramer Ekattor' attempts giving Liberation War's complete picture: Professor Afsan"। BRAC University। 27 March, 2019। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "আফসান চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ"। বাংলানিউজ২৪কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "আফসান চৌধুরীকে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।