মাকিদ হায়দার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাকিদ হায়দার বাংলাদেশী লেখক,কবি ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত। [১]

মাকিদ হায়দার
জন্ম২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সাল
পাবনা
পেশালেখক,কবি
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

শৈশব ও পড়ালেখা[সম্পাদনা]

মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্থানের পাবনা জেলার দোহারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন।[২] বাবা মায়ের সাত ছেলে ও সাত মেয়ে। তিনি ছেলেদের মধ্যে ষষ্ঠ । তার ভাই রশীদ হায়দার, জিয়া হায়দারদাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই দেশের সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত। [৩]

কর্মজীবন[সম্পাদনা]

লেখা[সম্পাদনা]

  • রোদে ভিজে বাড়ি ফেরা
  • আপন আঁধারে একদিন
  • রবীন্দ্রনাথ: নদীগুলা
  • বাংলাদেশের প্রেমের কবিতা
  • যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে
  • কফিনের লোকটা
  • ও প্রার্থ ও প্রতিম
  • প্রিয় রোকানালী
  • মমুর সাথে সারা দুপুর

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]