আব্দুস সেলিম
অধ্যাপক আব্দুস সেলিম | |
---|---|
![]() | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯ সেপ্টেম্বর ১৯৪৫ চুয়াডাঙ্গা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
জাতীয়তা | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় করাচী বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় এক্সিটার বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (২০১৫) |
আব্দুস সেলিম (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৪৫) বাংলাদেশের শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক। অনুবাদ সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[১][২] তার ইংরেজি অনুবাদে Binodini ইয়েল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। তিনি বর্তমানে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির ইংরেজি ভাষা-সাহিত্য বিভাগের অনুষদ সদস্য।[৩]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
আব্দুস সেলিম ১৯ সেপ্টেম্বর ১৯৪৫ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পড়াশুনা করাচী বিশ্ববিদ্যালয়, এক্সিটার বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে।[৪]
কর্মজীবন[সম্পাদনা]
আব্দুস সেলিম পেশায় ইংরেজি ভাষা ও ভাষাতত্ত্বের অধ্যাপক। তিনি লিবিয়ার টিচার্স ট্রেনিং কলেজের পাশাপাশি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে শিক্ষকতা করেছেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে তিনি অনুষদ সদস্য ছিলেন। তিনি রামেন্দু মজুমদারের থিয়েটার স্কুলে থিয়েটারের নন্দনতত্ত্ব শেখান । তিনি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সহসভাপতি এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার অনূদিত অধিকাংশ নাটকই পরিচালনা করেছেন আতাউর রহমান। তার ইংরেজি অনুবাদে Binodini ইয়েল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।[৪]
গ্রন্থ[সম্পাদনা]
আব্দুস সেলিম ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অসংখ্য কবিতা, প্রবন্ধ এবং ছোটগল্প অনুবাদ করেছেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:[৫]
- ’গ্যালিলিও’
- ’হিম্মতী মা’
- ‘গোলমাথা চোখামাথা’
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১৫)
- শহীদ মুনির চৌধুরী পদক ( ২০১০)
- লোকনাট্যদল স্বর্ণপদক (২০১৯)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ "11 honoured with Bangla Academy awards"। দ্য ডেইলি স্টার। ২৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ "Faculty Members of the Department of English Language-Literature"। cwu.edu.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "A Scholar's Paeans to a Martyr"। দ্য ডেইলি স্টার। ২৬ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ Sabira Manir। "Foreign plays in Bangla, Abdus Selim speaks of his passion"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ১৯৪৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- চুয়াডাঙ্গা জেলার ব্যক্তি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী পুরুষ লেখক
- বাংলাদেশী শিক্ষায়তনিক
- বাংলাদেশী অনুবাদক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- এক্সিটার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাঙালি লেখক