শাহাদুজ্জামান
শাহাদুজ্জামান | |
---|---|
জন্ম | ১৯৬০ |
পেশা | অধ্যাপক, লেখক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশি |
শিক্ষা | পিএইচডি (চিকিৎসা নৃবিজ্ঞান) |
শিক্ষা প্রতিষ্ঠান | ঢাকা বিশ্ববিদ্যালয় আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় |
সময়কাল | আধুনিক |
ধরন | গল্প, উপন্যাস |
উল্লেখযোগ্য রচনাবলি |
|
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৬) |
সক্রিয় বছর | ১৯৯৬-বর্তমান |
শাহাদুজ্জামান (জন্ম: ১৯৬০) বাংলাদেশী লেখক। মূলত গল্প এবং উপন্যাস তার কাজের প্রধান ক্ষেত্র হলেও গবেষণা, অনুবাদ, ভ্রমণ এবং প্রবন্ধ সাহিত্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম লেখেন তিনি।[১] ২০১৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[২]
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে। পরবর্তীকালে জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন।[৩]
কর্মজীবন[সম্পাদনা]
শাহাদুজ্জামান দীর্ঘদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
সাহিত্যকর্ম[সম্পাদনা]
শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ কয়েকটি বিহ্বল গল্প ১৯৯৬ সালে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ ক্রাচের কর্নেল, আধ ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে, একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়, ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প, কয়েকটি বিহ্বল গল্প, কাগজের নৌকায় আগুনের নদী এবং কবি জীবনানন্দ দাশের উপরে লেখা উপন্যাস একজন কমলালেবু। বাংলা কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।[৪]
চলচ্চিত্রে অভিযোজন[সম্পাদনা]
তার রচিত বিভিন্ন সাহিত্যকর্ম পরবর্তীতে চলচ্চিত্রের অংশ হয়েছে। তার রচিত "মৌলিক" ও "সাইপ্রাস" নামক দুটি ছোট গল্পের ভিত্তিতে ২০১৮ সালের কমলা রকেট চলচ্চিত্রের কাহিনি নির্মিত হয়েছে।[৫]
- চ্যাপলিন, আজো চমৎকার
- বায়োস্কোপ, চলচ্চিত্র প্রভৃতি
- ইব্রাহিম বক্সের সার্কাস
গ্রন্থতালিকা[সম্পাদনা]
উপন্যাস, ডকুফিকশন[সম্পাদনা]
- বিসর্গতে দুঃখ
- ক্রাচের কর্নেল
- খাকি চত্বরের খোয়ারি
- একজন কমলালেবু
- আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে
ছোটোগল্প[সম্পাদনা]
- কয়েকটি বিহ্বল গল্প
- পশ্চিমের মেঘে সোনার সিংহ
- কেশের আড়ে পাহাড়
- অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প
- মামলার সাক্ষী ময়না পাখী
- Ibrahim Buksh’s Circus and Other Stories (ইব্রাহিম বুখের সার্কাস এবং অন্যান্য গল্প)
প্রবন্ধ/কলাম[সম্পাদনা]
- টুকরো ভাবনা
- চিরকুট
- লেখালেখি
- শাহবাগ ২০১৩
- ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য
- গুগল গুরু
মননশীল সাহিত্য[সম্পাদনা]
- একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়
- Broken limbs, broken lives : ethnography of a hospital ward in Bangladesh (ভাঙা অঙ্গ, ভাঙ্গা জীবন: বাংলাদেশের একটি হাসপাতাল ওয়ার্ডের নৃকুলবিদ্যা)
সাক্ষাৎকার[সম্পাদনা]
- কথা পরম্পরা : গৃহীত ও ভাষান্তরিত সাক্ষাৎকার
- দূরগামী কথার ভেতর
ভ্রমণ[সম্পাদনা]
- আমস্টারডাম ডায়েরি এবং অন্যান্য [৬]
অনুবাদ[সম্পাদনা]
- ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প
- ভাবনা ভাষান্তর
সম্পাদনা/গ্রন্থনা[সম্পাদনা]
- আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি
- দেখা না দেখার চোখ
সংকলন[সম্পাদনা]
- শাহাদুজ্জামানের গল্প, অগল্প, না-গল্প সংগ্রহ
- কাগজের নৌকায় আগুনের নদী
- কথা চলচ্চিত্রের
- ভাষান্তরসমগ্র
- গল্পসমগ্র-১
- নির্বাচিত কলাম
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- মাওলা ব্রাদার্স কথাসাহিত্য পুরস্কার, ১৯৯৬
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৬
- সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৯
- প্রথম আলো বর্ষসেরা বই ১৪২৫[৭]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ দৈনিক প্রথম আলো
- ↑ "বাংলা একাডেমি পুরস্কার পেলেন আবু হাসান শাহরিয়ার ও শাহাদুজ্জামান"। ২৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭।
- ↑ "শাহাদুজ্জামান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭।
- ↑ https://rokomari.com
- ↑ Khalid, Sadia (২০ জুলাই ২০১৯)। "Writer, director of 'Komola Rocket' talk about the challenges of film adaptations" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০।
- ↑ https://www.rokomari.com/book/188660/amstardam-dyeri-abong-annanno
- ↑ "প্র'মামলার সাক্ষী ময়না পাখি'র জন্য শাহাদুজ্জামান ও 'বাংলার দর্শন: প্রাক্-উপনিবেশ পর্ব'র জন্য রায়হান রাইন পুরস্কৃত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাহাদুজ্জামান (ইংরেজি)