বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৬০-৬৯)
অবয়ব
(বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০-৬৯) থেকে পুনর্নির্দেশিত)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৬০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
ওয়েবসাইট | www |
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।[১] ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত এই পুরস্কার প্রাপ্তরা হলেন:
১৯৬০ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- ফররুখ আহমদ (কবিতা),
- আবুল হাশেম খান (উপন্যাস)
- মুহাম্মদ আবদুল্লাহ-হিল কাফি (প্রবন্ধ-গবেষণা)
- আবুল মনসুর আহমেদ (ছোটগল্প)
- মোহাম্মদ বরকতুল্লাহ (প্রবন্ধ-গবেষণা)
- আসকার ইবনে শাইখ (নাটক)
- খান মোহাম্মদ মঈনউদ্দীন (শিশুসাহিত্য)
১৯৬১ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- আহসান হাবিব (কবিতা)
- সৈয়দ ওয়ালিউল্লাহ (উপন্যাস)
- মবিনউদ্দিন আহমদ (ছোটগল্প)
- মুহম্মদ আবদুল হাই (প্রবন্ধ-গবেষণা)
- নুরুল মোমেন (নাটক)
- হোসনে আরা (শিশুসাহিত্য)
১৯৬২ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- সুফিয়া কামাল (কবিতা)
- আবুল ফজল (উপন্যাস)
- শওকত ওসমান (ছোটগল্প)
- আকবর আলী (প্রবন্ধ-গবেষণা)
- মুনীর চৌধুরী (নাটক)
- বন্দে আলী মিয়া (শিশুসাহিত্য)
১৯৬৩ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- আবুল হোসেন (কবিতা)
- আবু ইসহাক (উপন্যাস)
- আবু রুশদ (ছোটগল্প)
- আবদুল কাদির (প্রবন্ধ-গবেষণা)
- প্রিন্সিপাল ইবরাহীম খাঁ (নাটক)
- কাজী কাদের নেওয়াজ (শিশুসাহিত্য)
১৯৬৪ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- সানাউল হক (কবিতা)
- বে-নজীর আহমদ (কবিতা)
- শামসুদ্দীন আবুল কালাম (উপন্যাস)
- শাহেদ আলী (ছোটগল্প)
- ড. মুহম্মদ এনামুল হক (প্রবন্ধ-গবেষণা)
- আকবর উদ্দীন (নাটক)
- ড. আশরাফ সিদ্দিকী (শিশুসাহিত্য)
- হাবীবুর রহমান (শিশুসাহিত্য)
১৯৬৫ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- তালিম হোসেন (কবিতা)
- মাহবুব-উল আলম (উপন্যাস)
- আলাউদ্দিন আল আজাদ (ছোটগল্প)
- মোহাম্মদ মনসুরউদ্দীন (প্রবন্ধ-গবেষণা)
- ওবায়দুল হক (নাটক)
- মোহাম্মদ মোদাব্বের (শিশুসাহিত্য)
১৯৬৬ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- মাহমুদা খাতুন সিদ্দিকা (কবিতা)
- কাজী আফসারউদ্দীন আহমদ (উপন্যাস)
- সৈয়দ শামসুল হক (ছোটগল্প)
- ড. কাজী মোতাহার হোসেন (প্রবন্ধ-গবেষণা)
- সিকান্দার আবু জাফর (নাটক)
- আবু যোহা নূর আহমদ (শিশুসাহিত্য)
১৯৬৭ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- সৈয়দ আলী আহসান (কবিতা)
- সরদার জয়েনউদ্দীন (উপন্যাস)
- আবদুল গাফফার চৌধুরী (ছোটগল্প)
- মযহারুল ইসলাম (প্রবন্ধ-গবেষণা)
- আ. ন. ম. বজলুর রশীদ (নাটক)
- মোহাম্মদ নাসির আলী (শিশুসাহিত্য)
১৯৬৮ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- আল মাহমুদ (কবিতা)
- আবু জাফর শামসুদ্দীন (উপন্যাস)
- শওকত আলী (ছোটগল্প)
- ড. আহমদ শরীফ (প্রবন্ধ-গবেষণা)
- আনিস চৌধুরী (নাটক)
- রোকনুজ্জামান খান (শিশুসাহিত্য)
১৯৬৯ খ্রিষ্টাব্দ
[সম্পাদনা]- শামসুর রাহমান (কবিতা)
- শহীদুল্লাহ কায়সার (উপন্যাস)
- বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর (ছোটগল্প)
- নীলিমা ইব্রাহিম (প্রবন্ধ-গবেষণা)
- আলী মনসুর (নাটক)
- গোলাম রহমান (শিশুসাহিত্য)
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০-৭৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০-৮৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯০-৯৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০০-০৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০-১৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"। banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।