আসলাম সানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসলাম সানী
জন্ম (1958-01-05) ৫ জানুয়ারি ১৯৫৮ (বয়স ৬৬)
ঢাকা জেলা, লালবাগ বেগম বাজার
জাতীয়তাবাংলাদেশী
পেশাছড়াকার
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৩)

আসলাম সানী (জন্ম:৫ জানুয়ারি ১৯৫৮) বাংলাদেশী ছড়াকার, কবি[১], সাংবাদিকগীতিকার[২] ২০১৩ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।[৩]

শৈশব ও পড়ালেখা[সম্পাদনা]

১৯৫৮ সালের ৫ জানুয়ারি ঢাকা জেলার লালবাগ এর বেগম বাজারে জন্মগ্রহণ করেন ।তার পিতা মোহাম্মদ সামিউল্লাহ মাতা শাহানা বেগম।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যকার-নাট্যশিল্পী ও গীতিকার। সাংবাদিকতা। জাতীয় কবিতা পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ।বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির প্রকাশনা সম্পাদক । চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস),সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।[২]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

  1. এক কিশোর মুক্তিযোদ্ধার ডায়রি
  2. ঢাকাইয়া চুটকি
  3. ধর রাজাকার
  4. কিশোর গল্পে বঙ্গবন্ধু
  5. একাত্তরের বাশিঅলা
  6. এডাল্ট জোকস
  7. এয়ার ঢাকা মেরে পেয়ার
  8. বীরশ্রেষ্ঠ আমরা তোমাদের ভুলিনি
  9. বঙ্গবন্ধু কে নিয়ে ছড়া কাব্য
  10. প্রিয় বাংলাদেশ
  11. ঐতিহাসিক ৭ই মার্চ
  12. ছড়ায় ছড়ায় মুক্তিযুদ্ধ
  13. বাঙ্গালি জাতির পিতা
  14. বঙ্গবন্ধু তুমি আছো
  15. রুপকথার গল্প
  16. বিজয়ী বাংঙ্গালীর নাম বঙ্গবন্ধু
  17. ভাষার জন্য জীবন ধন্য
  18. ছড়া ছন্দে জীবনান্দে
  19. বাংলাদেশ স্বপ্নে গড়া
  20. একুশের ছড়া কবিতা
  21. আমি ঢাকাইয়্যা আছি তাকাইয়্যা
  22. নির্বাচিত ছড়ার সম্ভার
  23. কবিতা সমগ্র
  24. সামিউল্লাহ দাদার ঢাকাই স্মৃতি
  25. সুখি রাজার তিনটা ছেলে
  26. ভুতের ছড়া
  27. ছড়া সমগ্র ২
  28. ঢাকা সমগ্র
  29. ছড়ায় ছড়ায় জীবন গড়ায়
  30. ভূতের ভয়ে
  31. শতেক ছড়ায় ঢাকা
  32. আমার প্রিয়
  33. স্বপ্ন গুলো স্বপ্নেই থাক
  34. কিশোর সমগ্র
  35. নদী পাখি মেঘ
  36. বাত মেরে সাচ্চা ঢাকা বহুত আচ্চা
  37. হাইসা খেইলা নাইচা ঢাকাই আছি বাইচা
  38. ছড়া ছোটে সূর্য উঠে
  39. এই তো আমার বাংলাদেশ
  40. মায়ের স্মৃতি গায়ের স্মৃতি
  41. ছন্দে আনন্দে
  42. স্বপ্নে দেখি ছড়া লেখি
  43. স্বপ্নের শৈশব
  44. খোকা খুকির ছড়া
  45. পতুলের পরিবর্তন
  46. ভালবাসি মায়ের হাসি
  47. ভালোই আছি আলোয় বাচি
  48. মাটির কাছে স্বপ্ন আছে
  49. শিশুর সনে ফুলের বনে
  50. পুরান ঢাকার জেল্লা লালবাগ কেল্লা
  51. চলছে গাড়ি ছড়ার বাড়ি
  52. আমীরুলনাম
  53. স্বর্গের ছায়াতলে
  54. বিল্টু মামার ডিগ্রী
  55. ছড়ায় বাংলাদেশ
  56. ছড়ায় থাকি ছবি আকি
  57. শৈশবে রই সবে
  58. ঢাকাই ছড়া
  59. কবি নামা
  60. স্বপ্নে দেখো ছড়া লেখো
  61. ঢাকাকা কেসসা
  62. প্রেম সুপার হাইওয়ে
  63. প্রেম পদ্য
  64. ঘুড়ি হয়ে উড়ি
  65. ছড়া দিয়ে গড়া
  66. আমি ঢাকা ঢাকা আমার
  67. আগুনে ছড়ায় জাগুন
  68. সোনালির দিনকাল

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এ বছর বইমেলা নিয়ে অনেক আশাবাদী: আসলাম সানী"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  2. "আসলাম সানী"। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  3. "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  4. "প্রকৃতিকে ধারণ কর, মানবিক হও : আসলাম সানী"। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]