বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (২০২০-২৯)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৬০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৫ |
ওয়েবসাইট | www |
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।[১]
২০২০
[সম্পাদনা]২০২০ সালের ১০টি বিভাগে ১০ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[২][৩][৪]
- মুহাম্মদ সামাদ (কবিতা)
- ইমতিয়ার শামীম (কথাসাহিত্য)
- বেগম আকতার কামাল (প্রবন্ধ/গবেষণা)
- সুরেশ রঞ্জন বসাক (অনুবাদ)
- রবিউল আলম (নাটক)
- আনজীর লিটন (শিশুসাহিত্য)
- সাহিদা বেগম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)
- অপরেশ বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান/কল্পবিজ্ঞান)
- ফেরদৌসী মজুমদার (আত্মজীবনী)
- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান (লোককথা)
২০২১
[সম্পাদনা]২০২২ সালের ২৩ জানুয়ারি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে মোট ১৫ জনকে বাংলা একাডিমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।[৫][৬][৭][৮]
- আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা)
- ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য)
- হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণায়)
- আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ)
- সাধনা আহমেদ (নাটক)
- রফিকুর রশীদ (শিশুসাহিত্য)
- পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)
- হারুন অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা)
- শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞান)
- সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি)
- আমিনুর রহমান সুলতান (লোককথা)
২০২২
[সম্পাদনা]বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালে মোট ১৫ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।[৫] ২৫ জানুয়ারি ২০২৩ এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।[৯][১০][১১]
- ফারুক মাহমুদ (কবিতা)
- তারিক সুজাত (কবিতা)
- তাপস মজুমদার (কথাসাহিত্য)
- পারভেজ হোসেন (কথাসাহিত্য)
- মাসুদুজ্জামান (প্রবন্ধ বা গবেষণা)
- আলম খোরশেদ (অনুবাদ)
- মিলন কান্তি দে (নাটক)
- ফরিদ আহমদ দুলাল (নাটক)
- ধ্রুব এষ (শিশুসাহিত্য)
- মুহাম্মদ শামসুল হক ( মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)
- সুভাষ সিংহ রায় (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা)
- মোকারম হোসেন (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান)
- ইকতিয়ার চৌধুরী (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি)
- আবদুল খালেক (শিক্ষাবিদ) (ফোকলোর)
- আবদুল জলিল (অধ্যাপক) (ফোকলোর)
২০২৩
[সম্পাদনা]বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে মোট ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।[১২] ২০২৪ সালের ২৪ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃক তাঁদের নাম ঘোষণা করা হয়।[১২][১৩][১৪]
- শামীম আজাদ (কবিতা)
- নূরুদ্দিন জাহাঙ্গীর (কথাসাহিত্য)
- সালমা বাণী (কথাসাহিত্য)
- জুলফিকার মতিন (প্রবন্ধ বা গবেষণা)
- সালেহা চৌধুরী (অনুবাদ)
- মৃত্তিকা চাকমা (নাটক)
- মাসুদ পথিক (নাটক)
- তপংকর চক্রবর্তী (শিশুসাহিত্য)
- আফরোজা পারভীন (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)
- আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)
- সাইফুল্লাহ মাহমুদ দুলাল (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা)
- মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা)
- ইনাম আল হক (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান)
- ইসহাক খান (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি)
- তপন বাগচী (ফোকলোর)
- সুমন কুমার দাশ (ফোকলোর)
২০২৪
[সম্পাদনা]২০২৪ সালে বাংলা একাডেমি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন প্রথমে ২৩ জানুয়ারি ২০২৫ এমন ১০ জনের নাম ঘোষণা করলেও বিতর্কের কারণে পরবর্তীতে ২৯ জানুয়ারি ২০২৫ তিনজনের নাম বাদ দিয়ে মোট ৭ জনকে চূড়ান্তভাবে সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়।[১৫][১৬][১৭][১৮][১৯][২০][২১][২২]
পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা হলেন-
- মাসুদ খান (কবিতা)
- শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য)
- সলিমুল্লাহ খান (প্রবন্ধ-গদ্য)
- জি এইচ হাবীব (অনুবাদ)
- মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা)[২৩]
- রেজাউর রহমান (বিজ্ঞান)
- সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০-৬৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০-৭৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০-৮৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯০-৯৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০০-০৯)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০-১৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"। দৈনিক কালের কণ্ঠ। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন যারা"। দেশ রূপান্তর। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৫।
- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব। "১৫ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২২-০১-২৩)। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"। banglanews24.com। ২০২২-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ SAMAKAL। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পেলেন যারা"। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পেলেন যারা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা | জাতীয়"। BSS। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ ক খ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"। এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩ পেলেন যারা"। www.bonikbarta.com। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের নাম ঘোষণা"। VOA বাংলা। ২০২৪-০১-২৫। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৫-০১-২৩)। "এ বছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "তিনজন বাদ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন বাকি ৭ জন"। ৩ জনকে বাদ দিয়ে বাংলা একাডেমির স্থগিত সাহিত্য পুরস্কার ঘোষণা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আগের তালিকা থেকে বাদ তিনজন"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ SAMAKAL। "বাংলা একাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ"। বাংলা একাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "তিনজনের নাম বাদ দিয়ে নতুন তালিকা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২৫-০১-৩০)। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: তিনজনের নাম বাদ দিয়ে নতুন তালিকা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ "সাহিত্য পুরস্কার: ৩ জনকে বাদ দিয়ে নতুন তালিকা দিলো বাংলা একাডেমি"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-১২-০৯)। "জরুরি গবেষণা, প্রয়োজনীয় ইতিহাস"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০।