নিশাকান্ত রায়চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিশাকান্ত রায়চৌধুরী
জন্ম২১ মার্চ ১৯০৬
মৃত্যু??
কলকাতা
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,


নিশাকান্ত রায়চৌধুরী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। তিনি বিপ্লবী আন্দোলনে দীক্ষিত হন তার বড় ভাই অনুশীলন সমিতির সদস্য মৃণালকান্তের কাছ থেকে। কলেজের ছাত্রাবস্থায় তিনি কিরণচন্দ্র মুখোপাধ্যায় সংস্পর্শে আসেন এবং দৌলতপুরে তাঁর আশ্রমে মাসের পর মাস অবস্থান করেন। ১৯২৯ সালের ২৮ জানুয়ারি তিনি গ্রেফতার হন এবং মেচুয়াবাজার বোমা মামলায় বিচারাধীন হন। তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আন্দামানে নির্বাসিত করা হয়। তিনি ১৯৩৩ সালের মে মাসে সেলুলার জেলে অনশনকারীদের একজন ছিলেন যা ৪৫ দিন স্থায়ী হয়েছিল। ১৯৩৫ সালে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং মুক্তি দেওয়া হয়। ১৯৩৮ সালে মুক্তি পাওয়ার পর তিনি কংগ্রেস কমিটিতে এবং পরে কংগ্রেস সমাজতান্ত্রিক দলে যোগ দেন। তিনি ১৯৪২ সালে 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেন। তার ছোট ভাই ঊষাকান্ত ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরের মতো মৃত্যুবরণ করেন। [১][২]

জন্ম[সম্পাদনা]

নিশাকান্ত ১৯০৬ সালের ২১ মার্চ পাবনায় (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দুর্গাকান্ত রায় চৌধুরী যিনি প্রথম শ্রেণীর ক্ষমতার অধিকারী অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৫।