বিষয়বস্তুতে চলুন

দেশপ্রিয় পার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেশপ্রিয় পার্ক
দেশপ্রিয়
মানচিত্র
পূর্ণ নামদেশপ্রিয় পার্ক মাঠ
অবস্থানরাসবিহারী অ্যাভিনিউ-শরৎ বোস রোড সংযোগস্থল, কলকাতা - ৭০০০২৯ (রাসবিহারী এভিনিউ সাব পোস্ট অফিসের উত্তরে)
আয়তন১৭০ মিটার x ১২০ মিটার
উপরিভাগঘাস
স্কোরবোর্ডনেই
ভাড়াটে
লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা

দেশপ্রিয় পার্ক হল দক্ষিণ কলকাতার একটি খেলার মাঠ।[] এই মাঠ বা উদ্যানটির নামকরণ হয় জাতীয়তাবাদী ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্তর নামে। এখানে পেশাদার ও অপেশাদার উভয় প্রকার খেলোয়াড়েরা ক্রিকেট, ফুটবল, টেনিস ইত্যাদি নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। "দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গোৎসব" কলকাতার একটি অন্যতম বড়ো বারোয়ারি দুর্গাপূজা[] প্রিয়া সিনেমা হলটি এই মাঠের পাশে অবস্থিত।

২০১২ সালের জুলাই মাসের অবস্থা অনুসারে, পার্কটির আয়তন ক্রমশ ছোটো ছচ্ছে। এর কারণ একটি ক্লাব, এবং পরে একটি শৌচাগার ও একটি রেস্টুরেন্টের স্থাপনা।[] বর্তমানে পার্কের উত্তর ভাগে স্থাপিত হয়েছে ভাষা স্মৃতিস্তম্ভ[]

৮৮ ফুট দুর্গা প্রতিমা

[সম্পাদনা]

২০১৫ সালে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা আয়োজন করে শোরগোল ফেলে দেয়। বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরির থিম বেছেছিল দেশপ্রিয় পার্ক। পুজোর প্রধান স্পনসর স্টার সিমেন্টের সঙ্গে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রমে সেই দুর্গাপ্রতিমা গড়ে তুলেছিলেন জনপ্রিয় প্রতিমা শিল্পী মিন্টু পাল।

মহালয়া থেকেই দেশপ্রিয় পার্কের সামনে পা রাখা দায় হয়ে যায়। পার্কের বাউন্ডারির বাইরে মেন রোড থেকেই এত বড় দুর্গা দেখার তাড়নায় গাড়ির গতি হয়ে যাচ্ছে স্লথ। পুজো উদ্বোধনের পর পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। শুধু শহরের মানুষই নন, শপিং করতে এসে প্যান্ডেল হপিং করা জনতার দলে মেশে জেলা থেকে আসা বিপুল মানুষ। বড় দুর্গার এক ঝলক দর্শনের ঠেলায় দক্ষিণ কলকাতার তখন নাভিশ্বাস সঙ্গে কলকাতা পুলিশেরও। তৃতীয়া থেকে দেশপ্রিয় পার্কের দর্শনার্থীর চাপে কালীঘাট মেট্রো স্টেশনে উপছে পড়া ভিড়। একসময় ভিড় সামাল দিতে মেট্রো বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। সব মিলিয়ে পুজোয় দর্শক ঢোকা বন্ধ করার সিদ্ধান্ত নেন নগরপাল। বিশ্বের সব থেকে বড় দুর্গা দর্শন বন্ধ করে দেয় প্রশাসন। দুর্গাপুজোর পঞ্চমীতেই পার্কের চারপাশ ঘিরে ফেলা হয় কালো কাপড়ে, মাঠে নিষিদ্ধ হয়ে যায় দর্শক প্রবেশ। ষষ্ঠীতে পাকাপাকিভাবে বড় দুর্গার দর্শন নিষিদ্ধ ঘোষণা করেন নগরপাল। পুজো শুরুর আগেই অন্তরালে চলে যায় 'বড় দুর্গা'।

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. Geert De Neve; Henrike Donner (২০০৬)। The Meaning of the Local: Politics of Place in Urban India। Routledge। পৃ. ১২–। আইএসবিএন ৯৭৮-১-৮৪৪৭২-১১৪-৬। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২
  2. "Deshapriya Park Durga Puja"। About Kolkata (website)। ২৮ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২
  3. "Deshapriya Park shrinks, yet again"The Times of India। ১৪ জুন ২০১১। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২
  4. Language memorial inaugurated in Kolkata