দুর্গা বড়ো
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | দুর্গা বড়ো | ||
| জন্ম | ২৮ জানুয়ারি ১৯৮৭ | ||
| জন্ম স্থান | কোকরাঝাড়, অসম, ভারত | ||
| উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
নর্থ ইস্ট ইউনাইটেড শিলং লাজং (মুম্বই টাইগার্সের থেকে ঋণ লৈ) | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| অল ইন্ডিয়া | |||
| ২০০৯-২০১১ | চার্চিল ব্রাদার্স | ৩ | (১) |
| ২০১২- | মুম্বাই টাইগার্স | ৯ | (২) |
| ২০১৪- (ঋণ) | শিলং লাজং | ৬ | (১) |
| ২০১৪- | নর্থইস্ট ইউনাইটেড | ৭ | (১) |
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৮ নভেম্বর, ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। | |||
দুর্গা বড়ো (ইংরেজি: Durga Boro) হ'ল ১৯৮৭ সালের ২৮ জানুয়ারি তারিখে অসমের কোকড়াঝাড়ে জন্মগ্রহণ করা একজন ফুটবল খেলোয়াড়। তিনি ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে ফরওয়ার্ড স্থানে খেলেন। এছাড়াও তিনি আই-লিগে শিলং লাজং-এর হয়ে খেলেন।
জন্ম ও বংশ পরিচয়
[সম্পাদনা]কোকরাঝাড় শহর থেকে ৬ কিলোমিটার ভিতরে গেন্দ্রাবিল নামে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন ও বড় হন। পিতার নাম সুন্দরসিং বড়ো ও মাতার নাম ফুলশ্রী বড়ো। দুর্গার সাথে বাড়ির অন্যান্য সন্তানদের ছোটবেলা থেকে খেলাধূলার প্রতি আগ্রহ ছিল। তার জ্যেষ্ঠ ভাই রাজেন্দ্র বড়ো তিনবার সুব্রত কাপ খেলার সাথে, ভগ্নী প্রতিমা বড়োও রাষ্ট্রীয় পর্যায়ে আর্চারীতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। কনিষ্ঠ ভাই কপিল বড়ো গোয়া ফুটবল একাডেমীতে ফুটবল প্রশিক্ষণ গ্রহণ করেছেন।[১]
ক্রীড়াজীবন
[সম্পাদনা]ছোট অবস্থাতেই তিনি ফুটবল খেলা আরম্ভ করেন, কিন্তু তার প্রথম বড় প্রতিযোগিতা ছিল ১৯৯৯ সালের সুব্রত কাপ, যেখানে তিনি ১৪-অনূর্ধ্ব শাখায় কোকরাঝাড় এইচএনএমপি স্কুলের হয়ে অংশগ্রহণ করেন।[২] তিনি অসমের হয়ে ১৪-অনূর্ধ্ব ও ১৬-অনূর্ধ্ব শাখার সুব্রত কাপে খেলা ছাড়াও ২০০২ ও ২০০৩ সালের ১৬-অনূর্ধ্ব ভারতীয় শিবিরেও অংশগ্রহণ করেছিলেন।[৩]
চার্চিল ব্রাদার্স
[সম্পাদনা]দুর্গা বড়ো ২০০৯-১০ বর্ষে চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগে আত্মপ্রকাশ করেন।
মুম্বাই টাইগার্স
[সম্পাদনা]২০১২ সালের জুলাইতে দুর্গা বড়ো মুম্বাইর নবগঠিত ফুটবল ক্লাব মুম্বাই টাইগার্স এফসির (প্রশিক্ষক - বিমল ঘোষ) সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৩ সালের ২৪ এপ্রিল তারিখে আই-লিগের দ্বিতীয় ডিভিসনের অন্তিম রাউন্ডে ল্যাংসনিং এফসির বিরুদ্ধে টাইগার্স ১-৩ ব্যবধানে পরাস্ত হয়, যেখানে টাইগার্সের হয়ে একমাত্র গোলটো ছিল দুর্গা বড়োর। ২৭ এপ্রিল অন্তিম খেলায় তিনি ভবানীপুর এফসির বিরুদ্ধে ইনজুরী-টাইমে গোল দেন ও টাইগার্স ৩-৫ ব্যবধানে পরাজিত হয়।[৪]
শিলং লাজং
[সম্পাদনা]২০১৪ সালে মুম্বই টাইগার্স এফসি বন্ধ হয় ও সেই বছরের ৬ ফেব্রুবারী তারিখে শিলং লাজ মুম্বই টাইগার্সের থেকে ঋণ হিসাবে দুর্গা বড়োর সাথে চুক্তিবদ্ধ হয়।[৫]
নর্থ ইস্ট ইউনাইটেড
[সম্পাদনা]ইন্ডিয়ান সুপার লিগর গুয়াহাটি ফ্রান্সাইজি নর্থইস্ট ইউনাইটেড দল লিগের প্রারম্ভিক বর্ষের (২০১৪) জন্য বড়োর সাথে চুক্তিবদ্ধ হয়। এই বর্ষের ২৭ নভেম্বর তারিখে চেন্নাইয়িন দলের বিরুদ্ধে খেলার ১০ মিনিটে তিনি এই লিগে নিজের প্রথম গোল দেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জনসাধারণ, ১৫ অক্টোবর
- ↑ "Durga to play for Churchill Brothers"। Telegraph India। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ Chaudhari, Arunava। "Shillong Lajong FC sign Striker Durga Boro"। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "ISL: NEUFC stuns Chennaiyin FC"। The Hindu। ২৮ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আসামের ফুটবলার
- আসামের ব্যক্তি
- ভারতর প্রসিদ্ধ ক্রীড়াবিদ
- নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি
- ইন্ডিয়ান সুপার লিগের খেলোয়াড়
- মুম্বই টাইগার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- আই-লিগ দ্বিতীয় বিভাগের খেলোয়াড়
- চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাব গোয়ার খেলোয়াড়
- ১৯৮৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কোকড়াঝাড় জেলার ব্যক্তি
- ভারতীয় ফুটবলার
- আই-লিগের খেলোয়াড়
- ভারতীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- ২১শ শতাব্দীর ভারতীয় পুরুষ ক্রীড়াবিদ