তামিম ইকবালের আন্তর্জাতিক শতরানের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তামিম ইকবাল একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি বাংলাদেশের উদ্‌বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই এবং ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার। খেলার তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন তামিম।

২০০৮ সালের ২২ মার্চে তামিম শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওডিআই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। এর বদৌলতে বাংলাদেশ দল উক্ত ওডিআই সিরিজে ৩–০ ব্যবধানে জিততে সক্ষম হয়।[১]

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল স্টেডিয়ামে তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এটি বাংলাদেশ দলকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট-জয় নিশ্চিত করতে সহায়তা করেছিল। এটি ছিল জিম্বাবুয়ে ব্যতীত অন্য যে কোনও প্রতিপক্ষে[২]র বিরুদ্ধে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

২০১৬ সালের ১৩ মার্চে ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে, তিনি ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে ওমানের বিপক্ষে তিনি প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। এটিই এখন পর্যন্ত কোনও বাংলাদেশি ব্যাটসম্যানের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি।[৩]

মে ২০২২-এর হিসাব অনুযায়ী, তামিম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যান। সব ফরম্যাট মিলিয়ে তার মোট ২৫টি সেঞ্চুরি রয়েছে। ওপেনার ব্যাটসম্যান হিসেবেই তিনি সবগুলো সেঞ্চুরি করেছেন।

সংকেত[সম্পাদনা]

Sher-e-Bangla National Cricket Stadium
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে তামিম তার সর্বোচ্চ সেঞ্চুরি (৭) এবং সব ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন
প্রতীক অর্থ
* অপরাজিত (নট আউট ছিলেন)
ছুরি ম্যান অব দ্য ম্যাচ
অবস্থান ব্যাটিং অর্ডারে অবস্থান
ইনিংস ম্যাচের ইনিংস
স্ট্রা.রে. ইনিংসের সময় স্ট্রাইক রেট
দে/বি/নি ভেন্যু ছিল দেশে (বাংলাদেশ), বিদেশে বা নিরপেক্ষ মাঠে
তারিখ ম্যাচ শুরুর দিন
পরাজিত বাংলাদেশ ম্যাচটি হেরেছে
জয়ী বাংলাদেশ ম্যাচটি জিতেছে
ড্র ম্যাচটি ড্র হয়

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি[সম্পাদনা]

তামিম ইকবালের করা টেস্ট সেঞ্চুরি [৪]
নং. রান বিরুদ্ধে অবস্থান ইনিংস টেস্ট মাঠ দে/বি/নি তারিখ ফলাফল সূত্র
১২৮ছুরি  ওয়েস্ট ইন্ডিজ ১/২ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ আর্নোস ভ্যাল স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট বিদেশে ৯ জুলাই ২০০৯ জয়ী
১৫১  ভারত ২/২ বাংলাদেশ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দেশে ২৪ জানুয়ারি ২০১০ পরাজিত
১০৩  ইংল্যান্ড ১/২ ইংল্যান্ড লর্ডস, লন্ডন বিদেশে ২৭ মে ২০১০ পরাজিত
১০৮  ইংল্যান্ড ২/২ ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার বিদেশে ৪ জুন ২০১০ পরাজিত
১০৯  জিম্বাবুয়ে ২/৩ বাংলাদেশ শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা দেশে ৩ নভেম্বর ২০১৪ জয়ী
১০৯  জিম্বাবুয়ে ৩/৩ বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দেশে ১২ নভেম্বর ২০১৪ জয়ী
২০৬ছুরি  পাকিস্তান ১/২ বাংলাদেশ শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা দেশে ২৮ এপ্রিল ২০১৫ ড্র
১০৪  ইংল্যান্ড ২/২ বাংলাদেশ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দেশে ২৮ অক্টোবর ২০১৬ জয়ী
১২৬  নিউজিল্যান্ড ১/৩ নিউজিল্যান্ড সেডন পার্ক, হ্যামিল্টন বিদেশে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ পরাজিত [৫]
১০ ১৩৩  শ্রীলঙ্কা ১/২ বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দেশে ১৫ মে ২০২২ ড্র [৬]

ওডিআই সেঞ্চুরি[সম্পাদনা]

তামিম ইকবালের করা ওয়ানডে আন্তর্জাতিক সেঞ্চুরি [৭]
নং. রান বিরুদ্ধে অবস্থান ইনিংস স্ট্রা.রে. মাঠ দে/বি/নি তারিখ ফলাফল সূত্র
১২৯ছুরি  আয়ারল্যান্ড ৯৪.৮৫ বাংলাদেশ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দেশে ২২ মার্চ ২০০৮ জয়ী
১৫৪ছুরি  জিম্বাবুয়ে ১১১.৫৯ জিম্বাবুয়ে কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে বিদেশে ১৬ আগস্ট ২০০৯ জয়ী
১২৫ছুরি  ইংল্যান্ড ১০৪.১৬ বাংলাদেশ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দেশে ২৮ ফেব্রুয়ারি ২০১০ পরাজিত
১১২  শ্রীলঙ্কা ৮২.৩৫ শ্রীলঙ্কা মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়াম, হাম্বানটোটা বিদেশে ২৩ মার্চ ২০১৩ পরাজিত
১৩২  পাকিস্তান ৯৭.৭৭ বাংলাদেশ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দেশে ১৭ এপ্রিল ২০১৫ জয়ী
১১৬*ছুরি  পাকিস্তান ১০০.০০ দেশে ১৯ এপ্রিল ২০১৫ জয়ী
১১৮ছুরি  আফগানিস্তান ১০০.০০ দেশে ১ অক্টোবর ২০১৬ জয়ী
১২৭ছুরি  শ্রীলঙ্কা ৮৯.৪৩ শ্রীলঙ্কা রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা বিদেশে ২৫ মার্চ ২০১৭ জয়ী
১২৮  ইংল্যান্ড ৯০.১৪ ইংল্যান্ড দি ওভাল, লন্ডন বিদেশে ১ জুন ২০১৭ পরাজিত
১০ ১৩০*ছুরি  ওয়েস্ট ইন্ডিজ ৮১.২৫ গায়ানা প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা বিদেশে ২২ জুলাই ২০১৮ জয়ী
১১ ১০৩ছুরি  ওয়েস্ট ইন্ডিজ ৮৩.০৬ সেন্ট কিট্‌স ও নেভিস ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, ব্যাসেটেরে বিদেশে ২৮ জুলাই ২০১৮ জয়ী
১২ ১৫৮ছুরি  জিম্বাবুয়ে ১১৬.১৮ বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দেশে ৩ মার্চ ২০২০ জয়ী [৮]
১৩ ১২৮*  জিম্বাবুয়ে ১১৭.৪৩ বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দেশে ৬ মার্চ ২০২০ জয়ী [৯]
১৪ ১১২  জিম্বাবুয়ে ১১৫.৪৬ জিম্বাবুয়ে হারারে স্পোর্টস ক্লাব, হারারে বিদেশে ২০ জুলাই ২০২১ জয়ী [১০]

টি-টোয়েন্টি সেঞ্চুরি[সম্পাদনা]

তামিম ইকবালের করা আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি[১১]
নং. রান বিরুদ্ধে অবস্থান ইনিংস স্ট্রা.রে. ভেন্যু দে/বি/নি তারিখ ফলাফল সূত্র
১০৩*ছুরি  ওমান ওমান ১৬৩.৪৯ ভারত এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা নিরপেক্ষ ১৩ মার্চ ২০১৬ জয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tamim's maiden ton charges Bangladesh to series win"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  2. "Spinners seal historic Bangladesh win"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  3. "Tamim ton secures Bangladesh's berth"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  4. "Statistics / Statsguru /T Iqbal / Test matches / Hundreds"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "1st Test, Bangladesh tour of New Zealand at Hamilton, Feb 28 - Mar 4 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. "1st Test, Chattogram, May 15 - 19, 2022, Sri Lanka tour of Bangladesh"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২ 
  7. "Statistics / Statsguru /T Iqbal / T20i matches / Hundreds"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  8. "2nd ODI (D/N), Zimbabwe tour of Bangladesh at Sylhet, Mar 3 2020"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  9. "3rd ODI (D/N), Zimbabwe tour of Bangladesh at Sylhet, Mar 6 2020"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  10. "3rd ODI, Harare, July 20, 2021, Bangladesh tour of Zimbabwe"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২ 
  11. "Statistics / Statsguru /T Iqbal / T20I matches / Hundreds"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]