জন হপফিল্ড
জন জোসেফ হপফিল্ড | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | সোয়ার্থমোর কলেজ কর্নেল ইউনিভার্সিটি |
পরিচিতির কারণ | Hopfield Network Polariton Kinetic Proofreading |
পুরস্কার | ডির্যাক পদক of the ICTP (2002) Oliver Buckley Prize of the আমেরিকান ফিজিক্যাল সোসাইটি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০২৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাব্স প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি |
ডক্টরাল উপদেষ্টা | Albert Overhauser |
ডক্টরেট শিক্ষার্থী | David J. C. MacKay Terry Sejnowski Bertrand Halperin Steven Girvin Erik Winfree |
জন জোসেফ হপফিল্ড (ইংরেজি: John Joseph Hopfield, জন্ম ১৫ই জুলাই, ১৯৩৩[১]) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অবসরোত্তর সাম্মানিক (ইমেরিটাস) অধ্যাপক। তিনি সংযোজী স্নায়ুবৎ জালকব্যবস্থাগুলির উপর ১৯৮২ সালে সম্পাদিত গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি হপফিল্ড জালকব্যবস্থার স্রষ্টা। এই উদ্ভাবনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ক্ষেত্রটি নিষ্প্রাণ হয়ে পড়েছিল (কৃত্রিম বুদ্ধিমত্তার নিষ্প্রাণ পর্ব)। হপফিল্ডের গবেষণাকর্ম ক্ষেত্রটিতে বড় মাপের আগ্রহের পুনরুজ্জীবন ঘটায়।[২][৩]
২০২৪ সালে হপফিল্ড জেফরি হিন্টনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। যন্ত্র দ্বারা শিখন ("মেশিন লার্নিং") ক্ষেত্রের ভিত্তি নির্মাণে অবদান রাখার জন্য, বিশেষ করে কৃত্রিম স্নায়ুবৎ জালিকাব্যবস্থাগুলির উপর গবেষণার জন্য তাঁদেরকে এই পুরস্কার প্রদান করা হয়।[৪][২] এছাড়া তিনি পদার্থবিজ্ঞানের বহুসংখ্যক ক্ষেত্রে একাধিক পুরস্কার লাভ করেছেন, যে ক্ষেত্রগুলির মধ্যে ঘনপদার্থবিজ্ঞান, পরিসংখ্যানিক বলবিজ্ঞান ও জৈব-পদার্থবিজ্ঞান উল্লেখ্য।
জীবনী
[সম্পাদনা]হপফিল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়ার্থমোর কলেজ থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে কলাবিদ্যায় স্নাতক উপাধি অর্জন করেন। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে পদার্থবিজ্ঞানে ডক্টরেট উপাধি অর্জন করেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বেল ল্যাবরেটরিজের কারিগরি কর্মীদলের সদস্য ছিলেন। ১৯৬১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি-তে পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৬৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি-র রসায়ন ও জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সাল থেকে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আণবিক জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ২০০৬ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি-র সভাপ্রধান নির্বাচিত হন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hopfield, John J."। Physics History Network American Institute of Physics। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০২৪।
- ↑ ক খ Taylor, D.B.; ও অন্যান্য (অক্টোবর ৮, ২০২৪), "Nobel Physics Prize Awarded for Pioneering A.I. Research by 2 Scientists", The New York Times, অক্টোবর ৮, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০২৪
- ↑ টেমপ্লেট:Crevier 1993
- ↑ "Press release: The Nobel Prize in Physics 2024"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। অক্টোবর ৮, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০২৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪।
- ১৯৩৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক
- কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষক
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ২০শ শতাব্দীর মার্কিন পদার্থবিজ্ঞানী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- অলিভার ই. বাকলি ঘনপদার্থবিজ্ঞান পুরস্কার বিজয়ী