বিষয়বস্তুতে চলুন

জন জোসেফ হোপফিল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন জোসেফ হোপফিল্ড
জন্ম (1933-07-15) ১৫ জুলাই ১৯৩৩ (বয়স ৯১)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনসোয়ার্থমোর কলেজ
কর্নেল ইউনিভার্সিটি
পরিচিতির কারণHopfield Network
Polariton
Kinetic Proofreading
পুরস্কারডির‍্যাক পদক of the ICTP (2002)
Oliver Buckley Prize of the আমেরিকান ফিজিক্যাল সোসাইটি
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহবেল ল্যাব্‌স
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাAlbert Overhauser
ডক্টরেট শিক্ষার্থীDavid J. C. MacKay
Terry Sejnowski
Bertrand Halperin
Steven Girvin
Erik Winfree

জন জোসেফ হোপফিল্ড একজন মার্কিন বিজ্ঞানী। ১৯৮২ সালের হোপফিল্ড নেটওয়ার্ক এর জন্য তিনি বিশেষ পরিচিতি পান।

জীবনী

[সম্পাদনা]

হোপফিল্ড সোয়ার্থমোর কলেজ থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে ১৯৫৮ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বেল ল্যাবরেটরীস এর টেকনিক্যাল স্টাফ এর সদস্য ছিলেন। ১৯৬১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর পদার্থবিজ্ঞানে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৬৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এর রসায়নজীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সাল থেকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর আণবিক জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ২০০৬ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪