দারোন আজেমোলু
ড্যারন আসেমগ্লু | |
---|---|
![]() ২০১৬ সালে আসেমগ্লু | |
জন্ম | কামার ড্যারন আসেমওগ্লু ৩ সেপ্টেম্বর ১৯৬৭ ইস্তানবুল, তুরস্ক |
নাগরিকত্ব | তুরস্ক ও যুক্তরাষ্ট্র |
দাম্পত্য সঙ্গী | আসু ওজদাগলার |
প্রতিষ্ঠান |
|
কাজের ক্ষেত্র | রাজনৈতিক অর্থনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন অর্থনীতি শ্রম অর্থনীতি |
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্য | নতুন প্রাতিষ্ঠানিক অর্থনীতি |
ডক্টরেট উপদেষ্টা | কেভিন ডব্লিউ. এস. রবার্টস |
ডক্টরেট শিক্ষার্থীরা | রবার্ট শিমার • মার্ক আগুইয়ার • পল আন্ত্রাস • গ্যাব্রিয়েল ক্যারল • মেলিসা ডেল • বেনজামিন জোনস • উফুক আক্ষিগিত |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | জোয়েল মকিয়ার • কেনেথ সকলোফ • ডগলাস নর্থ • সেইমুর মার্টিন লিপসেট • ব্যারিংটন মুর |
পুরস্কার | |
Information at IDEAS / RePEc |
কামের দারোন আজেমোলু (তুর্কি: Kamer Daron Acemoğlu; আ-ধ্ব-ব: [daˈɾon aˈdʒemoːɫu]; জন্ম ৩রা সেপ্টেম্বর ১৯৬৭) একজন তুর্কি বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৯৩ সাল থেকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনা করছেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির এলিজাবেথ ও জেমস কিলিয়ান অধ্যাপক। ২০১৯ সালে তাকে ইনস্টিটিউট অধ্যাপক হিসেবে মনোনীত করা হয়।
আজেমোলু তুরস্কের ইস্তাম্বুল শহরে তুর্কি আর্মেনীয় বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তিনি লন্ডন স্কুল অভ ইকোনমিকস থেকে অর্থনীতিতে তার স্নাতকোত্তর ও ২৫ বছর বয়সে ডক্টরেট উপাধি লাভ করেন। তিনি সেখানে এক বছর প্রভাষণার পরে এমআইটিতে যোগ দেন। ২০০৫ সালে তিনি জন বেটস ক্লার্ক পদক লাভ করেন। তিনি রাজনৈতিক অর্থনীতি বিষয়ে তাঁর গবেষণাকর্মের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি বহু শত গবেষণাপত্র রচনা করেছেন। এগুলির অনেকগুলিতেই তাঁর দীর্ঘকালীন সহযোগী সাইমন জনসন ও জেমস এ রবিনসন সহলেখক ছিলেন। তিনি রবিনসনের সাথে দুইটি বই রচনা করেন; ২০০৬ সালের ইকোনমিক অরিজিনস অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি এবং ২০১২ সালে রচিত হোয়াই নেশনস ফেইল। দ্বিতীয়োক্ত বইটি পণ্ডিতমহল ও গণমাধ্যমে সমাদর লাভ করে। আজোমোলু একজন মধ্যপন্থী। তিনি নিয়ন্ত্রিত বাজার অর্থনীতিতে বিশ্বাসী। তিনি প্রায়ই রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বৈষম্য ও বিভিন্ন নীতির উপরে মন্তব্য রেখে থাকেন।
তরুণ মার্কিন অর্থনীতিবিদদের উপর পরিচালিত একটি জরিপে ৬০ বছরের কম বয়সী জীবিত অর্থনীতিবিদদের মধ্যে পছন্দের তালিকায় আজেমোলু পল ক্রুগম্যান ও গ্রেগ ম্যানকিউয়ের পরে তৃতীয় স্থান লাভ করেন। ২০১৫ সালে তিনি রিসার্চ পেপার্স ইন ইকোনমিকসের উপাত্ত অনুযায়ী বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উদ্ধৃত অর্থনীতিবিদ ছিলেন। ওপেন সিলেবাস প্রজেক্ট অনুযায়ী মার্কিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ক পাঠ্যক্রমগুলিতে ম্যানকিউ ও ক্রুগম্যানের পরে আজেমোলু তৃতীয় সর্বোচ্চ উদ্ধৃত লেখক।[১]
২০২৪ সালে দারোন আজেমোলু সাইমন জনসন ও জেমস এ. রবিনসনের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন। জাতিসমূহের সমৃদ্ধির তুলনামূলক গবেষণার জন্য তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "192,209 Authors"। opensyllabus.org। Open Syllabus। ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৪।
- Pages using infobox economist with unknown parameters
- মার্কিন অর্থনীতিবিদ
- ১৯৬৭-এ জন্ম
- লন্ডন স্কুল অব ইকোনমিক্সের প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- জীবিত ব্যক্তি
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক
- ২১শ শতাব্দীর মার্কিন অ-কল্পকাহিনী লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন অর্থনীতিবিদ
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকীকৃত নাগরিক