২০২৪ নোবেল শান্তি পুরস্কার
অবয়ব
২০২৪ নোবেল শান্তি পুরস্কার | |
---|---|
প্রদানের কারণ | মানুষের কল্যাণের জন্য |
তারিখ |
|
অবস্থান | অসলো, নরওয়ে |
পুরস্কারদাতা | নরওয়েজীয় নোবেল কমিটি |
পুরস্কার | ৯.০ মিলিয়ন এসইকে |
প্রথম পুরস্কৃত | ১৯০১ |
বিজয়ী | নিহন হিদানকিঔ জাপান |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
২০২৪ নোবেল শান্তি পুরস্কার একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কার, যা আলফ্রেদ নোবেলের ইচ্ছানুসারে প্রতিষ্ঠিত হয়েছে।[১] এটি ১১ অক্টোবর ২০২৪-এ নরওয়ের অসলোতে নরওয়েজীয় নোবেল কমিটি জাপানের নিহন হিদানকিঔ সংগঠনটি কে ২০২৪ সালের শান্তি তে নোবেল প্রাপ্ত বলে ঘোষণা করা হয় এবং ১০ ডিসেম্বর ২০২৪-এ প্রদান করা হবে।
প্রার্থী
[সম্পাদনা]যদিও মনোনয়ন কঠোরভাবে গোপন রাখা হয়, তবে কিছু নরওয়েজীয় সংসদ সদস্য এবং অন্যান্য শিক্ষাবিদ তাদের পছন্দের প্রার্থীদের নাম প্রকাশ্যে ঘোষণা করার অধিকার পান, শুধুমাত্র মনোনীত ব্যক্তি ও মনোনয়নকারীর প্রচারের উদ্দেশ্যে।
যোগ্য প্রস্তাবকারী
[সম্পাদনা]নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী, মনোনয়ন তখনই বৈধ হিসেবে গণ্য হবে, যদি তা নিম্নলিখিত শ্রেণিভুক্ত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা জমা দেওয়া হয়:[২]
- ১. সার্বভৌম রাষ্ট্রগুলোর জাতীয় পরিষদের সদস্য এবং জাতীয় সরকারের সদস্যবৃন্দ (মন্ত্রিসভার সদস্যগণ/মন্ত্রীবৃন্দ), এছাড়াও বর্তমান রাষ্ট্রপ্রধানগণ;
- ২. হেগের আন্তর্জাতিক বিচার আদালত এবং স্থায়ী আন্তর্জাতিক বিচার আদালতের সদস্যবৃন্দ;
- ৩. আঁস্তিত্যু দ্য দ্রোয়া আঁতেরনাসিওনাল-এর সদস্যবৃন্দ;
- ৪. নারীদের আন্তর্জাতিক শান্তি ও স্বাধীনতা সংগঠনের আন্তর্জাতিক পরিষদের সদস্যরা;
- ৫. ইতিহাস, সামাজিক বিজ্ঞান, আইন, দর্শন, ধর্মতত্ত্ব ও ধর্ম বিষয়ের বিশ্ববিদ্যালয় অধ্যাপক, অধ্যাপক ইমেরিটাস এবং সহযোগী অধ্যাপকগণ; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরিচালকবৃন্দ (অথবা তাঁদের সমমর্যাদার ব্যক্তিবর্গ);
- ৬. শান্তি গবেষণা ইনস্টিটিউট এবং বৈদেশিক নীতি ইনস্টিটিউটের পরিচালকগণ;
- ৭. যারা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন;
- ৮. নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত সংস্থাগুলোর মূল পরিচালনা পর্ষদের সদস্যগণ বা তাদের সমমানের পদধারীগণ;
- ৯. বর্তমান এবং প্রাক্তন নরওয়েজীয় নোবেল কমিটির সদস্যগণ (কমিটির বর্তমান সদস্যদের করা প্রস্তাবগুলি প্রতি বছর ফেব্রুয়ারির ১ তারিখের পর প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়);
- ১০. নরওয়েজীয় নোবেল কমিটির প্রাক্তন উপদেষ্টাগণ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Alfred Nobel will"। Nobel Foundation। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২।
- ↑ Nomination and selection of Nobel Peace Prize laureates nobelprize.org