কোপাই নদী
কোপাই নদী | |
বীরভূম জেলার বল্লভপুরে কোপাই নদী
| |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | পশ্চিমবঙ্গ |
উপনদী | |
- বাঁদিকে | বক্রেশ্বর নদ |
নগরসমূহ | শান্তিনিকেতন, লাভপুর |
কোপাই নদী (অপর নাম শাল নদী) হলো ময়ূরাক্ষী নদীর একটি উপনদী।[১][২][৩] এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত।[৪] এটি একটি ছোটো নদী। তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা যায়।[৫][৬]
সাহিত্যে উল্লেখ
[সম্পাদনা]এই নদীর অববাহিকায় মাটির রং লাল। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোটো ছোটো খাত সৃষ্টি হয়েছে তা খোয়াই নামে পরিচিত। এই মাটি স্থানীয় সাহিত্যিকদের অনুপ্রেরণার কাজ করেছে।[৫] রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর বর্ণনায় লিখেছেন:
- আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
- বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। [৭]
এই নদীর বাঁকগুলি অনেকটা হাঁসুলির আকৃতিবিশিষ্ট। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নামে রচনা করেন হাঁসুলি বাঁকের উপকথা নামে একটি উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে একই নামে তপন সিংহ একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন।[৮][৯]
এছাড়া এই নদীর তীরে রয়েছে ৫১ পিঠের অন্যতম সতী পিঠ কঙ্কালীতলা।এখানে মায়ের মন্দির ও শ্মশান রয়েছে। এখানে নদীটি মন্দিরের কাছ হইতে উত্তর মুখে ধাবিত হয়েছে,যা অলৌকিক মানা হয়ে থাকে।
পুরাতাত্ত্বিক নিদর্শন
[সম্পাদনা]অজয়-কুনুর-কোপাই নদী উপত্যকায় খ্রিস্টপূর্ব ১২৫০-১০০০ অব্দের মাইক্রোলিথ স্ফটিক পাথর ও প্রস্তরীভূত কাঠ পাওয়া গিয়েছে।[১০]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ বন্দ্যোপাধ্যায়, দিলীপকুমার (২০০৭)। বাংলার নদনদী। কলকাতা: দে’জ পাবলিশিং।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Rivers"। West Bengal Tourism। ২০০৯-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪।
- ↑ "River System"। Birbhum district administration। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪।
- ↑ "Birbhum"। bangalinet। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪। [অকার্যকর সংযোগ]
- ↑ ক খ Halder, Ritam (২০০৮-০৭-০৪)। "Next weekend you can be at ...Santiniketan"। Calcutta, India: The Telegraph, 4 July 2008। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪।
- ↑ "Kopai River"। india9.com। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪।
- ↑ Sahaj Path by Rabindranath Tagore
- ↑ Mukhopadhyay Manabendra, Tarashankarer Birbhum, Paschim Banga, Birbhum Special issue, pp. 259–268, February 2005, Information and Culture Dept., Govt. of West Bengal.
- ↑ ইন্টারনেট মুভি ডেটাবেজে Hansuli Banker Upakatha (ইংরেজি)
- ↑ "Ancient Bengal in Ancient India"। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪।