সিউড়ি সদর মহকুমা
সিউড়ি সদর মহকুমা | |
---|---|
মহকুমা | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′ উত্তর ৮৭°৩২′ পূর্ব / ২৩.৯২° উত্তর ৮৭.৫৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বীরভূম জেলা |
সদর | সিউড়ি |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি |
ওয়েবসাইট | wb |
সিউড়ি সদর মহকুমা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি মহকুমা। এই মহকুমা তিনটি পুরসভা (সিউড়ি, দুবরাজপুর ও সাঁইথিয়া) এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (সিউড়ি-১, সিউড়ি-২, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর ও মহম্মদবাজার) নিয়ে গঠিত। ব্লক সাতটিতে আবার একটি সেন্সাস টাউন (আহমদপুর) ও ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর সিউড়ি।
এলাকা
[সম্পাদনা]সিউড়ি, দুবরাজপুর ও সাঁইথিয়া পুরসভা ছাড়া সিউড়ি সদর মহকুমায় সিউড়ি-১, সিউড়ি-২, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর ও মহম্মদবাজার নামে সাতটি ব্লকের অধীনে আহমদপুর নামে একটি সেন্সাস টাউন এবং ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১]
মহকুমা
[সম্পাদনা]বীরভূম জেলায় রয়েছে তিনটি মহকুমা:[২][৩][৪]
মহকুমা | সদর | ক্ষেত্রফল কিমি২ |
জনসংখ্যা (২০১১) |
গ্রামীণ জনসংখ্যা % (২০১১) |
শহুরে জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
রামপুরহাট | রামপুরহাট | ১,৫৭৪.২৩ | ১৫,০৮,৫০৬ | ৯৬.৬২ | ৩.৩৮ |
সিউড়ী সদর | সিউড়ী | ১,৭৮২.৭২ | ১১,২১,৮৭১ | ৯৬.৫৭ | ৩.৪৩ |
বোলপুর | বোলপুর | ১,১৮৬.৬৬ | ৮,৭২,০২৭ | ৯৬.৫৬ | ৩.৪৪ |
বীরভূম জেলা | ৪,৫৪৫.০০ | ৩৫,০২,৪০৪ | ৯৬.৫৯ | ৩.৪১ |
ব্লক
[সম্পাদনা]সিউড়ি-১ ব্লক
[সম্পাদনা]সিউড়ি-১ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আলুন্দা, করিধ্যা, মল্লিকপুর, তিলপাড়া, ভুরকুনা, খাটাঙ্গা ও নাগরী।[১] ব্লকটি সিউড়ি ও সদাইপুর থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর বড়বাগান।[৬]
সিউড়ি-২ ব্লক
[সম্পাদনা]সিউড়ি-২ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল অবিনাশপুর, দমদমা, কোমা, বাঁশঙ্কা, কেন্দুয়া,পুরন্দরপুর।[১] ব্লকটি সিউড়ি ও পাঁরুই থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর পুরন্দরপুর।[৬]
সাঁইথিয়া ব্লক
[সম্পাদনা]সাঁইথিয়া ব্লকের শহরাঞ্চল আহমদপুর সেন্সাস টাউন এবং গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আহমদপুর, বনগ্রাম, হরিসারা, পানরুই, ভ্রমরকোল, দেরিয়াপুর, হাতোড়া, সাংরা, আমারপুর, ফুলুর, মাথপালসা ও শ্রীনিধিপুর।[১] ব্লকটি সাঁইথিয়া ও পানরুই থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর আহমদপুর।[৬]
দুবরাজপুর ব্লক
[সম্পাদনা]দুবরাজপুর ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বালিজুরি, হেতমপুর, লোবা, সাহাপুর, চিনপাই, যশপুর, পদুমা, গোহালিয়ারা, লক্ষ্মীনারায়ণপুর ও পারুলিয়া।[১] ব্লকটি ইলামবাজার, সদাইপুর ও দুবরাজপুর থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর দুবরাজপুর।[৬]
খয়রাসোল ব্লক
[সম্পাদনা]খয়রাসোল ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বাবুইজোড়, কেন্দগোর, নাকরাকোন্দা, রুপুসপুর, বড়রা, খয়রাসোল, পাঁচড়া, হজরতপুর, লোকপুর ও পারসুন্দি।[১] ব্লকটি খয়রাসোল ও কাঁকড়তলা থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর খয়রাসোল।[৬]
রাজনগর ব্লক
[সম্পাদনা]রাজনগর ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ভবানীপুর, গাংমুড়ি-জয়পুর, তাঁতিপাড়া, চন্দ্রপুর ও রাজনগর।[১] ব্লকটি রাজনগর থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর রাজনগর।[৬]
মহম্মদবাজার ব্লক
[সম্পাদনা]মহম্মদবাজার ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আঙ্গারগড়িয়া, চরিচা, হিংলো, পুরাণাগ্রাম, ভাঁড়কাটা, ডেউচা, কাপিষ্টা, রামপুর, ভুতুরা, গণপুর, মহম্মদবাজার ও সেকেড্ডা।[১] ব্লকটি মহম্মদবাজার থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর প্যাটেলনগর।[৬]
বিধানসভা কেন্দ্র
[সম্পাদনা]সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[৭]
- সিউড়ি পুরসভা, সিউড়ি-১ ব্লক, রাজনগর ব্লক ও দুবরাজপুর ব্লকের চিনপাই, গোহালিয়ারা, পারুলিয়া ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্র গঠিত।
- দুবরাজপুর ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত, দুবরাজপুর পুরসভা ও খয়রাসোল ব্লক নিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
- সাঁইথিয়া পুরসভা, সিউড়ি-২ ব্লক, মহম্মদবাজার ব্লকের অঙ্গারগড়িয়া, ভুতুড়া, চরিচা, মহম্মদবাজার, দেউচা ও পুরানাগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং সাঁইথিয়া ব্লকের বনগ্রাম, দেরিয়াপুর, ফুলুর, হরিসারা, হাতোড়া ও মাথপালসা গ্রাম পঞ্চায়েত নিয়ে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র গঠিত।
- সাঁইথিয়া ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
- মোহম্মদ বাজার ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
- দুবরাজপুর ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
- নানুর বিধানসভা কেন্দ্র তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
- সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া ও রামপুরহাট বিধানসভা কেন্দ্রগুলি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
- দুবরাজপুর ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"। West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬।
- ↑ "District Statistical Handbook 2008, Birbhum" (পিডিএফ)। Table 2.2। Bureau of Applied Economics and Statistics, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ "2011 Census - Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "Contact details of Block Development Officers"। Birbhum district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Press Note, Delimitation Commission" (PDF)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 22,25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৫।