উধাম সিং
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
উধাম সিং Shaheed Udham Singh | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ৩১ জুলাই ১৯৪০ পেন্টনভিল প্রিজন, যুক্তরাজ্য | (বয়স ৪০)
প্রতিষ্ঠান | গাদ্দার পার্টি, হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকান সমিতি, ভারতীয় শ্রমিক সমিতি |
আন্দোলন | ভারতীয় স্বাধীনতা আন্দোলন |
উধাম সিং (ইংরেজি: Udham Singh), (২৬ ডিসেম্বর ১৮৯৯ – ৩১ জুলাই ১৯৪০) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের সময়ে যিনি পাঞ্জাব প্রদেশের বিলেতি গভর্নর ছিলেন, সেই মাইকেল ও'ডোয়াইয়ার-কে (Michael O'Dwyer) হত্যা করতে তিনি সংকল্পবদ্ধ হন। এই উদ্দেশ্যে উধাম সিং ১৯৩৪ সালে বিলেত গমন করেন। এবং অবশেষে ১৯৪০ সালের মার্চ মাসে - জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রায় ২১ বছর পরে - লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও'ডোয়াইয়ার-কে গুলি করে হত্যা করেন।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৮৩।