বাউফল উপজেলা
বাউফল | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে বাউফল উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°২৭′০.০০০″ উত্তর ৯০°৩১′৪৮.০০০″ পূর্ব / ২২.৪৫০০০০০০° উত্তর ৯০.৫৩০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পটুয়াখালী জেলা |
আসন | ২ |
আয়তন | |
• মোট | ৪৮৭.১০ বর্গকিমি (১৮৮.০৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ৩,০৪,৯৫১ |
• জনঘনত্ব | ৬৩০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | 84% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮৬২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৩৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাউফল বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]এটি জেলা সদর থেকে ৩০ কি.মি. দূরে অবস্থিত। এর উত্তর ও পশ্চিমে বাকেরগঞ্জ উপজেলা, পশ্চিমে পটুয়াখালী সদর ও দুমকি উপজেলা, দক্ষিণে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং পূর্বে তেঁতুলিয়া নদী। বাউফল উপজেলার আয়তন ৪৮৭.১০ বর্গ কি.মি.। বাউফল সদরে ০১ ( একটি) টি পুলিশ স্টেশন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৭৯০ খ্রিঃ লর্ড কর্নওয়ালিশ ভারত শাসন সংস্কার আইনে বাকেরগঞ্জ জেলাকে ১০টি থানায় বিভক্ত করেন। এর মধ্যে বাউফল থানা অন্যতম। তাছাড়া ১৮৬৭ সালের ২৭ মার্চ কোলকাতা গেজেটে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। এ মহকুমার অধীনে ৪টি থানার মধ্যে বাউফল অন্তর্ভুক্তও ছিল। পূর্বে এ এলাকায় ছিল অনেক ধরনের বৃক্ষাদি। এসব বৃক্ষাদির মধ্যে এক ধরনের গাছ জনসাধারণের কাছে বাউ গাছ নামে অত্যন্ত সুপরিচিত ছিল এবং ঐ গাছের নামানুসারে অত্র এলাকার নাম হয় বাউফল। আগা বাকের খাঁর শাসন আমলে দক্ষিণ বাংলার ইতিহাস অনুযায়ী অত্র এলাকার নাম বাউফল হিসেবে পরিচিতি লাভ করে। ১৮৭৪ সালের আগস্ট মাসে যখন এখানে পুলিশ স্টেশন করা হয় তখন উক্ত নাম ব্যাপকভাবে প্রচারিত হয়।
- থানা প্রতিষ্ঠার তারিখ: আগস্ট, ১৮৭৪ খ্রিষ্টাব্দ।
- উপজেলা প্রতিষ্ঠার তারিখ: ২ জুলাই, ১৯৮৩ খ্রিষ্টাব্দ।
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]বাউফল উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাউফল থানার আওতাধীন।
- ১নং কাছিপাড়া
- ২নং কালিশুরী
- ৩নং ধুলিয়া
- ৪নং কেশবপুর
- ৫নং সূর্য্যমনি
- ৬নং কনকদিয়া
- ৭নং বগা
- ৮নং মদনপুরা
- ৯নং নাজিরপুর
- ১০নং কালাইয়া
- ১১নং দাশপাড়া
- ১২নং বাউফল
- ১৩নং আদাবাড়িয়া
- ১৪নং নওমালা
- ১৫নং চন্দ্রদ্বীপ
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাউফল উপজেলার মোট জনসংখ্যা ৩,০৪,২৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৪৪,৫৪৫ জন এবং মহিলা ১,৫৯,৭৩৯ জন। মোট পরিবার ৬৭,৮৩৩টি।[২]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাউফল উপজেলার সাক্ষরতার হার ৫৭.১%।[২]
এ উপজেলায় মহাবিদ্যালয়ের সংখ্যা ১৩টি, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৫টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৪টি, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ২২৫টি। নার্সিং ইনস্টিটিউট ২ টি।পলিটেকনিক ইনিস্টিউট ২টি।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট
- শাহেদা গফুর নার্সিং ইনস্টিটিউট
- বাউফল ফাজিল ছালেহিয়া মাদ্রাসা
- কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা
- দক্ষিন বিলবিলাস বুজরুক আলী শিকদার বাড়ি জামিয়া কারিমীয়া হাফিজিয়া ও কওমী মাদ্রাসা (এতিমখানা ও লিল্লাহ বোডিং)
- বাউফল সরকারি কলেজ
- বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
- বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়
- গাজীমাঝি মাধ্যমিক বিদ্যালয়
- নুরাইনপুর অগ্রনী বিদ্যাপীঠ
- কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ
- ভরিপাশা ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স
- কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ
- ছিটকা মহসীন মাধ্যমিক বিদ্যালয়
- বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়
- কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়
- হায়াতুন নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া।
- মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়
- দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়
- সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়
- বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়
- আব্দুর রসিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়
- নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়
- নওমালা মাধ্যমিক বিদ্যালয়
- কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়
- কারখানা মাধ্যমিক বিদ্যালয়
- বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
- ইয়াকুব শরিফ ডিগ্রী কলেজ
- আয়লা মাধ্যমিক বিদ্যালয়
- কালিশুরী কলেজ
- নওমালা কলেজ
- কেশবপুর কলেজ
- নুরাইনপুর কলেজ
- ধুলিয়া কলেজ
- আড়াইনাও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়
- ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়
- পূর্ব কাছিপাড়া দা:দা:মাদ্রাসা
- রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা
- ভরিপাশা সৈয়দ মর্তুজা দাখিল মাদ্রাসা
- কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা
- কেশবপুর ফজলুল হক আলিম মাদ্রাসা
- বাজেমহল ওবাইদিয়া ফাজিল মাদ্রাসা
- আসাদুজ্জামান তুষার নূরানী ও হাফেজিয়া মাদরাসা
- পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়
- মাধবপুর এন.কে.মাধ্যমিক বিদ্যালয়
- কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়
- এ কে নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়
- এস কে ডি সি মাধ্যমিক বিদ্যালয়
- মানসুরিয়া দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]হাট বাজার
[সম্পাদনা]- বাউফল পৌর শহর
- কালাইয়া বন্দর
- বগা বন্দর
- কালিশুরী বন্দর
- কাশিপুর বন্দর
- বাংলা বাজার
- নওমালা বন্দর
- নুরাইনপুর বাজার
- কাছিপাড়া বাজার
- বগী বাজার
- ধুলিয়া বাজার
- কাঠের পুল বাজার
- নগের হাট
- বিলবিলাস বাজার।
- মোমিনপুর বাজার।
- কনকদিয়া ইউনিয়ন বাজার
- বীরপাশা বাজার
- দাসপাড়া বাজার
- আদাবাড়িয়া বাজার
কৃষি
[সম্পাদনা]আবাদী জমির পরিমাণ ৮৪,১১৫ একর, এক ফসলী জমির পরিমাণ ২৬,২৪৫ একর, দোফসলী জমির পরিমান ৪৭,৭৬০ একর।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- শের ই বাংলা এ কে ফজলুল হক — বাঙালি আইনজীবি, রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী
- মনোরঞ্জন সিকদার — সাবেক আইনমন্ত্রী (যুক্তফ্রন্ট সরকার)
- মৌলভী দরবেশ আলি মিয়া - বিশিষ্ট শিক্ষাবিদ (সাবেক প্রধান শিক্ষক, বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়)
- আ. স. ম. ফিরোজ — সংসদ সদস্য
- এ, কে, এম, বজলুল করিম - বিশিষ্ট শিক্ষাবিদ (সাবেক প্রধান শিক্ষক, বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী মাহমুদজান সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ইংরেজী শিক্ষক, বিএফ শাহীন কলেজ, ঢাকা)
- ইয়াকুব আলী শরীফ — সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ
- শহিদুল আলম তালুকদার — সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ
- কে এম নুরুল হুদা — প্রধান নির্বাচন কমিশনার
- শামসুল আলম (বীর উত্তম)
- শওকত হোসেন হিরন — সাবেক মেয়র বরিশাল সিটি কর্পোরেশন
- এ, কে, এম, কবীর-উল-করিম - সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেটিভিশন । বাংলাদেশ স্কাউট প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত।
- ড. আব্দুল মালেক — সাবেক এলজিইডি সচিব, বর্তমান তথ্য কমিশনার
- নুরুল হক নুর — ডাকসু'র সহ-সভাপতি (ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়)
- এম. এ. মুন'এম সাবেক মন্ত্রী।
- আবির ইবনে করিম – সাবেক চীফ কো-অর্ডিনেটর (রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশ), যন্ত্রশিল্পী (বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী)। সহ-সভাপতি ও মানবাধিকার সংবাদদাতা (ন্যাশনাল প্রেস সোসাইটি, ঢাকা বিভাগ)
- আব্দুল আজিজ খন্দকার সাবেক সংসদ সদস্য
- রওনক মাহমুদ — সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়
দর্শনীয় স্থান ও স্থাপনা
[সম্পাদনা]- বিলবিলাসে শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক এর পৈত্রিক বাড়ি
- ঘসেটি বিবির মসজিদ
- চন্দ্রদ্বীপের রাজ কন্যা কমলারানীর দিঘি
- তমিরুদ্দিন আউলিয়ার মাজার - কালাইয়া
- মদনপুরার মৃৎশিল্প
- কালিশুরী ইসাখার মসজিদ
- গোসিংগা লাল মিয়া বাড়ি প্রাচীন জমিদার বাড়ি এবং দিঘি
- মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি
- কানাই-বলাইর দীঘি - কাছিপাড়া
- কমলা রাণীর দিঘী (কোটপাড়, কালাইয়া)
- নূরজাহান পার্ক, শৌলা
- মুজিব চত্বর (পৌরসভা, ৪নং ওয়ার্ড)
- স্বাধীনতা স্তম্ভ, বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ,উন্মুক্ত শিশু পার্ক (উপজেলা পরিষদ )
- স্বপ্নচূড়া থিম পার্ক
- কালাইয়া বন্দর
- পাবলিক ফিল্ড
- বগা বন্দর
- বগা ফেরিঘাট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বাউফল উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯।