আব্দুল মজিদ (অভিনেতা)
আব্দুল মজিদ | |
---|---|
জন্ম | ১৯৩২[১] |
জাতীয়তা | ![]() |
নাগরিকত্ব | ![]() ![]() |
পেশা | চলচ্চিত্র পরিচালক, নাট্যকার, অভিনেতা |
আব্দুল মজিদ (অসমীয়া: আব্দুল মজিদ; ইংরেজি: Abdul Majid) অসমের একজন প্রসিদ্ধ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নাট্যকার ও অভিনেতা। ১৯৫৮ সনে নিপ বরুয়া পরিচালিত রঙা পুলিশ নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি অসমীয়া চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।[১] তিনি মোট ৬টি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করেছেন। অভিনেতা হিসেবে তিনি প্রধানত খলনায়কের অভিনয় করেছেন। তার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত চামেলী মেমসাব শ্রেষ্ঠ আঞ্চলিক চলচ্চিত্রের রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছে।[২] উক্ত চলচ্চিত্রে ডঃ ভূপেন হাজরিকা সঙ্গীত পরিচালনা করেন ও শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন।[৩]
পরিচালিত চলচ্চিত্র[সম্পাদনা]
আব্দুল মজিদ পরিচালিত ৬টি চলচ্চিত্রের নাম:[১][৩]।
ছবির নাম | বর্ষ | |
---|---|---|
মরম তৃষ্ণা | ১৯৬৮ | |
চামেলী মেমসাব | ১৯৭৫ | আঞ্চলিক চলচ্চিত্রের রাষ্ট্রীয় পুরস্কার লাভ |
বনহংস | ১৯৭৭ | |
বনজুই | ১৯৭৮ | |
পোনাকণ | ১৯৮১ | |
উত্তর কাল | ১৯৯০ |
পরিচালিত তথ্যচিত্র ও ধারাবাহিক[সম্পাদনা]
- নামঘরিয়া
- অজাগা
- জোর পুরি হাত
- দাপোণ (২টি খণ্ড)
- অগ্নিগর্ভ
- হাতোরা
- শেগুন পুলি রুবো কোনে
- রাম-রহিম
- রোমন্থন
ইত্যাদি
অন্যান্য পুরস্কার ও সম্মান[সম্পাদনা]
- চোর নামক নাটকরে জন্য ১৯৬৬-৬৭ সালে অসম সাহিত্য সভা পুরস্কার প্রদান করা হয়।[৪]।
- বিষ্ণুরাভা পুরস্কার (১৯৮৬)[৪]
- নটসূর্য পুরস্কার (১৯৯৯)[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "Abdul Majid"। Encyclopedia of Indian Cinema। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Assam Film Awards"। joiaaiaxom.com। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৩।
- ↑ ক খ "Film Directors"। enajori.com। ২০১৩-০১-২২। ২০১৫-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০।
- ↑ ক খ গ "Abdul Mazid"। Rupaliparda.com। ২০১২-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১২।