আনন্দ (চলচ্চিত্র)
আনন্দ | |
---|---|
![]() | |
পরিচালক | হৃষিকেশ মুখার্জী |
প্রযোজক | হৃষিকেশ মুখার্জী এন.সি. সিপ্পি |
রচয়িতা | বিমল দত্ত গুলজার ডি.এন. মুখার্জী হৃষিকেশ মুখার্জী বীরেন ত্রিপেটী |
শ্রেষ্ঠাংশে | রাজেশ খান্না অমিতাভ বচ্চন |
সুরকার | সলিল চৌধুরী |
চিত্রগ্রাহক | জয়ন্ত পাহাড়ী |
সম্পাদক | হৃষিকেশ মুখার্জী |
পরিবেশক | ডিজিটাল এন্টারটেইনমেন্ট সিমারো ভিডিও প্রা. লি. |
মুক্তি | ৫ মার্চ ১৯৭১ |
দৈর্ঘ্য | ১২৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আনন্দ (হিন্দি: आनंद; ইংরেজি: Anand; উর্দু: آنند) ১৯৭১ সালে মুক্তি পাওয়া একটি হিন্দি ভাষার ভারতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক হৃষিকেশ মুখার্জী এবং এতে রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন অভিনয় করেন, যেখানে রাজেশ খান্না ছিলেন ছবিটির নাম ভূমিকায়।
কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]
চরিত্রসমূহ[সম্পাদনা]
- রাজেশ খান্না, "আনন্দ সেহগাল" চরিত্রে
- অমিতাভ বচ্চন, "ডা: ভাস্কর ব্যানার্জী" চরিত্রে
- সুমিত্রা স্যানাল, "রাণু" চরিত্রে
- রমেশ দেও, "ডা: প্রকাশ কুলকার্নি" চরিত্রে
- সীমা দেও, "সুমন কুলকার্নি" চরিত্রে
- ললিতা পাওয়ার, "ম্যাট্রোন" চরিত্রে
- দুর্গা খট, "রাণুর মা" চরিত্রে
- জনি ওয়াকার, "ইশা ভাই" চরিত্রে
- অসিত সেন, "ডা: ভাস্কররে রোগী" চরিত্রে
- দারা সিং, "পাহলওয়ান" চরিত্রে
পুরস্কার ও সম্মননা[সম্পাদনা]
সঙ্গীত[সম্পাদনা]
আনন্দ | ||||
---|---|---|---|---|
সলিল চৌধুরী কর্তৃক সাউন্ডট্রাক to Anand | ||||
মুক্তির তারিখ | ১৯৭১ | |||
ভাষা | হিন্দি | |||
সঙ্গীত প্রকাশনী | সারেগামা | |||
সলিল চৌধুরী কালক্রম | ||||
|
এই চলচ্চিত্রটির সঙ্গীতের দায়িত্বে ছিলেন সলিল চৌধুরী। গানের কথা লিখেছিলেন গুলজার ও যোগেশ। চলচ্চিত্রটিতে অমিতাভ বচ্চন "মওত্ তো এক কবিতা হ্যায়" শিরোনামে একটি কবিতা আবৃত্তি করেন যা লিখেছিলেন গুলজার।
গান | গায়ক | গীতিকার |
---|---|---|
যিনদেগী ক্যাইসি হ্যা প্যাহলি | মান্না দে | যোগেশ |
কাহিন দুর যাব দিন ঢাল যায়্যা | মুকেশ | যোগেশ |
ম্যাইনে তেরি লিয়ে হি সাথ রং কি স্বপনে | মুকেশ | গুলজার |
না যায়্যা লাগ না | লতা মঙ্গেশকর | গুলজার |
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
বিষয়শ্রেণীসমূহ:
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ১৯৭১-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় বন্ধু সম্পর্কিত চলচ্চিত্র
- ফিল্মফেয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- হৃষিকেশ মুখার্জী পরিচালিত চলচ্চিত্র
- ক্যান্সার সম্পর্কিত চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী