বিষয়বস্তুতে চলুন

রাম তেরি গঙ্গা মইলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাম তেরি গঙ্গা মইলি
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ কাপুর
প্রযোজকরণধীর কাপুর
রচয়িতা
  • রাজ কাপুর
  • ভি. পি. সাথে
  • কে. কে. সিং
  • জ্যোতি স্বরূপ
চিত্রনাট্যকাররাম কেলকর
কাহিনিকারসচিন ভৌমিক
শ্রেষ্ঠাংশে
সুরকাররবীন্দ্র জৈন
চিত্রগ্রাহকরাধু কর্মকার
সম্পাদকরাজ কাপুর
পরিবেশকআর. কে. ফিল্মস
মুক্তি
  • ১৬ আগস্ট ১৯৮৫ (1985-08-16)
স্থিতিকাল১৭৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹১.৪৪ কোটি
আয়₹১৯ কোটি[]

রাম তেরি গঙ্গা মইলি রাজ কাপুর পরিচালিত ১৯৮৫ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রাজ কাপুর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মন্দাকিনীরাজিব কাপুর

চলচ্চিত্রটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র, যা মুম্বইয়ে হীরকজয়ন্তী ও অন্যান্য বড় শহরে সুবর্ণজয়ন্তী পালন করে। এটি সেই বছরের শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[] এছাড়া চলচ্চিত্রটি ক্রান্তি (১৯৮১) ও ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯)-এর পর ১৯৮০-এর দশকের ৩য় শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[]

চলচ্চিত্রটি ৩৩তম ফিল্মফেয়ার পুরস্কারে ১০টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালক-সহ ৫টি বিভাগে পুরস্কার লাভ করে।[]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • রাজিব কাপুর - নরেন্দ্র "নরেন" সহায়
  • মন্দাকিনী - গঙ্গা সহায়
  • দিব্যা রানা - রাধা বি. চৌধরী
  • সুষমা সেঠ - দাদীমা
  • সাইদ জাফরি - কুঞ্জ বিহারি
  • কুলভূষণ খরবন্দা - জীব সহায়
  • রাজা মুরাদ - ভগবত চৌধরী
  • গীতা সিদ্ধার্থ - মিসেস সহায়
  • ত্রিলোক কাপুর - প্রফেসর
  • কৃষাণ ধবন - মণিলাল
  • বিশ্ব মেহরা - পোস্টবাবু
  • উর্মিলা ভট্ট - তাজেশ্বরীবাই
  • এ. কে. হঙ্গল - ব্রিজ কিশোর
  • গৌতম সারিন - নরেনের শিক্ষার্থী
  • মন্টি নাথ - নরেনের শিক্ষার্থী যার ঘড়ি হারিয়ে যায়
  • কমলদীপ - চমনলাল
  • টম অল্টার - করম সিং, গঙ্গার বড় ভাই
  • জাভেদ খান আমরোহী - মঙ্গলু, গঙ্গার বাগদত্তা

সঙ্গীত

[সম্পাদনা]

রাম তেরি গঙ্গা মইলি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন রবীন্দ্র জৈন। গানের কথা লিখেছেন জৈন ও হসরত জয়পুরী

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এক দুখিয়ারি কহে"রবীন্দ্র জৈনলতা মঙ্গেশকর ও কোরাস 
২."এক রাধা এক মীরা"রবীন্দ্র জৈনলতা মঙ্গেশকর 
৩."হুস্‌ন পাহাড়োঁ কা"রবীন্দ্র জৈনলতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াডকর 
৪."রাম তেরি গঙ্গা মইলি হো গয়ে - খণ্ড-১"রবীন্দ্র জৈনসুরেশ ওয়াডকর 
৫."সুন সাহিবা সুন প্যায়ার কি ধুন"হসরত জয়পুরীলতা মঙ্গেশকর ও কোরাস 
৬."তুঝে বুলায়েঁ ইয়ে মেরি বাহেঁ"রবীন্দ্র জৈনলতা মঙ্গেশকর 
৭."ইয়ারা ও ইয়ারা"রবীন্দ্র জৈনলতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াডকর 
৮."রাম তেরি গঙ্গা মইলি হো গয়ে - খণ্ড-২"রবীন্দ্র জৈনসুরেশ ওয়াডকর ও কোরাস 
৯."ম্যাঁয় হি ম্যাঁয় হুঁ"আমির কাজলবাশসুরেশ ওয়াডকর 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Box Office 1985"বক্স অফিস ইন্ডিয়া। ২০১৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৩ 
  2. "Top Earners 1980-1989 (Figures in Ind Rs)"বক্স অফিস ইন্ডিয়া। ২০১৩-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৩ 
  3. "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়ান টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]